ভোগবতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দু পুরাণ এবং বৌদ্ধ পুরাণে ভোগবতী (হিন্দি: भोगवती) আক্ষরিক অর্থে "মনুষ্যাকৃতি সাপ দ্বারা পূর্ণ নগরী" বা "আনন্দময় স্থান") হল ভূগর্ভস্থ পাতালের অন্তর্ভুক্ত রাজধানী। এটি নাগলোকে পাতালে অবস্থিত।[১]

স্থানটিকে পুতকারি ও বলা হয়।

বৌদ্ধধর্ম[সম্পাদনা]

ভোগবতী বৌদ্ধ ঐতিহ্যে নাগ জগতে একটি প্রাসাদের নাম। এটি নাগরাজ বরুণ এর বাসস্থান। বিধুরপণ্ডিত জাতক-এ এই প্রাসাদের কিছুটা বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

হিন্দুধর্ম[সম্পাদনা]

মহাভারতে ভোগবতীর বর্ণনা পাওয়া যায় । যে সমস্ত নাগগণ এই নগরে বাস করে তাদের দৈহিক আকৃতি পর্বতের সমান। তারা কশ্যপসুরসার বংশধর । এই নাগগণ একাধিক মস্তকবিশিষ্ট, ইচ্ছাধারী। তারা মণি, স্বস্তিক , মস্তকবলয় পরিহিত,বিবিধ রত্নালঙ্কার সমন্বিত এবং সুরাপানাসক্ত ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত । তদুপরি তারা হিংস্র ও মহাপরাক্রমশালী। [২] বাসুকি হলেন নাগগণের রাজা। [৩]

রামায়ণে বলা হয়েছে, রাক্ষসরাজ রাবণ তার রাজত্বকালে ভোগবতী নগরী দখল করেছিলেন । [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gopal, Madan (১৯৯০)। K.S. Gautam, সম্পাদক। India through the ages। Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India। পৃষ্ঠা 78 
  2. Dalal, Roshen (২০১৪-০৪-১৮)। Hinduism: An Alphabetical Guide (ইংরেজি ভাষায়)। Penguin UK। পৃষ্ঠা 835। আইএসবিএন 978-81-8475-277-9 
  3. The Mahabharata: Volume 3 (ইংরেজি ভাষায়)। Penguin Books India। জুলাই ২০১২। পৃষ্ঠা 51। আইএসবিএন 978-0-14-310015-7 
  4. Viswanatha, S. V. (২০১৩-০৮-২১)। Racial Synthesis in Hindu Culture (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 79। আইএসবিএন 978-1-136-38420-2 
  • A Classical Dictionary of Hindu Mythology & Religion by John Dowson
  • Indian Serpent Lore or The Nagas in Hindu Legend and Rt by J. Vogel.