ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৬

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিষয়শ্রেণী[সম্পাদনা]

আশিক ভাই, কিছু মনে করবেন না। আপনি নিবন্ধে যে বিষয়শ্রেণী যোগ করছেন সেগুলি একটু বেশি সাধারণ (Generic যাকে বলে) হয়ে যাচ্ছে। যেমন: নিউজিল্যান্ডের স্থান নাম-এ বিষয়শ্রেণী:নিউজিল্যান্ড যোগ না করে নিউজিল্যান্ডের ভূগোল এই জাতীয় যোগ করা ভালো ছিল। একই রকম ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এন্ড টাওয়ার (শিকাগো) ও অন্যান্য নিবন্ধ। উইকিপিডিয়া:বিষয়শ্রেণীকরণ#Category_tree_organization দেখলেই বুঝতে পারবেন কেন বলছি। আমার পরামর্শ হল, যে নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করবেন সেই নিবন্ধের ইংরেজি উইকির নিবন্ধ দেখে বিষয়শ্রেণী যোগ করলে ভালো হয়। এতে বিষয়শ্রেণী করার এত নিয়ম কানুন মনে রাখতে হবে না। শুধু ইংরেজি উইকি দেখতে বিষয়শ্রেণী বসিয়ে দিলেই হবে এমনকি যদি সেই বিষয়শ্রেণীটি বাংলা উইকিতে না থাকে।

প্রিয় আফতাব, উইকিতে সবচেয়ে বড় সমস্যাটিই হলো এই যে, অন্যের করা কাজগুলো আমাদের করতে হয় - যা অনেক অনেক অভিজ্ঞরা থাকার পরও করে না; বরং ট্যাগ লাগিয়েই সটকে পড়ে! যাই হোক, মূল সমস্যাটার কথা বলি, ঐ পদ্ধতিতে বিষয়শ্রেণী করতে গেলে দেখা যাবে যে অধিকাংশ বিষয়শ্রেণীই তৈরী করা নেই - আবার আমাকেই বা আমার মতো কাউকেই তা করতে হবে! কাজেই যত সাধারণভাবে পারা যায় একটি বিষয়শ্রেণী যোগ করে দিচ্ছি আমি - তাতে অন্ততঃ একটি বিষয়শ্রেণীতো রইলো - পরে যদি আরো আগ্রহী কেউ থাকে বা আসে - সে-ই না-হয় এগিয়ে নিয়ে গেলো উইকিকে! আশা করি বুঝতে পারছো ভাইয়া। - Ashiq Shawon (আলাপ) ০৬:২৭, ৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়শ্রেণীর নাম পরিবর্তন করলে ব্যবহারকারী:Aftabuzzaman/খেলাঘর-এ একটু জানাবেন (বা ফেসবুকে একটা বার্তা দিয়ে জানাতে পারেন), তাহলে আমি আপনার হয়ে বট দিয়ে এক বিষয়শ্রেণীতে থাকা নিবন্ধ নতুন (নামান্তরিত) বিষয়শ্রেণীতে স্থানান্তর করে দিব। আপনার আর কষ্ট করতে হবে না। --আফতাব (আলাপ) ১৭:১৯, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
সমূহ যুক্ত কিছু বিষয়শ্রেণী রয়েছে; যেমনঃ মীরসরাই উপজেলার ইউনিয়ন সমূহ। এই জাতীয়গুলো ঠিক করতে হবে। তবে, সত্যি বলতে কি, কেবল 'বিষয়শ্রেণী' নয়, আমি একই সাথে আরো বেশ কিছু সম্পাদনাও করি। তবে অতটুকু করলেও আমার কাজ কিছুটা কমবে। - Ashiq Shawon (আলাপ) ১২:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়শ্রেণী:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলসমূহ - ইউনিয়ন সমূহ কে ইউনিয়নসমূহ-এ আনবো নাকি নাম থেকে সমূহ বাদ দিব? --আফতাব (আলাপ) ১৬:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়শ্রেণির প্রতিটি থেকেই "সমূহ" শব্দটি বাদ যাবে। বিষয়শ্রেণি দ্বারা 'গ্রুপ' বুঝায়, কাজেই এতে 'সমূহ' কথাটি থাকবে না; যেমন: 'বিষয়শ্রেণি:বই', 'বিষয়শ্রেণি:উপন্যাস' ইত্যাদি। - Ashiq Shawon (আলাপ) ১৮:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

ভাই আশিক ধড় বিবস্ত্র পাতাটি আমি তৈরি করলাম কিন্ত ঐ নামটি আমার মনে হয় যথাযথ হয়নি, উর্ধাঙ্গ বিবস্ত্রতা বা টপলেস এর মত কিছু হওয়া উচিৎ ছিলো বোধ হয়। পাতাটি একটু পড়ে একটা নাম ঠিক করবেন প্লিজ!! আর হলেপারে আন্তঃউইকি সংযোগটাও দিবেন!! ঠিক আছে? আজিজ (আলাপ) ০৯:০০, ১৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নগ্ন বক্ষ শব্দটিই সর্বাধিক ব্যবহৃত হয়েছে এইক্ষেত্রে (উইকিতেও এটিই ব্যবহৃত হয়েছে ‘প্রদর্শনকামনা’ নিবন্ধে); এছাড়াও বিবস্ত্র বক্ষ, অনাবৃত বক্ষ, বক্ষ অনাবৃত্ত - এগুলোও ব্যবহার করা যায়। আপাততঃ তাই, ‘নগ্ন বক্ষ’-ই রাখা হলো। - Ashiq Shawon (আলাপ) ১২:২১, ১৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
যে শব্দের প্রচলিত কোন পারিভাষিক শব্দ নেই সেগুলোকে কি আমরা অনুবাদ ছাড়াই রেখে দিতে পারিনা ব্রাদার? নাহলে তো ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি টার্মেরও বঙ্গানুবাদ প্রয়োজন হয়ে পড়বে। ফের দৌস
ভাইজান,
'নগ্ন বক্ষ' শব্দটি ব্যবহৃত হয়, কাজেই এটি ব্যবহার করলাম। - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পরিষ্কার করুন[সম্পাদনা]

ভাই সাহেব, ভালা আছেন নি? উইকিপিডিয়া আলোচনা সভায় প্রচুর আলোচনা জমে গেছে। আমার মনে হয় এখন কিছু আলোচনা আর্কাইভে তুলে রাখার সময় হয়েছে। আশাকরি ব্যাপারটাতে একটু নজরপাত করবেন। ধন্যবাদ। ফের দৌস ১০:২০, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

হা হা! আছি ভালোই। পর-সমাচার এই যে, আপনাদের মতো গুরুজনেরা আছেন বলেই আমরা বিভিন্ন দিকে খেয়াল না-করেও নিশ্চিন্তে দিন-মান পার করতে পারি। আপাততঃ এই অবস্থায় এনে রাখলাম - পরে আবার না-হয় হাত দেবোখন। শুভেচ্ছান্তে - Ashiq Shawon (আলাপ) ১৯:০২, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Vai,bangla keaboard to amar ekhane nai ejonne englishe likhte hoiteche!vai shurutei janalam kichu shuveccha ebong ovinondon. Shah bhai (আলাপ) ১০:৫৯, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Thank you apnar dewa website ta diye ami avro keyboard download korechi.ebar theke sobkichu bangla-e likhbo. Shah bhai (আলাপ) ১৪:১১, ১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শ[সম্পাদনা]

ভাইয়া, আশা করছি ভালোই আছেন। আমি উইকিতে কাজের সময় আমি সম্ভবত কিছুটা হলেও ধ্বংসপ্রবণতা নিয়ে কাজ করেছি। আমার সম্পাদনা ইতিহাস দেখে একটু জানাবেন কি আমি রোলব্যাক অধিকারটি পাওয়ার উপযুক্ত কিনা? তাহলে আমি অধিকারের জন্য আবেদন করতে পারি। শাহাদাত সায়েম (আলাপ) ০৫:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি আবেদন করুন; আশা করি অধিকার দেয়া যাবে। - Ashiq Shawon (আলাপ) ১২:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

একটি ছোট সংশোধন[সম্পাদনা]

