বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জানতে চাই[সম্পাদনা]

ভাই,আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমাকে চিনতে পারছেন কিনা জানি নাহ! যাইহোক, একটা বিষয় জানতে চাই। আমার নাম পরিবর্তন করে "Zaman" বা "ZAMAN" নামে কি যাইতে পারবো? ~ তন্ময় (আলাপ) ১০:৪৯, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Mzz Tanmay, হ্যাঁ ভাই, আপনার কথা মনে আছে। নাম পরিবর্তন করতে, উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় গিয়ে আবেদন করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:২৭, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
'Zaman' নামে অন্য উইকি এর একজন ব্যবহারকারী আছে। সেই ক্ষেত্রে আমি কি "Zaman" বা "ZAMAN" নিতে পারবো কিনা? কোথাও যেন একটা রুলস দেখলাম এক মাসের আগে একটা অনুরোধ করলে পাওয়া যাইতে পারে। এটা বুঝতেছি নাহ। তাই আপনাকে একটু বিরক্ত করছি। ~ তন্ময় (আলাপ) ১৫:৩৫, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mzz Tanmay, ও আচ্ছা। আপনি অধিগ্রহণ করতে চান। অধিগ্রহণ করতে meta:Steward_requests/Username_changes#Requests_involving_merges,_usurps_or_other_complications পাতায় অনুরোধ করতে হবে।
আপনি "Zaman" নামটি নিতে পারবেন না, কারণ এই অ্যাকাউন্টে অনেকগুলি সম্পাদনা আছে। তবে "ZAMAN" নিতে পারবেন। তবে যেহেতু এটি "Zaman" নামের সাথে মিলে যাচ্ছে, এটি দেওয়া হবে কিনা আমি জানি না। যাইহোক, অনুরোধ করে দেখতে পারেন। না দিলে অন্য নাম বাছাই করেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৫, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাতিলকরণ[সম্পাদনা]

অদ্বয়বাদ এর আলাপ পাতা চাপ লেগে তৈরি হয়ে গেছে। বাতিল করে দিয়েন, দয়াকরে। Gc Ray (আলাপ) ১৪:২২, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের আলাপ পাতা থাকতে সমস্যা নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১১, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

১৯৭১ সালে পাকিস্তানি আত্মসমর্পণের দলিল[সম্পাদনা]

এই ঐতিহাসিক ছবিটির লেখাগুলি কি পাবলিক ডোমেইন এর আওতায় পড়ে? https://commons.m.wikimedia.org/wiki/Commons:Deletion_requests/Files_in_Category:Pakistani_Instrument_of_Surrender , যদিও একই প্রশ্ন আপনার কমন্স আলাপ পাতায় করেছি এজন্য দুঃখিত। এই ঐতিহাসিক ছবিটা মুছে না ফেলে রাখতে পারলে ভালো হয়। Lahsim Niasoh (আলাপ) ১০:৩৭, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Lahsim Niasoh GODL India লাইসেন্সে থাকার কথা। কিন্তু সেটা প্রমাণ করার জন্য ভারতীয় সরকারি ওয়েবসাইটে এই ছবিটা থাকতে হবে যেটার লিংক পেশ করতে হবে। ভারতের সরকারি ওয়েবসাইটে না পাওয়া গেলে বাংলাদেশ সরকার বা সরকারের কোন দপ্তরকে দিয়ে এর স্বত্ব দান করে দেওয়ার ইমেইল পাঠাতে হবে। মেহেদী আবেদীন ১১:৩৩, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আজকের নির্বাচিত ছবি[সম্পাদনা]

ব্যবহারকারী:আফতাব বট দিয়ে আজকের নির্বাচিত ছবি যুক্ত করায় ধন্যবাদ। কিন্তু ছবির বিবরণ, আলোকচিত্রী, কপিরাইট... কোনো তথ্যই দেয়া নাই। এছাড়াও ছবির পাতায় {{POTD bnwiki}} যোগ করা উচিৎ। ~মহীন (আলাপ) ১৩:৩৯, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Moheen ভাই, ছবির বিবরণ সব সময় যোগ করা হয়, ওটা নিয়ে চিন্তা করবেন না। আর ছবি কমন্সের পাতার সাথে লিঙ্ক করা থাকে, এই লিঙ্কের মাধ্যমে অ্যাট্রিবিশন দেওয়া হয়। আলোকচিত্রী, কপিরাইট তথ্য সাধারণত আলাদাভাবে যোগ করা লাগে না (দিতে সমস্যা নেই, তবে বাধ্যতামূলক না, এটা বুঝাতে চাচ্ছি)। নিবন্ধের ছবি যোগ করলে আমরা ছবির ক্যপাশনে যে কারণে আলোকচিত্রী, কপিরাইট তথ্য দেই না এখানেও ঠিক একই বিষয়। আর আমি সময় করে কমন্সে বট চালিয়ে টেমপ্লেট যোগ করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৩, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধের ছবি আর প্রধান পাতার ছবি আমার কাছে আলাদা মনে হয়, আপনি তো দেখছেন ইংরেজি উইকির প্রধান পাতায় Today's featured picture-এ Photograph credit দেয়া হয়। তাছাড়া বট যেহেতু চালাচ্ছেন, বাংলাদেশ আর ভারতের FP, QI, VI ছবিগুলোতে চালাতে পারেন। এর মানে এই নয় যে কমন্সের নির্বাচিত ছবিতে আপত্তি আছে। :) ~মহীন (আলাপ) ১৬:০৫, ১৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম পরিবর্তন করুন[সম্পাদনা]

সুভা (গল্পগুচ্ছ)কে সুভা (ছোটগল্প) করুন। Wikifulness (আলাপ) ০৯:২৫, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

'ফাইল স্থানান্তরকারী' অধিকারের আবেদন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, আমি কয়েকদিন আগে ফাইল স্থানান্তরকারী অধিকারের আবেদন করেছিলাম। এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আবেদনের ওখানে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত না এলে কোনো সক্রিয় প্রশাসককে জানাতে বলা হয়েছে, তাই আপনাকে জানালাম। Ahmed Reza Khan (আলাপ) ১১:১০, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে![সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন