সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
 সোভিয়েত ইউনিয়ন
দলের লোগো
ডাকনামরেড আর্মি
অ্যাসোসিয়েশনসোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশন
সর্বাধিক ম্যাচঅলেগ ব্লকহিন (১১২)
শীর্ষ গোলদাতাঅলেগ ব্লকহিন (৪২)
মাঠবিভিন্ন
ফিফা কোডURS
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
এলো র‌্যাঙ্কিং
সর্বোচ্চ(১৯৬৩, ১৯৬৬, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সোভিয়েত ইউনিয়ন ৩–০ তুরস্ক 
(মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ নভেম্বর ১৯২৪)
সর্বশেষ আন্তর্জাতিক

 সাইপ্রাস ০–৩ সোভিয়েত ইউনিয়ন 
(লার্নাকা, কাইপ্রাস; ১৩ নভেম্বর ১৯৯১)
বৃহত্তম জয়
 সোভিয়েত ইউনিয়ন ১১–১ ভারত 
(মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ সেপ্টেম্বর ১৯৫৫)
 ফিনল্যান্ড ০–১০ সোভিয়েত ইউনিয়ন 
(হেলসিনকি, ফিনল্যান্ড; ১৫ আগস্ট ১৯৫৭)
বৃহত্তম পরাজয়
 ইংল্যান্ড ৫–০ সোভিয়েত ইউনিয়ন 
(লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯৫৮)
বিশ্বকাপ
অংশগ্রহণ৭ (১৯৫৮-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান, ১৯৬৬
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৫ (১৯৬০-এ প্রথম)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৬০
অলিম্পিক পদক রেকর্ড
পুরুষদের ফুটবল
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৫৬ মেলবোর্ন দল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৭২ মিউনিখ দল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৭৬ মনট্রেয়াল দল
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৮০ মস্কো দল
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৮৮ সিউল দল

সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল (রুশ: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу), ছিল সোভিয়েত ইউনিয়নের জাতীয় ফুটবল দল। সোভিয়েত ইউনিয়নের বিভাজনের পর দলটি বন্ধ হয়ে যায়।

সোভিয়েত ইউনিয়ন দুইবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, ১৯৭৪ এবং ১৯৭৮ সালে। তারা সাতটি বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৯৬৬ সালে তারা চতুর্থ হয়। সোভিয়েত ইউনিয়ন পাঁচবার উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে উদ্বোধনী প্রতিযোগিতায় তারা বিজয়ী হয়, তিনবার দ্বিতীয় হয় (১৯৬৮, ১৯৭২, ১৯৮৮) এবং একবার চতুর্থ হয় (১৯৬৮)। এছাড়া ১৯৫৬ এবং ১৯৮৮ সালে তারা অলিম্পিক স্বর্ণপদক, ১৯৭৭ সালে উদ্বোধনী ফিফা যুব চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

পূর্বসূরী
উদ্বোধনী চ্যাম্পিয়নস
ইউরোপীয় চ্যাম্পিয়ন
১৯৬০ (প্রথম টাইটেল)
উত্তরসূরী
১৯৬৪ স্পেন