জনাব আশিক শাওন, আমি একটি গঠনমূলক সম্পাদনা করেছি স্টার স্পোর্টস ১‎ পাতায় । কারণ ছিল সেখানে ভুল একটি তথ্য -বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর খেলা সম্প্‌রচার স্বত্ত স্টার স্পোর্টস ১ এর নেই। বরং তা হল "নিম্বাস" চ্যানেলের । তাদের থেকে স্টার স্পোর্টস ১ ও গাজি টিভি এবং অন্যরাও ও ফিড ক্রয় করে। আমি এটা উল্লেখ করলাম কারণ হয়তো আপনি খেয়াল করেননি। আমার চোখে পড়েছে তাই undo করি। আমার অনভিজ্ঞতাকে ক্ষমা করবেন। Hatorininja (আলাপ) ০৬:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে যদি পরিবর্তন করতে হয় তবে বাংলাদেশের ক্রিকেট লাগানো যাবে বলে দেখা যাচ্ছে Hatorininja (আলাপ) ০৬:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১ টি শুদ্ধের সাথে ৩টি ভুল লিংক দেয়ার মানে কি? - Ashiq Shawon (আলাপ) ০৭:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আমাদের কাজ বাড়ানোর কোন মানে নেই; কারন, এরফলে কাজ ডবল হয়। - Ashiq Shawon (আলাপ) ০৭:০৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম পরিবর্তন নিয়ে কিছু বলছি।[সম্পাদনা]

আশিক ভাই, কিছু মনে করবেন না।আসলে আমি অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী শিরোনামে একটা পাতা তৈরি করেছিলাম। দেখলাম আপনি সেটা পরিবর্তন করে মোজাম্মেল হক সমাজী নামকরণ করেছেন। পাতাটা এখনো পুরোপুরি সম্পাদিত হয়নি।দু একদিন সময় লাগবে সব কিছু আপলোড করতে। ব্যাপার হল, মোজাম্মেল হক সমাজীকে বেশিরভাগ মানুষ অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী নামেই জানেন।সেক্ষেত্রে অধ্যক্ষ টা বাদ দেয়াটা কি জরুরী? প্লিজ একটু জানাবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ জিয়া - এধরনের কিছু আমরা এখানে রাখি না। এটা নিয়ম মেনেই করা হয়েছে। আপনি আস্তে-ধীরেই কাজ করুন; সমস্যা নেই। ততদিন 'কাজ চলছে' ট্যাগটা থাকুক, কাজ শেষ কররে ট্যাগটি মুছে দিয়েন। - Ashiq Shawon (আলাপ) ১২:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আশিক ভাই। আপনার সহযোগিতার জন্য। প্লিজ ভুল ত্রুটি হলে দেখবেন।

ব্যবহারের চার বছর[সম্পাদনা]

প্রিয় আশিক, আমার উইকিপিডিয়া ব্যবহারের আজ চার বছর হচ্ছে। আজ অবধি নিবন্ধ রচনা করলাম ১১০৩টি, মোট সম্পাদনা সংখ্যা ১০,৮০০। কমন্সে চিত্র যুক্ত করেছি ৪০৫টি। এই কাজগুলো করা হয়েছিলো, নিজের আগ্রহ, বাংলাভাষী জনগণের জ্ঞানের ও জানার জগতকে বাড়াতে। এই চারটি বছরের সময়গুলো অন্য আরো নানা কাজে লাগানো যেতো। সেটি না করে বাংলা উইকিপিডিয়ায় সময় দেয়াকে জীবনের শ্রেষ্ঠতম কাজ বলেই মনে করি। তোমার অনুপ্রেরণা ছাড়া হয়তোবা এই কাজটি করা সম্ভব হতো না।

বন্ধু, তোমার চেয়ে আমি নিজেও কোন অংশে কম খুশি নই এই ব্যাপারটিতে। প্রশাসক হওয়ার সময় আমাকে "উইকিতে আমার সেরা অবদান" সম্পর্কে প্রশ্ন করা হয়েছিলো - উত্তরে আমি প্রথমে তোমার নাম লিখেছিলাম (পরে অবশ্য সেটা মুছে দিয়েছিলাম, নাহিদ সুলতান জানে ঘটনাটা)! আমি মনে করি, এখনও বিশ্বাস করি, উইকিতে আমার ৬'শ + নিবন্ধ বা ১২ হাজার + সম্পাদনা বা আর যত অবদানের চেয়েও বড় অবদান হচ্ছে তোমাকে যুক্ত করতে পারাটা। অসাধারণ হচ্ছে, অসাধারন! - Ashiq Shawon (আলাপ) ০৪:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

১টি অনুরোধ[সম্পাদনা]

গতকাল আমি খাড়িয়া নদী নামে একটি পাতা তৈরি করি, কিন্তু আলাপ পাতাটি আগে তৈরি হয়ে যাবার কারণে নিবন্ধটি আমার তৈরি করা দেখাচ্ছে না, বরং আইপি ঠিকানা থেকে তৈরি করা দেখাচ্ছে। আমি নিবন্ধটির বিষয়বস্তু মুছে দিয়েছিলাম। কিন্তু কেউ একজন ফিরিয়ে এনেছেন। আমি চাই নিবন্ধটিতে আমার ক্রেডিট থাকুক। নিবন্ধটি মুছে ফেললে আমি পরে নিবন্ধটি তৈরি করে দেব। আমি চাই নিবন্ধটি মুছে ফেলা হোক।--সাদি (আলাপ) ০২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

করা হলো। আশা করি, এখন আর কোন সমস্যা হবে না। - Ashiq Shawon (আলাপ) ০৪:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বিশ্বের প্রথম কলম ভাস্কর্য[সম্পাদনা]

ভাইয়া এটা কেন ডিলিট করা হল। এটা তো পত্রিকার লিঙ্ক দিয়েছি মিনহাজুর রহমান  (আলাপ) ০৩:৪৩, ১৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ঐটি কোথায় আছে? বাস্তবে যা এখনও নেই তা কেন উইকিতে থাকবে? - Ashiq Shawon (আলাপ) ০৩:৪৭, ১৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা অপসারণ[সম্পাদনা]

আমার তৈরি তিনটি নতুন পাতা এঞ্জেলো মার্কেল, চ্যান্সেলর এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সম্প্রতি অপসারণ করা হয়েছে। যদিও তথ্যসূত্র ব্যবহার করতে পারিনি, তবুও ইংরেজি উইকিপিডিয়া দেখে নির্ভূল তথ্য থেকেই নিবন্ধগুলো তৈরি করেছিলাম এবং সেগুলোর উন্নয়নে কাজ করছিলাম। এমতাবস্থায়, পাতা তিনটিু অপসারণের কারণ কি হতে পারে? একটু বুঝিয়ে বললে খুশি হতাম। খেটেখুটে পাতা তৈরি করার পর যদি বিনা নোটিশে রিমুভ করা হয়, তাহলে তো আমার মতো নতুনরা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবে!!ধন্যবাদ। --গাঙচিল (আলাপ) ০৩:০২, ২৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তিন লাইনের নিবন্ধ তৈরি করতে খাটতে হয় না। ঐগুলো পরীক্ষামূলক ছিলো; এবং মার্কেল সম্পর্কিত নিবন্ধ ইতিমধ্যেই আছে। আপনি আগে খেলাঘরে নিবন্ধ তৈরী করে পরে স্তানান্তর করুন, অথবা কমপক্ষে ২০/২৫ লাইন লিখুন ও প্রয়োজনীয় তথ্যসূত্র দিন। অন্যথায় অপসারণ করা হবে। - Ashiq Shawon (আলাপ) ০৩:৩৭, ২৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তরিকভাবে দু:খিত। ভবিষ্যতে আরো যত্নশীল হওয়ার চেষ্টা করবো।পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।--গাঙচিল (আলাপ) ১০:৫১, ২৯ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা অপসারণ[সম্পাদনা]

আসিক ভিই আমার পাতা টি অপসারণ করলে ন কেন ????? - Baban Mukherjee (আলাপ) ১৫:৪৭, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কোন পাতাটি? সাম্প্রতিক পরিবর্তনে দেখুন - যেসব নিবন্ধ মুছে ফেলা হয়েছে সেগুলোর কারণ দেয়া আছে। - Ashiq Shawon (আলাপ) ১৯:২১, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পাতাটি ফিরিয়ে দিন? কেন ডিলেট করলেন আপনি যাচাই করেন তারপর মিথ্যা হলে... কিছু করবেন এটা ঠিক না
কোন পাতাটি? সাম্প্রতিক পরিবর্তনে দেখুন - যেসব নিবন্ধ মুছে ফেলা হয়েছে সেগুলোর কারণ দেয়া আছে। - Ashiq Shawon (আলাপ) ১৬:৪৯, ৯ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

