বলিভিয়া জাতীয় ফুটবল দল
![]() | |||
ডাকনাম | লা বের্দে (সবুজ)[১] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | বলিভীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | কনমেবল (দক্ষিণ আমেরিকা) | ||
প্রধান কোচ | সেসার ফারিয়াস | ||
অধিনায়ক | মার্সেলো মার্তিন মরেনো | ||
সর্বাধিক ম্যাচ | রোনালদ রালদেস (১০২) | ||
শীর্ষ গোলদাতা | মার্সেলো মার্তিন মরেনো (২১) | ||
মাঠ | এর্নান্দো সিলেস স্টেডিয়াম | ||
ফিফা কোড | BOL | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৭৮ ![]() | ||
সর্বোচ্চ | ১৮ (জুলাই ১৯৯৭) | ||
সর্বনিম্ন | ১১৫ (অক্টোবর ২০১১) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫৪ ![]() | ||
সর্বোচ্চ | ২২ (জুন ১৯৯৭[৪]) | ||
সর্বনিম্ন | ৮৬ (জুলাই ১৯৮৯[৪]) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (সান্তিয়াগো, চিলি; ১২ অক্টোবর ১৯২৬) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লা পাস, বলিভিয়া; ২২ আগস্ট ১৯৯৩) ![]() ![]() (লা পাস, বলিভিয়া; ৩ মার্চ ২০০০) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (লিমা, পেরু; ৬ নভেম্বর ১৯২৭) ![]() ![]() (সাও পাওলো, ব্রাজিল; ১০ এপ্রিল ১৯৪৯) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৩ (১৯৩০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৩০, ১৯৫০, ১৯৯৪) | ||
কোপা আমেরিকা | |||
অংশগ্রহণ | ২৮ (১৯২৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৬৩) | ||
কনফেডারেশন্স কাপ | |||
অংশগ্রহণ | ১ (১৯৯৯-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (১৯৯৯) |
বলিভিয়া জাতীয় ফুটবল দল (স্পেনীয়: Selección de fútbol de Bolivia, ইংরেজি: Bolivia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বলিভিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বলিভিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলিভীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্য হিসেবে রয়েছে। ১৯২৬ সালের ১২ অক্টোবর তারিখে, বলিভিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চিলির সান্তিয়াগোর অনুষ্ঠিত উক্ত ম্যাচে বলিভিয়া চিলির কাছে ৭–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
৪১,১৪৩ ধারণক্ষমতাবিশিষ্ট এর্নান্দো সিলেস স্টেডিয়ামে লা বের্দে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বলিভিয়ার রাজধানী কোচাবাম্বায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সেসার ফারিয়াস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্রুজেইরোর আক্রমণভাগের খেলোয়াড় মার্সেলো মার্তিন মরেনো।
বলিভিয়া এপর্যন্ত ৩ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে প্রত্যেক বার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পেরেছে। অন্যদিকে, কোপা আমেরিকায় বলিভিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৬৩) শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও, বলিভিয়া ১৯৯৯ ফিফা কনফেডারেশন্স কাপে অংশগ্রহণ করেছিল।
রোনালদ রালদেস, মার্কো সান্দি, লুইস ক্রিস্তালদো, মার্সেলো মার্তিন মরেনো এবং হোয়াকিন বোতেরোর মতো খেলোয়াড়গণ বলিভিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং[সম্পাদনা]
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে বলিভিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৮তম) অর্জন করে এবং ২০১১ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১১৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বলিভিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২২তম (যা তারা ১৯৯৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৮৬। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৭৬ | ![]() |
![]() |
১৩০৫.৯২ |
৭৭ | ![]() |
![]() |
১৩০৪.০২ |
৭৮ | ![]() |
![]() |
১২৯৮.৮১ |
৭৯ | ![]() |
![]() |
১২৯৮.৩৯ |
৮০ | ![]() |
![]() |
১২৯৩.২১ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫২ | ![]() |
![]() |
১৬৫৫ |
৫৩ | ![]() |
![]() |
১৬৪৬ |
৫৪ | ![]() |
![]() |
১৬৩৪ |
৫৪ | ![]() |
![]() |
১৬৩৪ |
৫৬ | ![]() |
![]() |
১৬৩১ |
প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
![]() |
গ্রুপ পর্ব | ১২তম | ২ | ০ | ০ | ২ | ০ | ৮ | আমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ | ||||||
![]() |
অংশগ্রহণ করেনি | প্রত্যাখ্যান | |||||||||||||
![]() | |||||||||||||||
![]() |
গ্রুপ পর্ব | ১৩তম | ১ | ০ | ০ | ১ | ০ | ৮ | স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ | ||||||
![]() |
অংশগ্রহণ করেনি | প্রত্যাখ্যান | |||||||||||||
![]() |
উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৬ | ৬ | ||||||||
![]() |
২ | ০ | ১ | ১ | ২ | ৩ | |||||||||
![]() |
৪ | ১ | ০ | ৩ | ৪ | ৯ | |||||||||
![]() |
৪ | ২ | ০ | ২ | ৫ | ৬ | |||||||||
![]() |
৪ | ০ | ০ | ৪ | ১ | ১১ | |||||||||
![]() |
৮ | ৩ | ১ | ৪ | ১০ | ২৫ | |||||||||
![]() |
৪ | ১ | ০ | ৩ | ৫ | ৬ | |||||||||
![]() |
৪ | ০ | ২ | ২ | ২ | ৭ | |||||||||
![]() |
৪ | ৩ | ০ | ১ | ৬ | ৫ | |||||||||
![]() |
গ্রুপ পর্ব | ২১তম | ৩ | ০ | ১ | ২ | ১ | ৪ | ৮ | ৫ | ১ | ২ | ২২ | ১১ | |
![]() |
উত্তীর্ণ হয়নি | ১৬ | ৪ | ৫ | ৭ | ১৮ | ২১ | ||||||||
![]() ![]() |
১৮ | ৪ | ৬ | ৮ | ২১ | ৩৩ | |||||||||
![]() |
১৮ | ৪ | ২ | ১২ | ২০ | ৩৭ | |||||||||
![]() |
১৮ | ৪ | ৩ | ১১ | ২২ | ৩৬ | |||||||||
![]() |
১৬ | ২ | ৬ | ৮ | ১৭ | ৩০ | |||||||||
![]() |
১৮ | ৪ | ২ | ১২ | ১৬ | ৩৮ | |||||||||
![]() |
অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ৩/২১ | ৬ | ০ | ১ | ৫ | ১ | ২০ | ১৫০ | ৩৯ | ২৯ | ৮২ | ১৭৭ | ২৮৪ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Famous Bolivian Footballers"। Your Spanish Translation। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৪।
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ ক খ "World Football Elo Ratings: Bolivia"। eloratings.net। World Football Elo Ratings। ২৯ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
(স্পেনীয়)
- ফিফা-এ বলিভিয়া জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০১০ তারিখে (ইংরেজি)