দিনাজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট
ধরন | সরকারি প্রকৌশল পলিটেকনিক ইনস্টিটিউট |
---|---|
স্থাপিত | ১৯৬৪ |
ইআইআইএন | ১৩৩৪২২ |
অধ্যক্ষ | প্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডল |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৫৯ |
অবস্থান | দক্ষিণ বালুবাড়ী, দিনাজপুর ২৫°৩৭′২৩″ উত্তর ৮৮°৩৮′৪৬″ পূর্ব / ২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে ২১.৪ একর (৮.৭ হেক্টর) |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | dinajpur |
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের বৃহত্তম ও নামী সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পলিটেকনিকটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জেলাসদরে ১৬টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট তারই একটি। ১৯৬৪ সালে ”সিভিল” এবং “পাওয়ার” টেকনোলজি নিয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে “মেকানিক্যাল” টেকনোলজি , ১৯৮১ সালে ‘ইলেকট্রিক্যাল” টেকনোলজি চালু হয়। ২০০২ সালে “আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন” এবং “কম্পিউটার” টেকনোলজি চালু হয়। বর্তমানে প্রতিবছর ৬টি টেকনোলজিতে ১১০০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ২০২২ প্রবিধান মোতাবেক মেধা ও এস.এস.সি-তে প্রাপ্ত CGPA এর ভিত্তিতে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রেরণ করে থাকে।
তথ্যসূত্রঃ [https://dinajpur.polytech.gov.bd/site/page/bdae26c0-d99c-49c5-b845-0aee7ac37be3/- ১]
প্রযুক্তি বিভাগসমূহ
[সম্পাদনা]- পুরোপ্রযুক্তি (Civil Technology)
- শক্তি প্রযুক্তি (Power Technology)
- যন্ত্র প্রযুক্তি (Mechanical Technology)
- তড়িৎ প্রযুক্তি (Electrical Technology)
- কম্পিউটার বিজ্ঞান প্রযুক্তি (Computer Science and Technolgy)
- স্থাপত্য এবং অভ্যন্তরীণ নকশা প্রযুক্তি (Architecture and Interior Design Technology)
লাইব্রেরী
[সম্পাদনা]অত্র প্রতিষ্ঠানের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রায় ৩৫৬৫৮ টি বই রয়েছে জ্ঞান অর্জনের জন্য।
ছাত্রাবাস
[সম্পাদনা]অত্র ইনস্টিটিউটে ছেলেদের জন্য ২ টি ছাত্রাবাসে ২৪০ জন এবং মেয়েদের জন্য ১ টিতে ১০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]https://dinajpur.polytech.gov.bd/site/page/bdae26c0-d99c-49c5-b845-0aee7ac37be3/-[১]
- ↑ "দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর"। dinajpur.polytech.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উদ্ধৃতি ত্রুটি: "https://dinajpur.polytech.gov.bd/site/page/bdae26c0-d99c-49c5-b845-0aee7ac37be3/-" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="https://dinajpur.polytech.gov.bd/site/page/bdae26c0-d99c-49c5-b845-0aee7ac37be3/-"/>
ট্যাগ পাওয়া যায়নি