জলগাঁও[সম্পাদনা]

সুপ্রিয় আশিক ভাই!! আপনি যাই করেছেন, প্রথমে তার জন্যে ধন্যবাদ!!! যাহোক; আমি একটি পাতা তৈরি করেছিলাম জলগাঁও নামে; যেটা আপার কৃপায় অপসরণ করা হয়েছে!! কারণ হিসেবে তো কিছুই জানানো দরকার বোধ করেননি; আমি যতটুক বুঝেছি যে একই বিষয়ে জালগাঁও নামে আরও একটি পাতা ছিলো। কিন্তু আমার প্রণীত নিবন্ধটিতে বর্তমানে যে পাতাটি আছে তার চাইতে আনেক বেশী তথ্য ছিলো; আমি যানি আপনি তা না দেখেই অপসরণ করেছেন কারণ এটা সম্ভবত আপনার অভ্যাস। যাইহোক আমি বলছি আপনারা ১৭ জন প্রশাসক কী করছেন একটি পাতা ভূল নাম (জালগাঁও) আজ ৪-৫ বছর থেকে কীভাবে থেকে গেলো? পাতাটির নামের বানান যদি ঠিক থাকতো তাহলে আমি একই বিষয়ে আর একটি পাতা তৈরি করতাম না!! আর আপনাকে কষ্ট করে অপসরণও করতে হতো না এবং আমার তৈরি নিবন্ধ অপসরণ সংখ্যাও বাড়তো না। তাছাড়া আপনার দয়ায় অপসারিত পাতাটির আলোচনা পাতাতেও আলোচনা চলছিল আপনি তারও পরোয়া না করে তা আপনি এধরনে কৃপা করেছেন। যাইহোক আমি বলতে চাচ্ছি যে আপনার উচিৎ ছিলো তথ্যবহ পাতাটি বহাল রেখে তথ্যহীন পাতাটি অপসরণ করা। আপনার এরকম কী কারণে করেননি তা আমি অবশ্যই জানতে চাইবো যাতে ভবিষ্যৎ কালে সাবধান ও সতর্ক হতে পারি। আবারো ধন্যবাদ!!!!

পরমাণু   আলাপ ১৮:৫১, ১৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
পূর্বে থেকেই থাকা নিবন্ধের মানোন্নয়ন না করে নতুন করে নিবন্ধ লেখার কারন কি? নিজের নাম বা কৃতিত্ব জাহির করা? উইকিপিডিয়া সামষ্টিক-কেন্দ্রিক প্লাটফর্ম, ব্যক্তিগত চিন্তা থেকে সরে এসে সামষ্টিকভাবে ভাবতে শিখুন। - Ashiq Shawon (আলাপ) ১২:০৯, ১৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমার আরও কিছু প্রশ্ন ছিলো যার উত্তর আপনি দেননি। প্রশ্নটা ছিল আপনাদের প্রশাসকত্বের। একটা নাম এত দিন ভুল বানানে থাকলো কেনো? নিজের ভুল না স্বীকার কোরে আমাকে জ্ঞান দিচ্ছেন!! আর হ্যাঁ পাতা দুটির মধ্যে একটা অপসরণ করেছেন; তা করতেই হতো কিন্তু কী নিয়ম মেনে আপনি তা করেছেন? আমার মানে হলো যে, যেই পাতাটি বর্তমানে আপনি রেখেছেন সেটি কোন নিয়মেরি ভিত্ততে রেখেছেন? পরমাণু আলাপ ০৬:৪১, ১৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্নের উত্তর দেয়া হয়েছে - পূর্বের নিবন্ধের উন্নয়ন করতে হবে। বানান ভুল থাকলে সংশ্লিষ্টদের নজরে আনতে পারবেন বা নিজেই পরিবর্তন করতে পারবেন।
আরেকটি কথা, অযথা বিরক্ত করবেন না বা গালাগালি করবেন না; তাহলে সরাসরি ব্যান করে দেয়া হবে আজীবনের জন্য। আপনার বক্তব্য সাধারণ আলোচনা / প্রশাসকদের আলোচনা পাতায় পেশ করুন, সকলে সেখানে মতামত জানাবে। প্রশাসকরা আপনার নির্দেশ মতো কাজ করতে বাধ্য নয়; বরং উইকির স্বার্থে তারা কাজ করে। - Ashiq Shawon (আলাপ) ০৬:৫৯, ১৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় আশিক মজু চৌধুরীর হাট নিবন্ধ সম্পর্কে কিছু কথা বলছি[সম্পাদনা]

আশিক শাওন আমি আপনার বেশি কিছু অবদান দেখেছি, মজু চৌধুরীর হাট নিবন্ধের বেশ কয়েকটি সঠিক তথ্য আপনি বাতিল করে দিয়েছেন, আপনি কি এই মজু চৌধুরীর হাট জায়গার সম্মন্ধে কিছু জানেন কি এখানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে , যেমন 3 টি ফেরি 10 টি লঞ্চ 2 টি লঞ্চ টার্মিনাল একটি ফেরি টার্মিনাল 1 টি নৌ বাহিনীর বন্দর ও আনসার কেম পুলিশ পারি অন্যান্য অনেক প্রশাসন । জায়গাটি যদিও উপজেলা না তবে একটি শহর প্রায় 40 টি বস এখানে দৈনিক চলাচল কে থাকে, দৈনিক 1200 শ থেকে 1500 শ যাত্রী যাতায়াত করে, আপনিই বলুন এটি কি বিশ্বকোষের অযোগ্য , আশা করি আপনার মন্তব্য জানাবেন। ধন্যবাদ princeNijam >> আলাপ

৫/৬ টি লঞ্চ; বাসস্ট্যান্ড; ফেরি ঘাট এগুলো বিশ্বকোষীয় দৃষ্টিকোণ থেকে কোন গুরুত্ব বহণ করেনা। বিশ্বকোষীয় তথ্য ব্যতীত সকল তথ্য অবলোপন করা হবে। এবং একই জাতীয় অবিশ্বকোষীয় তথ্য বরংবার সংযোজন করা হলে সম্পাদককে বাঁধা প্রদান করা হবে। - Ashiq Shawon (আলাপ) ০৫:৫১, ২৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় আশিক ভাই[সম্পাদনা]

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ , তবে খেয়াল করুণ বাংলাদেশের অনেক নিবন্ধ আছে অসম্পূর্ণ যা আপনি হয়তো বা এখনও দেখেন নাই . কিছু সম্পাদক ও প্রশাসক বাংলা উইকিপিডিয়া ইংরেজী শব্দ ব্যবহার করে, এটি কি বিশ্বকোষীয় নীতিমালা , আমি চাই বাংলাদেশের সকল প্রকারের প্রবেশদ্বার ও নিবন্ধ গুলো সম্পূর্ণ ভাবে বিশ্বকোষে থাকুক। প্রিন্স নিজাম >> আলাপ

