বিষয়বস্তুতে চলুন

ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ২৩°৩৫′৪৩″ উত্তর ৮৯°৫১′৪৪″ পূর্ব / ২৩.৫৯৫৩৮৪° উত্তর ৮৯.৮৬২১৭২° পূর্ব / 23.595384; 89.862172
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুনর্নির্দেশিত)
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট
প্রশাসনিক ভবন
ধরনকারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
স্থাপিত১৯৬৩ (1963)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
ইআইআইএন১৩২৩১৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষপ্রকৌশলী মোঃ আক্কাছ আলী সেখ
শিক্ষার্থী৩৮২৪ জন (প্রায়)
ঠিকানা
বায়তুল আমান
, ,
২৩°৩৫′৪৩″ উত্তর ৮৯°৫১′৪৪″ পূর্ব / ২৩.৫৯৫৩৮৪° উত্তর ৮৯.৮৬২১৭২° পূর্ব / 23.595384; 89.862172
শিক্ষাঙ্গনউপশহর, ২৩ একর (০.০৯৩ বর্গকিলোমিটার)
ভাষাবাংলা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
মানচিত্র

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের ফরিদপুরে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। ১৯৬৩ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি ফরিদপুরের প্রথম ও বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম প্রকৌশল ডিপ্লোমা কলেজ। এটি চার বছর মেয়াদী প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

এটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর নাম ছিল ফরিদপুর টেকনিক্যাল ইনস্টিটিউট। ১৯৬৭ সালে এর নাম পরিবর্তন করে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট রাখা হয়।

অবস্থান

[সম্পাদনা]

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ফরিদপুর শহরের অদূরে বায়তুল আমানে অবস্থিত। এর বিপরীতে রাজেন্দ্র কলেজের অনার্স শাখা অবস্থিত।

ক্যাম্পাস

[সম্পাদনা]
প্রতিষ্ঠানের ভেতরের একটি রাস্তা ও পাশে অন্যান্য ভবন

মূল ক্যাম্পাসে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন , লাইব্রেরী, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বড় বড় ওয়ার্কশপ ভবন, বিভিন্ন বিভাগের আলাদা ভবন এবং ল্যাবরেটরী এবং একটি ৫০০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন মিলনায়তন, ছাত্র মিলনায়তন ইত্যাদি।

এছাড়া কলেজে প্রশাসনিক ভবনের পাশে রয়েছে মসজিদ ও খেলার মাঠের পাশে শহীদ মিনার। মাঠের সম্মুখ পাশে কৃষি ব্যাংক ফরিদপুর পলিটেকনিক শাখা ও পোষ্ট আফিস আছে।

একাডেমিক ভবন

প্রযুক্তি

[সম্পাদনা]

এখানে বাকাশিবো কর্তৃক চার বছর মেয়াদী 'প্রকৌশলে ডিপ্লোমা' ডিগ্রি প্রদান করা হয়। একাডেমিক প্রযুক্তসমূহের মধ্যে রয়েছে

শিক্ষক ও কর্মচারী

[সম্পাদনা]

অত্র কলেজে ইন্সট্রাকটর, জুনিয়র ইন্সট্রাকটর পদে ৬০ জনের উপরে শিক্ষক রয়েছে। বিভিন্ন ওয়ার্কশপে আছে প্রথম শ্রেণীর ওয়ার্কশপ সুপার। এছাড়া বিভিন্ন ল্যাবে অভিজ্ঞ ক্রাফট ইন্সট্রাকটর রয়েছে।

ওয়ার্কশপ ও ল্যাবরেটরিসমূহ

[সম্পাদনা]
  • রেফ্রিজারেশনিং ও এয়ারকন্ডিশনিং শপ
  • রেফ্রিজারেশন ল্যাব
  • ইলেকট্রিক্যাল ওয়্যারিং শপ
  • ইলেকট্রিক্যাল মেশিন শপ
  • ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ল্যাব
  • অডিও ভিজ্যুয়াল ল্যাব
  • সার্ভে ল্যাব
  • লুব্রিক্যান্ট অ্যান্ড ফ্লুইড ল্যাব
  • সিভিল ম্যাশিনারি অ্যান্ড ম্যাশন শপ
  • হাইড্রোলিক্স ল্যাব
  • প্লাম্বিং অ্যান্ড সয়েল টেস্টিং ম্যাকানিক্স ল্যাব
  • উড শপ
  • সয়েল টেস্টিং ল্যাব
  • ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব
  • মেশিন শপ
  • ওয়েল্ডিং অ্যান্ড ফাউন্ড্রি শপ
  • শিট মেটাল শপ
  • অটো ডিজেল শপ
  • স্টিম অ্যান্ড গ্যাস ল্যাব
  • সফটওয়্যার ল্যাব-১
  • সফটওয়্যার ল্যাব-২
  • নেটওয়ার্ক ল্যাব
  • কম্পিউটার ল্যাব
  • ডিজিটাল ল্যাব
  • ফিজিক্স ল্যাব
  • কেমেস্ট্রি ল্যাব
  • ড্রইং ল্যাব ইত্যাদি।

ছাত্রাবাস

[সম্পাদনা]

ছাত্রদের জন্য ২টি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। ছাত্রদের হল:

  • কবি আলাওল ছাত্রাবাস
  • শহীদ তিতুমীর ছাত্রাবাস
  • মহিলা ছাত্রাবাস

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]