ব্যবহারকারী আলাপ:Leo291

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

বিভিন্ন কারণ দর্শিয়ে এম এ মুনঈম সাগর পাতায় উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের অনুরোধ করে একটি ট্যাগ যুক্ত করা হয়েছে। কারণগুলো দেখতে অনুগ্রহপূর্বক পাতাটিতে যান। যদি পাতাটি ইতোমধ্যেই অপসারিত হয়ে থাকে, তাহলে কারণ জিজ্ঞাসা করে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন —শাকিল হোসেন আলাপ ১৭:৪৬, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এম এ মুনঈম সাগর নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

এম এ মুনঈম সাগর নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম এ মুনঈম সাগর পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। —শাকিল হোসেন আলাপ ১৭:৫৮, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

অবহিতি[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম। হয়তো এটি আপনার ইচ্ছাকৃত নয়, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনার মাধ্যমে এম এ মুনঈম সাগর থেকে একটি অপসারণ ট্যাগ মুছে গিয়েছে। অপসারণ ট্যাগ সরিয়ে ফেলার সময় নিশ্চিত হয়ে নিন, যে বিষয়ে ট্যাগটি লাগান‌ হয়েছে আপনি সেটির সমাধান দিয়েছেন এবং সম্পাদনা সারাংশে সেটি উল্লেখ করুন। আপবার সম্পাদনাটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। উইকিপিডিয়া সম্পাদনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন আপনার আলাপ পাতার স্বাগতম বার্তা এছাড়া পরীক্ষা নিরিক্ষার জন্য ব্যবহার করুন খেলাঘর। ধন্যবাদ। — নাফিউল(আলাপ) ১৯:০৫, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জুলাই 2021[সম্পাদনা]

দয়া করে নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণের বিজ্ঞপ্তি সরিয়ে ফেলবেন না অথবা নিবন্ধ অপসারণের আলোচনা থেকে অন্যের মন্তব্য মুছে ফেলবেন না, যেমনটি আপনি এম এ মুনঈম সাগর-এ করেছেন। এটি করে আলোচনা বন্ধ করা যাবে না। সুতরাং, আপনাকে যথাযথ পাতায় প্রস্তাবিত অপসারণ বিতর্কে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ। —শাকিল হোসেন আলাপ ১৯:৩১, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

পেইজটির সমস্যা কি স্পেসিফিক বললে আমার জন্য সংশোধন করতে সুবিধা হত ভাই, আমি কৃতজ্ঞ হই Leo291 (আলাপ) ১৯:৩৩, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের লেখাগুলো পুরোপুরি বিজ্ঞাপন ও অবিশ্বকোষীয়, আপনার অবদান দেখে বোঝা যাচ্ছে আপনি নিবন্ধের বিষয়বস্তুর সাথে জড়িত রয়েছেন। নিবন্ধের ব্যক্তিটি কি আপনি বা আপনার পরিচিত কেও? —শাকিল হোসেন আলাপ ১৯:৩৯, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

একাধিক একাউন্ট[সম্পাদনা]

সুধী, একাধিক একাউন্ট খুলা থেকে বিরত থাকুন। user:Loren17276 আপনার আরেকটি একাউন্ট। -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ২০:০৬, ২৪ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

সতর্ক বার্তা[সম্পাদনা]

দয়া করে নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণের বিজ্ঞপ্তি সরিয়ে ফেলবেন না অথবা নিবন্ধ অপসারণের আলোচনা থেকে অন্যের মন্তব্য মুছে ফেলবেন না, যেমনটি আপনি এম এ মুনঈম সাগর-এ করেছেন। এটি করে আলোচনা বন্ধ করা যাবে না। সুতরাং, আপনাকে যথাযথ পাতায় প্রস্তাবিত অপসারণ বিতর্কে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ।

ভাই আপনি এম এ মুনঈম সাগর নিবন্ধটিতে ৬ বার অপসারণ প্রস্তাবনা সরিয়েছেন। এটা উইকিপিডিয়ার নিয়ম বিরোধী, এই ধরণের কাজ করলে একসময় বাধা প্রাপ্ত হতে পারেন। Prodipto Deloar (আলাপঅবদান) ০৬:৫০, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে সর্বশেষ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বারবার, অপসারণ প্রস্তাবনার বিজ্ঞপ্তি সরানো থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনাকে সম্পাদনা করা থেকে বাধা প্রদান করা হতে পারে। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:২০, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ভাই,আমি তো পেইজটিতে সমস্যা দেখতেচগিনা উইকিপিডিয়ার নীতিমালা অনুযয়ি,তবে কেন বারবার আসছে? অনুগ্রহঅকরে সমস্যাটি তুলে ধরুন,আমি সংশোধন করে দেই।কিন্তু বারবার প্রস্তাবনা দেয়ার কারণ কি?--Leo291 (আলাপ) ০৭:২৫, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বারবার প্রস্তাবনা দিচ্ছে না, এক বারই দেওয়া হয়েছে। অনুগ্রহ করে লেখাটি মুছবেন না। আপনার কোনো মতামত দেওয়ার থাকলে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম এ মুনঈম সাগর পাতায় দিন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৭:৩৪, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

একাধিক একাউন্ট ও নীতিমালা বহির্ভূতভাবে আইডির অপব্যবহার[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং NahidSultan: ব্যবহারকারী:Loren17276 একাউন্টটিও এই ব্যবহারকারীর এবং তিনি উভয় একাউন্ট দিয়ে এম এ মুনঈম সাগর নিবন্ধটিকে বিভিন্ন নিবন্ধের সাথে সংযোজনের পাশাপাশি তাতেও সম্পাদনা করছেন। উপরন্তু, তার এম এ মুনঈম সাগর নিবন্ধটি ঘনিষ্টভাবে তার সাথে সম্পর্কিত বলে প্রতীয়মান হচ্ছে। সক-পাপেট্রি পর্যবেক্ষণ করার অনুরোধ রইলো এবং তা প্রমাণিত হলে ব্যবহারকারীকে একাউন্ট অপব্যবহারের কারণে দীর্ঘমেয়াদে আইডি স্থগিত করার দাবী রইলো। - -- Ashiq Shawon (আলাপ) ২১:০৫, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তা কারিগরি উপাত্ত দেখে নিশ্চিত হয়েছি। দয়া করে আর একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। আপনাকে আমি এই সতর্কবার্তা দিচ্ছি যে যদি আবার একাধিক আচ্চউন খুলেন, তবে আপনার মূল অ্যাকাউন্টসহ সব অ্যাকাউন্ট বাধা দেওয়া হবে। দয়া একটি অ্যাকাউন্ট তথা কেবল "Leo291" অ্যাকাউন্টটি ব্যবহার করুন। আর আর একাধিক অ্যাকাউন্ট খুলবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৮, ২৭ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]