সুপ্রিয় নিজাম,
আমাদের সীমাবদ্ধতা থাকতেই পারে; কিন্তু সেই সীমাবদ্ধতার সুযোগ নেয়াটা চরম অন্যায়। একজন সুবিবেচক মানুষ সবসময় নীতি- নৈতিকতায় অটল থাকবে। অমুকে এটা করেছে বা তমুকে অমন করেছে বলে আমি-আপনিও তা করলে আমাদের বিবেক বুদ্ধির আর মূল্য কি রইলো? আশা করি বুঝতে পেরেছেন। আপনার সদয় অবগতির জন্য জানাই, ঐ অঞ্চলে আমি আমার জীবনেরতো বটেই, আমার জন্মদাত্রী মাও একটা দীর্ঘসময় কাটিয়েছেন। কিন্তু, আবেগ ভালোবাসা দিয়ে সব কিছু বিচার করাটা ঠিক নয় বলেই আমি মনে করি। আপনি আমার নিজের ইউনিয়ন বাঘাসুরা ইউনিয়ন সম্পর্কিত নিবন্ধটি দেখতে পারেন; তাহলে কিছুটা ধারনা পাবেন। - Ashiq Shawon (আলাপ) ১২:৩৮, ২৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বি স্যার আপনার ইউনিয়ন টা দেখেছি , আর একটি কথা ছিল প্রতিটি নিবন্ধ যদি নিজের মনে করে উন্নতি করতেন তাহলে আশা করি প্রত্যক্ষটি নিবন্ধ খুব সুন্দর দেখা যেত , আসলে আমাদের দেশের মানুষরা সবাই নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকে, বিশ্বকোষের প্রতি অতটা আগ্রহী না, আমি প্রায় 2010 সাল থেকে উইকিপিডিয়া পাতা সম্পাদনা করি, কিন্ত এর পূর্বের একাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে বারবার একাউন্ট করতে হল এই একাউন্ট টি কিছু আগে করেছি, আর আমি উইকিতে প্রশাসক হওয়ার খুবই আগ্রহী , এ ব্যাপারে কি আপনি আমাকে সাহায্য করতে পারবেন। (প্রিন্স নিজাম) (আলাপ) ১০:২৩, ২৮ এপ্রিল (ইউটিসি)

উইকিতে সবাই ভাই-ভাই; কোন ছাত্র-শিক্ষক নেই।
পুরাতন সব সম্পাদকই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সম্পাদনা করে। বিশেষত: যারা বিভিন্ন ধরণের অধিকার প্রাপ্ত তারা সেটি এই যোগ্যতাতেই পেয়েছেন। তাদের কার্যক্রম লক্ষ করুন, বুঝতে পারবেন।
আর, প্রশাসক হওয়ার জন্য আরো অনেকটা পথ পারি দিতে হবে; লেগে থাকুন, একসময় হয়ে যাবে। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৬:৫৯, ২৮ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

জ্বি আমরা সবাই ভাই-ভাই মনে হচ্ছে আশিক ভাই ও প্রথমত এমনি ছিলেন লাইক আমার মত দোয়া করবেন একদিন যেন এই উইকিতে প্রশাসক হিসেবে ব্যবহার করতে পারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ্য থাকুন। প্রিন্স নিজাম (আলাপ) ১১:২২, ২৮ এপ্রিল (ইউটিসি)

বিসমিল্লাহির রহমানির রহিম এর বানান সম্পর্কে[সম্পাদনা]

আমি উইকিপিডিয়াতে নতুন।

বিসমিল্লাহির রহমানির রহিম পাতা তৈরিতে আপনার সতর্কীকরণ এবং উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা এর বানান সম্পর্কিত দ্বিমতের ব্যাপারটি দেখলাম

আমার কাছে মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বানানে হ্রস্ব ই-কার এর বানানই সঠিক। কেননা এটি একটি অতৎসম শব্দ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী সকল অতৎসম শব্দের বানানে দীর্ঘ ই-কারের পরিবর্তে হ্রস্ব ই-কার ব্যবহৃত হবে। এটি একটি আরবি শব্দ; সে দিক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বানানটিই সঠিক।

আর বাংলা ভাষায় দীর্ঘ-স্বরগুলো থাকলেও তা কখনো বর্ণ অনুযায়ী উচ্চারণ হয় না; বরং শব্দে বর্ণের অবস্থান অনুযায়ী হয়। যেমন: নতুন শব্দটি হ্রস্ব উ-কার দিয়ে লেখা হলেও উচ্চারণ হয় দীর্ঘ; অন্যদিকে ভূমি দীর্ঘ ঊ-কার বানানে থাকলেও উচ্চারণ হ্রস্ব। সে দিক বিবেচনায় “রহিম” বানানে দীর্ঘ-স্বর ব্যবহার করা বাহুল্য। কারণ এই ক্ষেত্রেও উচ্চারণ বানানের উপর নির্ভর করবে না।

আশা করি ভুল হলে ক্ষমা করবেন। জিহান (আলাপ) ১৪:৩২, ৪ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বিদেশী শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্র আমি বহুল ব্যবহারকেই প্রাধান্য দেই। তৎসম - তদ্ভব শব্দ কেবল সংস্কৃত শব্দের ক্ষেত্রে ব্যবহার্য। - Ashiq Shawon (আলাপ) ০৬:১৫, ৬ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মনে হয় বহুল ব্যবহার বিষয়টি তো সংজ্ঞায়িত নয়। কারণ এতে একই শব্দের বানান বিভিন্ন বানানে বহুল ব্যবহৃত হতে পারে। ফলে তো কেবল বাংলা বানানের বিশৃঙ্খলা বাড়বে। যেমন: অংক বা পাখী বানানটি বাংলায় বহুল ব্যবহৃত ছিল বা আছে; কিন্তু তাই বলে তো সেটি প্রমিত বা শুদ্ধ নয়।

সে দিক দিয়ে তৎসম ছাড়া যে কোনো শব্দ অর্থাৎ সকল অতৎসম শব্দের ক্ষেত্রে, হোক না সে তদ্ভব বা বিদেশি, হ্রস্ব-স্বর ব্যবহৃত হবে - এটিই আমার কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়। আর যেহেতু এটিই বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, আমার মনে হয় আমাদের সেটি অনুসরণ করা উচিত। :-) জিহান (আলাপ) ০২:১৭, ৭ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Participate in the Ibero-American Culture Challenge![সম্পাদনা]

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (আলাপ) ১৩:৩১, ১০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

Image:Lai Shak.jpg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:Lai Shak.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।

আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ২০:৫৮, ১০ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এতো বছর পর আর খুজে বের করা সম্ভব নয়! তবে যতটুকু মনে আছে যে এটি আমার নিজের তোলা ছবি। তবুও নিশ্চিত করে বলতে পারবো না। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ০৫:৪২, ১১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
যদি অপনার নিজের তোলা ছবি হয়ে থাকে তাহলে সেখানে লাইসেন্স যুক্ত করার অনুরোধ করছি। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০৬:৩২, ১১ মে ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন পাতা তৈরিতে 'ভূক্তির' বাঁধা প্রসঙ্গে[সম্পাদনা]

আমার শুভেচ্ছা নিবেন।আমি নতুন একটি নিবন্ধ "মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" শিরোনামে লিখতে যেয়ে ভূক্তি *বাল* নামের কারণে বাঁধা পাচ্ছি। আসলে এই #ভূক্তি সম্পর্কে আমার ধারণা নেই। এই বাঁধা কিভাবে কাটিয়ে উঠতে পারি ? আশা করি জানাবেন। উল্লেখ্য মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বালিকা বিদ্যালয় নাম সম্পর্কিত নিবন্ধ উইকিতে আছে। ধন্যবাদ Mahmudul Hasan (আলাপ) ০৭:৫৮, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Mpi.mahmud: কালোতালিকা ভুক্তিতে কোড যোগ করার সময় আমার একটু ভুল হয়েছিল। ঠিক করা হয়েছে। এখন আপনি নিবন্ধটি তৈরি করতে পারেন। আর বাধা পাবেন না। --আফতাব (আলাপ) ১৭:২৮, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ Mahmudul Hasan (আলাপ) ০৮:১০, ২৬ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সম্প্রতি আপনার অপসারণকৃত উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বঙ্গ সম্মেলন পাতাটি ফিরিয়ে এনেছি। নিবন্ধ অপসারণের প্রস্তাবনা পাতা উইকিতে সংরক্ষণরে জন্য। আপনি চাইলে প্রস্তাবনার ফলাফল অনুযায়ী প্রস্তাবিত নিবন্ধ অপসারণ বা সংরক্ষণ করতে পারেন, তবে প্রস্তাবনা পাতা অপসারণ নয়। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০০:০৬, ৩০ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। খেয়াল করিনি - নিবন্ধ অপসারণ করার ক্ষেত্রে ভুল করে অপসারণ প্রস্তাবনা মুছে ফেলা হয়েছিলো। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৫:২৪, ৩০ জুলাই ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

শংকর রায় চৌধুরী (চরিত্র)[সম্পাদনা]

স্যার আশিস আপনি শংকর রায় চৌধুরী (চরিত্র) নিবন্ধটি ছুছে দিলেন।কিন্তিু এই নিবন্ধটি বাংলা সাহিত্যের এক অমর সৃষ্টি চাঁদের পাহাড় (উপন্যাস) এর প্রাধন চরিত্র শংকর এর উপর লিখছিলাম।তাই এই নিবন্ধটি নিয়ে এক বার ভেবে দেখার অনুরোধ জানাছি।আলাপ পাতা

ফিরয়ে আনা হলো; তবে শর্ত থাকে যে এই নিবন্ধটি ঠিক কি কারণে গুরুত্বপূর্ণ সেটি এবং উপযুক্ত তথ্যসূত্র প্রদান না করিলে নিয়মানুসারে পুনরায় মুছে দেয়া হবে। - Ashiq Shawon (আলাপ) ১৯:৫১, ১ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অনুল্লেযোগ্য ব্যক্তি সম্পর্কিত র্নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

আশিক শাওন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে অবগত করার জন্য। আমার ধারণা ছিল যে, বিচারক ও জনপ্রিয়তার বিচারে ২০০৫ সালে অমিত সানা (গায়ক) হিসেবে- তিনি ছিলেন ইন্ডিয়ান আইডলের প্রথম-রানার আপের পুরষ্কার প্রাপ্ত গায়ক। এছাড়াও তিনি সুরকার Vishal Dadlani, Shekhar Ravjiani কর্তৃক "চল দিয়ে (chal diye)" ও "ইয়াদে (Yaadein)"এর মতো মিউজিক এ্যালবামেও কাজ করেন। বিশেষত এই কারণে নিবন্ধটি শুরু করা। উল্লেখযোগ্যতা নিয়ে আরো একটু দিক নির্দেশনা ও স্পষ্টকীকরণ দিলে ভালো হত বলে আমি মনে করি। কারণ যদি উদাহরণস্বরূপ ধরি আমাদের বাংলাদেশী শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মেহরীন মাহমুদেরও আজ পর্যন্ত কোনো রাষ্ট্রিয় পুরষ্কার নেই। আপনাকে ধন্যবাদ। Sabuj Barua ২০:১৩, ২ আগস্ট ২০১৬ (ইউটিসি)

কার নিবন্ধ আছে আর কার নেই - সেটি নিয়ে আলোচনার কিছু দেখছি না; এধরনের সকল নিবন্ধই অপসারণ করা হবে পর্যায়ক্রমে। আপনি বরং উইকিপিডিয়ার আলোচনা পাতায় মন্তব্য করুন। - Ashiq Shawon (আলাপ) ২০:১৭, ২ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


হিন্দুধর্ম[সম্পাদনা]

will you give a reason as to why you are mindlessly reverting? If theres an established BANGLA symbol it should be used on BANGLA wiki.

যেগুলো বাংলায় ছিলো এবং নিবন্ধ বা লিংক নির্দেশ করা আছে - সেগুলো ইচ্ছে মতো পরিবর্তনের সুযোগ নেই। টেমপ্লেট এভাবে বদলে ফেল্লে অনেক নিবন্ধই লাল লিংক যুক্ত হয়ে পড়বে। - Ashiq Shawon (আলাপ) ১১:১৮, ৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

মোবাশ্বের আলী নামক একটি পাতা মুছে দেওয়া প্রসঙ্গে।[সম্পাদনা]

শাওন ভাই, আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন আগে 'মোবাশ্বের আলী' পাতা তৈরি করি, যা এখন দেখা যাচ্ছে না। কিভাবে জানতে পারবো সেখানে সমস্যা কি কি ছিল/ ভুল কিছু ছিল কিনা / নতুন পাতা তৈরির কোন নির্দিষ্ট ব্যবস্থা আছে কিনা যা আমি এড়িয়ে গেছি। আপনার সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ।

ঠিক কি কারণে মোবাশ্বের আলী সংক্রান্ত নিবন্ধটি রাখতে হবে? তার বিশেষ বৈশিষ্ঠ্য কি? তিনি কি এমন কাজ করেছেন যে তার সম্পর্কে লিখে হবে? - অর্থ্যাত্, আপনি নিবন্ধ লিখেছেন ঠিকই - কিন্তু তার অর্জন বা বিশেষত্ব সম্পর্কে কিছু বলেননি। যদিও আমি ব্যক্তিগতভাবে তার সম্পর্কে জানি বা চিনি, কিন্তু সেই পরিচয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ রাখার কোন সুযোগ নেই। যেহেতু তার সম্পর্কে আরো অনেক কিছু লেখা যায় এবং তিনি এদেশের একজন প্রতিথযশা লেখক কাজেই এই দিকগুলোর প্রতি আলোকপাত করে নিবন্ধটির মানোন্নয়ন করুন - নতুবা এটি মুছে ফেলা হবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:৪০, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

হেল্প[সম্পাদনা]

আসসালামু আলাইকুম। ভাই আমি উইকিপিডিয়াতে নতুন। যদি সম্ভব হয়, কিভাবে আলাদা পেজ তৈরী করা হয়, যেমন মমিন মসজিদ এর বিবরন, বিশেষত্ত, ইতিহাস আলাদা ভাবে দিয়েছেন, জানাতে খুশি হতাম। Adv.mzahirul (আলাপ) ০৪:০৩, ১২ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ওগুলো আলাদা প্যারা। আপনি লেখায় এমন প্যারা তৈরি করতে চাইলে সমান সমান চিহ্নটি ( "=") সামনে ও পিছনে ২ টি করে দিয়ে দেবেন। যেমনঃ ইতিহাস কথাটি লিখে এর সামনে ও পেছনে দুটি করে '=' চিহ্ন দিয়ে পরের লাইন থেকে লিখলেই হবে! - Ashiq Shawon (আলাপ) ০৫:৫৯, ১২ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রসঙ্গ স্টেগোসরিয়া নিবন্ধ[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী আশিক শাওন,

স্টেগোসরিয়া নিবন্ধে আপনার সম্পাদনা ও বিষয়শ্রেণীযোগের জন্য প্রথমেই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু পাতাটি তৈরি করতে গিয়ে আমি দুই'একটি অসুবিধের সম্মুখীন হয়েছি। যদি সাহায্য করা সম্ভব হয়, খুবই ভালো হত। প্রথমত, দেখবেন মূল লেখার প্রথম প্যারাগ্রাফটি যেখানে শেষ হয়েছে, তারপর একটি সবুজ আনুভূমিক দাগ দেখা যাচ্ছে। অন্তত আমার ডেক্সটপে এই দাগটি আমি দেখতে পাচ্ছি। কারণ বুঝতে পারছি না, ফলে সেটি দূরও করতে পারছি না। দ্বিতীয়ত, তথ্যছকটিতে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অংশে শ্রেণী, মহাবর্গবর্গের পর যা তথ্য দেওয়া আছে তাতে অধোবর্গ আসা উচিত, কিন্তু তা দেখা যাচ্ছে না। তথ্যছকে এই একই সমস্যা আমি স্টেগোসরাস বলে যে অন্য আরেকটি নিবন্ধ তৈরি করছি, তাতেও দেখা যাচ্ছে। একটু সাহায্য পেলে খুব ভালো হয়। আন্তরিক উষ্ণতা জানবেন। -- Arindam Maitra (আলাপ) ০৩:১৩, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

@Arindam Maitra: প্রথম সমস্যার কারণ Fossil range টেমপ্লেটে সংখ্যা মিলিয়ন স্কেলে দিয়েছিলেন যা বাংলা উইকিতে কোটির স্কেলে দিতে হবে। দ্বিতীয় সমস্যার কারণ taxobox টেমপ্লেটে আপনি প্যারামিটার (Subordo) বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেছেন যা ছোট হাতের অক্ষরে (subordo) দিতে হবে। --আফতাব (আলাপ) ১৫:০৬, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
@Aftabuzzaman:, অনেক ধন্যবাদ সাহায্যের জন্য। -- Arindam Maitra (আলাপ) ১৬:২৫, ১৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম সঠিক নয় এসব ক্ষেত্রে[সম্পাদনা]

