ব্রাজিল স্বাধীনতা কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৭২ ব্রাজিল স্বাধীনতা কাপ
Taça Independência
বিবরণ
স্বাগতিক দেশ ব্রাজিল
তারিখজুন ১১ – জুলাই ৯
দল২০ (৫টি কনফেডারেশন থেকে)
মাঠ১৫ (১২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন ব্রাজিল
রানার-আপ পর্তুগাল
তৃতীয় স্থান যুগোস্লাভিয়া
চতুর্থ স্থান আর্জেন্টিনা
পরিসংখ্যান
ম্যাচ৪৪
গোল সংখ্যা১৩৬ (ম্যাচ প্রতি ৩.০৯টি)
শীর্ষ গোলদাতাযুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র দুসান বাজেভিচ (১৩ গোল)

ব্রাজিল স্বাধীনতা কাপ হল একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যা ব্রাজিলের স্বাধীনতার ১৫০তম পূর্তি উপলক্ষ্যে ১৯৭২ সালে অনুষ্ঠিত হয়েছিল। এটিকে মিনিকোপা বলে সম্বোধন করা হয়েছিল এবং ব্রাজিল চ্যাম্পিয়ন হিসেবে উদ্ভাসিত হয়েছিল।

বিন্যাস[সম্পাদনা]

দল[সম্পাদনা]

মোট ২০টি দল অংশগ্রহণ করেছিল যার মধ্যে ১৮টি ছিল জাতীয় দল ও ২টি ছিল মহাদেশীয় দল (আফ্রিকাউত্তর আমেরিকা)।

মূল গ্রুপ পর্ব[সম্পাদনা]

১৫টি দল এই পর্বে অংশ নিয়েছিল এবং ৫টি দল (ব্রাজিল, স্কটল্যান্ড, চেকোস্লোভাকিয়া, সোভিয়েত ইউনিয়ন, উরুগুয়ে) সরাসরি অন্তিম গ্রুপ পর্বে প্রবেশ করেছিল।

১৫টি দলকে ৫টি দলের ৩টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং সমস্ত খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল।

অন্তিম গ্রুপ পর্ব[সম্পাদনা]

এই পর্বে ৮টি দল অংশ নিয়েছিল। ৮টি দলকে ৪টি দলের ২টি গ্রুপে ভাগ করা হয়েছিল।

দুটি গ্রুপ রানার্স-আপ দল তৃতীয় স্থান নির্ধারক খেলায় ও দুটি গ্রুপ চ্যাম্পিয়ন দল ফাইনালে অংশ নিয়েছিল।

মাঠ[সম্পাদনা]

আয়োজক শহরসমূহ

১২টি শহরে খেলা আয়োজন করা হয়েছিল:

মূল গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 আর্জেন্টিনা ১৩ +১২ অন্তিম গ্রুপ পর্বে উত্তীর্ণ
 ফ্রান্স ১০ +৮
আফ্রিকা −১
 কলম্বিয়া ১৩ −৬
কনকাকাফ ১৬ −১৩

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 পর্তুগাল ১২ +১০ অন্তিম গ্রুপ পর্বে উত্তীর্ণ
 চিলি
 প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
 ইকুয়েডর −৫
 ইরান −৫

গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 যুগোস্লাভিয়া ১৫ +১২ অন্তিম গ্রুপ পর্বে উত্তীর্ণ
 প্যারাগুয়ে ১২ +৮
 পেরু +২
 বলিভিয়া ১২ −৮
 ভেনেজুয়েলা ১৭ −১৪

অন্তিম গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 ব্রাজিল +৪ ফাইনাল
 যুগোস্লাভিয়া −২ তৃতীয় স্থান নির্ধারক
 স্কটল্যান্ড −১
 চেকোস্লোভাকিয়া −১

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 পর্তুগাল +৩ ফাইনাল
 আর্জেন্টিনা তৃতীয় স্থান নির্ধারক
 সোভিয়েত ইউনিয়ন −১
 উরুগুয়ে −২

স্থান নির্ধারক খেলা[সম্পাদনা]

তৃতীয় স্থান নির্ধারক[সম্পাদনা]

যুগোস্লাভিয়া ৪–২ আর্জেন্টিনা
বাজেভিচ গোল ২৬'৮৩'
কাতালিনস্কি গোল ৩৭'
জাজিচ গোল ৬৪'
প্রতিবেদন ব্রিন্দিসি গোল ৫৮' (পে.)৮৭' (পে.)
দর্শক সংখ্যা: ১৭০,০০০
রেফারি: অস্ট্রিয়া পল স্খাইলার

ফাইনাল[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]