আশিক ভাই, ব্যবহারকারী নাম নীতিমালা অনুসারে না হলে সে সব ক্ষেত্রে সাধরণত আলাপ পাতা অপসারণ করা হয় না। এগুলো পরবর্তি রেফারেন্স হিসেবে কাজ করে। যেভাবে ব্যাপারটি সমাধান করতে হয় তা হলো, সতর্কতা দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হয় ও এরপর নাম সঠিক না হওয়ার জন্য বাধাদান করা হয়। বাধাদান করার পর নাম পরিবর্তন সংক্রান্ত বাধাদান নোটিশ আলাপ পাতায় দিতে হয়। এসবক্ষেত্রে আলাপ পাতা অপসারণ করলেওতো ব্যবহারকারী যখন ইচ্ছে তখনই তৈরি করতে পাররেছন। --যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৩৫, ২০ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ওগুলোতো পুরোপুরি প্রচারণা আর ধাপ্পাবাজি ছিলো; যা ইচ্ছে করেই করা হয়েছে! এ্যানিওয়ে; খেয়াল থাকবে। - Ashiq Shawon (আলাপ) ০৪:১৮, ২০ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পাঞ্জাব এডিটাথন পদক[সম্পাদনা]

নিরলস অবদানের জন্য পদক
উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত বহুভাষী পাঞ্জাব এডিটাথনে শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৪:২৮, ২২ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সৎসঙ্গ এবং দেওঘর সৎসঙ্গ আশ্রম দুটি ভিন্ন নিবন্ধ তৈরি না করার যৌক্তিকতাটি বুঝতে পারছি না। আমি সৎসঙ্গ নিবন্ধটির দ্বারা সৎসঙ্গ নামের একটি ধর্মীয় সংগঠনের সম্পর্কে তথ্য লেখার চেষ্টা করেছি অন্যদিকে দেওঘর সৎসঙ্গ আশ্রম নিবন্ধটির দ্বারা ওই সৎসঙ্গ নামের ধর্মীয় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় সম্পর্কে তথ্য লেখার চেষ্টা করেছি। কিন্তু দেওঘর সৎসঙ্গ আশ্রম নিবন্ধটি মুছে দেয়া হয়েছে। বিষয়টি একটু বিবেচনা করুন. Preetidipto.21 (আলাপ) ১০:৪৭, ৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি সৎসঙ্গ নিবন্ধে দেওঘর সৎসঙ্গ আশ্রম সম্পর্কে লিখুন। কেন্দ্রীয় কার্যালয় সম্পর্কে আলাদা নিবন্ধ রাখার আবশ্যকতা দেখছি না। যদি নিবন্ধে যথেষ্ট তথ্য থাকে এবং প্রয়োজন হয় তখন বিবেচনা করা যাবে। - Ashiq Shawon (আলাপ) ১৬:৪০, ৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় ঠিক একই নাম কিংবা একই বানানের দুটি নিবন্ধ তৈরি করা যায় কীভাবে?[সম্পাদনা]

একটি বিষয় সম্পর্কে জানতে চাই। ধরুন, উইকিপিডিয়ায় 'সাইমুম' নামে একট নিবন্ধ আছে এবং এই নিবন্ধে সাইমুম নামের শাব্দিক অর্থ এবং ব্যাকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় লেখা আছে। আবার ধরুন, 'সাইমুম' একজন বিখ্যাত ব্যক্তির নাম । এখন যদি আমি ঠিক এই 'সাইমুম' নামেই আরেকটি নিবন্ধ তৈরি করতে চাই তাহলে আমার করণীয় কী? Preetidipto.21 (আলাপ)

ঠিক একই নামে রাখতে হলে দুটির যেকোন একটির পর সেটির বৈশিষ্ট্য সূচক বিষয়টি যোগ করে দিন। যেমনঃ স্থানের ক্ষেত্রে জেলা বা দেশের নাম; নামের ক্ষেত্রে পেশার নাম; একই পেশার দুজনের নাম একই হলে প্রাপ্ত সম্মননা বা সম্মান সূচক উপাধি - ইত্যাদি বিভিন্ন ভাবে করতে পারেন। উদাহরণ স্বরূপ, 'সাইমুম' নামে একজন সম্পর্কে লিখবেন, তিনি যদি লেখক হন তাহলে শিরোনাম হবে - 'সাইমুম, সাহিত্যিক'; আবার যদি রাজনীতিবিদ হন তাহলে শিরোনাম হবে - 'সাইমুম, রাজনীতিবিদ'; যদি শিক্ষাবিদ হন তাহলে শিরোনাম হবে - 'সাইমুম, শিক্ষাবিদ', অথবা 'ডঃ সাইমুম', বা, 'অধ্যবপক সাইমুম' ইত্যদি। - আশা করি বুঝতে পেরেছেন। যদি না-বুঝতে পারেন কিংবা খুব বেশি সমস্যা মনে করেন তাহলে ইংরেজীতে শিরোনাম দিয়ে লিখে ফেলুন; পরে কেউ একজন ঠিক করে দেবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১০:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অযৌক্তিক কারণে বিষয় অপসারণ[সম্পাদনা]

শিবাজী নামক উইকি পেজে কিছু ত্রুটিপূর্ণ লেখা থাকলে তা সংশোধন করে দিয়ে রাজ্যজয় ও আফজল খাঁ সম্পর্কিত তথ্য ফিরিয়ে আনলে উপকৃত হব। ধন্যবাদ bangali_ind Bangali ind (আলাপ) ০৩:২১, ৭ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কোনো উত্তর না পাওয়ায় দুঃখিত। Bangali ind (আলাপ) ১৫:১৪, ৮ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
অযৌক্তিক কারণে মুছে ফেলা হয়েছে!!! তথ্যসূত্রসহ লিখুন। - Ashiq Shawon (আলাপ) ১৫:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

২৩ নং ক্রোমোজোম[সম্পাদনা]

ক্রোমোজোম ১-২২ পর্যন্ত খুবই সংক্ষিপ্ত কিন্তু ইংরেজি নিবন্ধের প্রথম প্যারা অনুবাদ করেছি। কিন্তু ২৩ নং ক্রোমোজোম অন্য যে কোনো ক্রোমোজোম থেকে গুরুত্বপূর্ণ। তাই ইচ্ছা ছিল ২৩ নং ক্রোমোজোম পুরোটাই আমি অনুবাদ করব, কিন্তু আশ্চর্যজনক ভাবে কোনো ধরনের সতর্কবার্তা না দিয়েই আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এই অনুবাদ এডমিন প্যানেল নিজ হাতে করতে আগ্রহী? যদি এডমিন প্যানেল মনে করে আমি ভুল অনুবাদ করছি, এবং আমাকে ভবিষ্যতে অনুবাদ করতে নিষেধ করে, আমি অবশ্যই সেটা মেনে চলব। কিন্তু ঠিক কেন আমি আমার নিবন্ধে লিখতে পারছি না,সেটা জানার অধিকার আছে বলেই আমি মনে করি। ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ১৬:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যাটা কি আপনার? আগে কিছুটা সময় নিন; নতুন নিবন্ধ তালিকায় দেখুন কোন নিবন্ধের শিরোনাম পরিবর্তন বা মুছে ফেলা হয়েছে কি-না এবং সাম্প্রতিক পরিবর্তনের পাতায় লাল কালিতে আপনার নাম এবং আপনার সর্বশেষ আগমন ও সম্পাদনার পর হতে গৃহীত কোন পদক্ষেপ সম্পর্কিত কোন সম্পাদনা কার্য সম্পর্কিত কিছু আছে কি-না সেটা খুজে দেখুন। তারপর জানান। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ০৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনি কি চিটাগাংয়ের ভাষা[সম্পাদনা]

ভাই আপনি যদি চিটাগাংয়ের ভাষায় কথা বলতে পারেন ৷ তাহলে আমাকে একটা উপকার করবেন কি? আমাকে চিটাগাংয়ের ভাষার গান বাংলায় অনুবাদ করে দিতে পারবেন ৷ পারলে জানাবেন ৷ গানটা আপনার email দিবো ৷ দয়া করে email ঠিকানা দিবেন ৷ আপনার শুভ কামনা করছি ৷Mazid (আলাপ) ০৩:২২, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

না, ভাই। আমি সেটি বুঝিও না! আপনি মহীন রিয়াদ-এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন; সে হয়তো কোন সহযোগীতা করতে পারবে। - Ashiq Shawon (আলাপ) ০৫:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

গ্রামের নিবন্ধ[সম্পাদনা]

ভাই আপনি অপসারণ প্রস্তাবনায় বলেছেন দ্রুত অপসারণ করার কথা, তাহলে এগুলোর বিষয়শ্রেণী:কপূরথলা জেলা কি হবে। এখানে ১৭টি অউল্লেখযোগ্য গ্রামের নিবন্ধ রয়েছে।** Shamim Sarker (আলাপ) ০৮:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ অপসারণের পর বিষয়শ্রেণীও অপসারণ করা হবে। দ্রুত অপসারণ ট্যাগ লাগিয়ে দেবেন এধরণের নিবন্ধে - তাহলে প্রশাসকগণ সরাসরি অপসারণ করে ফেলতে পারবেন; কারণ এই সম্পর্কে ইতিপূর্বেই আলোচনা হয়েছে। - ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ০৯:১২, ২১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা হাদিস[সম্পাদনা]

ভাই বাংলা হাদিস নামে নামে পাতাটি কেন অপসারণ করা হয়েছে জানতে পারি ৷ আমি মোবাইল দিয়ে উইকিপিডিয়ায় কাজ করি ৷ পাতাগুলো লিখতে অনেক সমস্যা হয় ৷ আমি চেষ্ঠা করব পাতাটির গুরুত্ব তুলে ধরতে ৷ দয়া করে পাতাটি ফিরিয়ে দিন ৷ আপনার জন্য রাত্রির চাদের আলো ৷ Mazid (আলাপ) ১৯:১৫, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এটি একটি মোবাইল এপস্, এর গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্যতা নেই। নিবন্ধে কোন তথ্যসূত্র নেই। নিয়ম মেনেই অপসারণ করা হয়েছে। উইকিপিডিয়া কোন বিজ্ঞাপন / প্রচারণার স্থল নয়। - Ashiq Shawon (আলাপ) ১৯:২২, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বানান সংশোধন প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, 'শ্রী' বিশেষণটি ব্যক্তিবিশেষের নামের আগে বসলেও শ্রীচৈতন্যের ক্ষেত্রে সমরূপ নয়। নামটি "শ্রীকৃষ্ণ চৈতন্য"এর সংক্ষিপ্ত রূপ।সুতরাং , "শ্রীচৈতন্য" নামটিই এক্ষেত্রে যথার্থ। ধন্যবাদ। বাবলু (আলাপ) ১৪:০২, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

শ্রী কৃষ্ণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ভুল জানা কোন সমস্যা নয়; সেটা আকঁড়ে থাকাটা সমস্যার! - Ashiq Shawon (আলাপ) ০৭:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নবদ্বীপ[সম্পাদনা]

আমি উইকিপিডিয়ান হিসাবে সামান্য এক ধূলি মাত্র। তবে ব্যক্তিগত শত্রুতার জন্য বিশ্বকোষকে প্রতিশোধের মাধ্যম হিসাবে ব্যবহার না করাই ভালো... তাছাড়া অন্য দেশে বসে নবদ্বীপ সম্পর্কে সম্পাদনা করার চাইতে নবদ্বীপবাসীকেই নবদ্বীপ সম্পর্কে সম্পাদনা করতে দেওয়া ভালো, এতে নবদ্বীপ সম্পর্কীয় বিশ্বকোষ সমৃদ্ধ এবং তথ্যপূর্ণ হবে বলেই মনে করি। আমি নবদ্বীপের বাসিন্দা। ধন্যবাদ। Bangali ind (আলাপ) ১৭:০৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যক্তিগত শত্রুতা - অভিযোগ কেন? প্রমাণ দেবেন। - Ashiq Shawon (আলাপ) ০৭:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
বিশ্বকোষ-এ তথ্য সম্পাদনা করতে গিয়ে আমায় বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, এবং তার কারণ হয়ে দাঁড়িয়েছেন আপনি। উদাহরণ হিসাবে বলতে পারি: নবদ্বীপ তো অবশ্যই, তাছাড়া শিখ, কুপার্স ক্যাম্প, কলা(ফল), তাহেরপুর, শিউলি ফুল, শিক্ষক দিবস ও অন্যান্য কিছু উইকি পেজেও এই প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। তাই মনে হল এটা ব্যক্তিগত শত্রুতা। উচ্চবাক্যের জন্য ক্ষমা করবেন। ধন্যবাদান্তে... Bangali ind (আলাপ) ০৯:০৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি আঞ্চলিকতা ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পাদনা করেন - যা উইকির মূল নীতির সাথে সাংঘর্ষিক; এখানে নিরপেক্ষ থেকে সম্পাদনা করতে হয়। যেমন: আপনি পানি শব্দটিকে অসংখ্য বার জল শব্দটি দ্বারা প্রতিস্থাপন করেছেন; অথচ ঐ নিবন্ধগুলোতে এই শব্দটি অনেক বছর ধরে আছে। আবার যেসব নিবন্ধে 'জল' শব্দটি আছে সেটিকে 'পানি' দ্বারা প্রতিস্থাপন করেননি! একইভাবে আপনি নিজ এলাকা / দেশের নিবন্ধগুলোয় এমন অনেক তথ্য যোগ করেছেন। নিরপেক্ষভাবে সম্পাদনা না-করায় তথ্যগুলোকে আমি পুনরাবর্তন করে দিয়েছি কেবল! - Ashiq Shawon (আলাপ) ০৯:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
কিন্তু মহাশয়, যখন পানি ও জলের প্রসঙ্গই তুললেন তখন বলি- আমি পানি শব্দটিকে সত্যই জল শব্দ দ্বারা বহুবার প্রতিস্থাপন করেছি এবং মুহুর্তের মধ্যে তার শিক্ষাও পেয়েছি, তবে পরবর্তীকালে আমি বহু জায়গায় "পানি অর্থাৎ জল" লিখেছি। কিন্তু তাতেও সব জায়গায় শেষ রক্ষা হয়নি, পুনরাবর্তন করা হয়েছে। আপনার কি মনে হয়, তাতেও নিরপেক্ষতা আসেনি?? আরও বলি- তাহেরপুর, কুপার্স ক্যাম্প-এ করা আমার পরিবর্তন গুলি কি সত্যই নিজ এলাকা ভিত্তিক ছিল?? এতে কি আপনার আমার প্রতি শত্রুতার মনোভাব প্রকাশ পায় না?? কি বলেন? Bangali ind (আলাপ) ১৪:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
অযথা এখানে বিরক্ত করবেন না। আপনার কোন বক্তব্য বা অভিযোগ থাকলে নিবন্ধের আলাপ পাতায় অথবা আলোচনা সভায় জানান; সেখানে সমাধান পাবেন। আর, কয়েক বছর যাবত্ প্রচলিত একই শব্দগুচ্ছে লিখিত একাধিক নিবন্ধে আপনি ধর্মীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গীতে সম্পাদনা করেছেন-করছেন, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতাঅসাম্প্রদায়িক মনোভাবের পরিপন্থি এবং এসব নিবন্ধে একাধিক প্রশাসক একাধিকবার আপনার কৃত সম্পাদনা পুনরাবর্তন করার পরও আপনি তা অব্যাহত রেখেছেন। এমতাবস্থায় বিভিন্ন ধর্মীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গী পরিহার করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। দয়া করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গীতে উইকিতে সম্পাদনা করুন। অধিকন্তু কোনো জনগোষ্ঠী বা কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ পুষে রাখা পরিহার করুন। - Ashiq Shawon (আলাপ) ১০:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তাহেরপুর ও কুপার্স ক্যাম্প-এ করা আপনার শেষ পুনরাবর্তনটির সঠিক কারণ বলতে পারেন কি?? আর সত্যি কথা বললে যদি বিরক্ত করছি বলেন, তাহলে আমার কিছু বলার নেই... Bangali ind (আলাপ) ১১:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নদীয়া বানান প্রচলিত; আদম শুমারীও তাই। আবারো অনুরোধ করছি, বিরক্ত করবেন না। নিবন্ধের আলাপ পাতায় কথা বলুন। - Ashiq Shawon (আলাপ) ১১:৫১, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষমা করবেন, কিন্তু 'নদীয়া' বানানটি পূর্বে ছিল, এখন 'নদিয়া' বানানটিই সঠিক। Bangali ind (আলাপ) ১৩:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সিন্ধুতাই সাপকাল নিবন্ধটি ওই নামেই ফিরিয়ে আনতে চাই।[সম্পাদনা]

সিন্ধুতাই সাপকাল এই নামটিই অন্তর্জ্বালে ব্যবহৃত হয়েছে। প্রমাণ [১] এবং [২] Sumita Roy Dutta (আলাপ) ২০:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

করা হলো। - Ashiq Shawon (আলাপ) ০৭:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আবারো ভেবে দেখুন[সম্পাদনা]

ভাই আপনাকে শুভেচ্ছা একটু ভেবে দেখুন বাংলা হাদিস নিবন্ধটা ফেরত দেওয়া য়ায় কিনা ৷ দেখুন আপনি বিজ্ঞাপনের কথা , যদিও বিজ্ঞাপন অর্থ প্রচার কথা ৷ কিন্তু তার একটি উদেশ্য আছে, সেটি হয়ত টাকা কামানো ৷ কিন্তু বাংলা হাদিস অ্যাপটি বিনা মুল্য তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যায় ৷ আর তাছাড়া তারা এটিতে যতগুলো বই সংযুক্ত করেছে তার দাম অনেক ৷ আমি এটি শুরু করেছি কারণ এটি ইসলামিক আপের মধ্য জনপিয় ৷ আর বাকি রইলো তথ্য সুত্র আমি অনেক নিবন্ধ দেখেছি ৷ যে গুলোতে কোন তথ্যসূত্র নাই, তাই আপনার কাছে আমার অনুরোধ নিবন্ধ ফেরত দেওয়ার ৷ আমি আরো সূত্র যোগ করবো ৷

চেক করে দেখেই বলছি এই মোবাইল এপসটি কোন উল্লেখযোগ্য কিছু নয়। এপসে থাকা যেসব বইয়ের কথা বলেছেন প্রতিটিই উইকিতে সংশ্লিষ্ট নিবন্ধে লিংকসহ আছে। উইকিপিডিয়া কারো প্রচারণার স্থান নয়। লেখা জন্য আরো অসংখ্য বিষয় আছে - সেগুলো নিয়ে কাজ করুন। উইকিকে গঠনমূলক সমৃদ্ধ করুন। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১০:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশস্থ করুন[সম্পাদনা]

গ্রহণকারীদের তালিকা[সম্পাদনা]

সি.না ছবি নাম ধর্ম দেশ
-
নাগরিকত্ব
1 ক্যাসিয়াস মার্সেলাস ক্লে। মুহাম্মদ আলী খৃষ্টান ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্র

ভাই এই পেজটা যেন পুর পেজে আসে সেইভাবে কোডিং করে দেন ৷

যেভাবে আসছে তাতে খুব একটা খারাপ লাগছে না। তবুও যখন চেয়েছেন তাই করে দিলামঃ
ক্রমিক নং প্রতিকৃতি জন্মকালীন নাম পরিবর্তিত নাম জন্মকালীন ধর্মগোষ্ঠী পরিবর্তিত ধর্মগোষ্ঠী নাগরিকত্ব
ক্যাসিয়াস মার্সেলাস ক্লে মুহাম্মদ আলী খ্রিষ্টান ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্র
- ধন্যবাদান্তঃ Ashiq Shawon (আলাপ) ১৫:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকে ধন্যবাদ ৷ আসলে আমি যে ভাবে চেয়েছি সেই করার হয়ত কন টেমপ্লেট নেই ৷ আমি যেভাবে চাই সেটা লিখে বুঝাতে পারবো না ৷ যদি আপনার ফেসবুক আইডি দিতেন কাগজে আকিয়ে ছবি পাঠিয়ে দিতাম ৷
আমার ফেসবুক আইডি-ও Ashiq Shawon হিসাবেই খোলা। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:৩০, ১ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

পেইজ সম্পর্কিত আলোচনা[সম্পাদনা]

ভাইয়া স্টিভ টিকোলো এর পেইজ এ ছবিটা দিলে ভাল হয় না কি? অদৃশ্য মানব (আলাপ) ০৮:৪০, ২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তা হয়; কিন্তু ছবি দেয়ার কিছু ক্রাইটেরিয়া আছে - সেগুলো মেনে দিতে হবে। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:০৪, ৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
সুপ্রিয় Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৬!

উইকিপিডিয়ায় আপনাকে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি । বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতায় এক বা একাধিক নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। -- শাহাদাত সায়েম (আলাপ) ১৫:০৯, ২৬ অক্টোবর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের শিরোনাম প্রসঙ্গে[সম্পাদনা]

আশিক শাওন ভাই, সালাম নিবেন। একটা সমস্যায় পড়েছি। ঢাকা মেগাসিটি নামে একটা নিবন্ধ তৈরি করেছিলাম। কিন্তু একজন ভাই ঢাকা মেগাসিটি নাম পরিবর্তন করে বৃহত্তর ঢাকা নাম দিয়েছেন। বৃহত্তর ঢাকা বলতে বর্তমানে ঢাকাসহ জেলার নবাবগঞ্জ, দোহার ছাড়াও সমগ্র নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও টাঙ্গাইল জেলাসহ অনেক বড় এলাকাকে বুঝানো হয়। কিন্ত ঢাকা মেগাসিটির আয়তন সরকারি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত। ঢাকা মেগাসিটি বলতে শুধু ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী শহরাঞ্চলকে বুঝায়। সরকারি নথিপত্রে কোথাও বৃহত্তর ঢাকা- এই নামটি ব্যবহৃত হয় নি। তাছাড়া ঢাকা মেগাসিটি নামের সঠিক অর্থ বৃহত্তর ঢাকা শহর। শুধু বৃহত্তর ঢাকা বললে তা অস্পষ্ট থেকে যায়। তাই নিবন্ধটি ঢাকা মেগাসিটি (বৃহত্তর ঢাকা শহর) - এই নামে স্থানান্তর করেছি। ঢাকা মেগাসিটিবৃহত্তর ঢাকা নামের নিবন্ধ দুটি বাতিল করার জন্য অনুরোধ করছি। পরিশেষে আপনার পরামর্শ কামনা করছি। - আদিব (আলাপ) ০৫:১১, ১৭ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় আদিব,
মূল কথা হলো, সব কিছুরই বাংলা করার দরকার বা উপায নেই; কাজেই, ঢাকা মেগাসিটি হিসাবেই নিবন্ধটি থাকতে পারে। যেমনঃ মেট্রোপলিটান, সিটি কর্পোরেশন - এগুলোর কোন বাংলা নেই। যাই হোক, মুছে দেয়া হলো। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৬:৪৯, ২১ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

অতি-সংক্ষিপ্ত নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

ভাই সালাম নিবেন। এককভাবে এসব ইউনিয়ন সম্পর্কে লেখার জন্য ইন্টারনেটে নির্ভরযোগ্য তথ্য আমি খুঁজে পাইনি। তবে পাতা মুছে দিবেন না প্লিজ। আমি এসব পাতাকে যথাসম্ভব সম্প্রসারণের চেষ্টা করছি।- আদিব (আলাপ) ১৪:৩০, ২৯ নভেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলের তথ্যছক সম্পর্কে[সম্পাদনা]

ভাইয়া, আশা করি ভাল আছেন। বাংলাদেশের ইউনিয়ন সম্পর্কিত পাতাগুলোতে যে তথ্যছক দেয়া থাকে সেখানে থানার নাম লেখা যাচ্ছে না। দুটি উদাহরণ দিচ্ছি। যেমনঃ পাথালিয়াকোন্ডা ইউনিয়ন। পাথালিয়া ইউনিয়নের বিভাগ ও জেলা ঢাকা, উপজেলা- সাভার কিন্তু থানা হল আশুলিয়া। কোন্ডা ইউনিয়নের বিভাগ ও জেলা ঢাকা, উপজেলা কেরানীগঞ্জ এবং থানার নাম কেরানীগঞ্জ দক্ষিণ থানা। বাংলাদেশের প্রশাসনিক তথ্যছকে থানার নাম লেখার অপশন না থাকায় উপজেলা লেখতে পারলেও ইউনিয়নটি কোন থানার অধীন তে লেখা যাচ্ছে না। তাই আমি আপনাকে অনুরোধ করছি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। আপনার পরামর্শ কামনা করছি। - আদিব (আলাপ) ০৬:২৩, ১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

থানাতো কোন প্রশাসনিক একক নয়; জাতীয় তথ্য বাতায়ন দেখুন। থানাটা কেবল আইন-শৃঙ্খলা সম্পর্কিত। - Ashiq Shawon (আলাপ) ২১:৪৮, ৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]