ব্যবহারকারী আলাপ:অনুরাগ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ডুরান্ড কাপ[সম্পাদনা]

ডুরান্ড কাপ নিয়ে কাজ করার জন্য ধন্যবাদ। সময় পেলে ২০২১ ডুরান্ড কাপ (en) নিয়ে কাজ করতে পারেন :) আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১১, ৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান দাদা ,
যৌথভাবে কাজ সম্পন্ন করা হয়েছে।
আমাকে সহযোগিতা করা জন্য @চ্যাম্পিয়ন স্টার ১ ধন্যবাদ দাদা। অনুরাগ (আলাপ) ১৫:৫৯, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান দাদা, সময় পেলে ২০২১ ডুরান্ড কাপ চেক করবেন অনুরাগ (আলাপ) ১৬:০২, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা, ঠিক আছে। এভাবেই চালিয়ে যান :) আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ, আপনার ফুটবল বিষয়ে আগ্রহ দেখে আমার খুব ভাল লেগেছে। ফুটবলের ভূগোল নিবন্ধে গিয়ে বিভিন্ন দেশের জাতীয় লিগ সম্পর্কে নিবন্ধ তৈরী করতে পারেন। এছাড়াও বিভিন্ন মহিলা জাতীয় ফুটবল দলগুলি নিয়ে নিবন্ধ লিখতে পারেন। মহিলাদের দলগলি সম্পর্কে বেশি নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে নেই। চালিয়ে যান... চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৮:৫৩, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@চ্যাম্পিয়ন স্টার ১ ধন্যবাদ দাদা অনুরাগ (আলাপ) ২২:২৪, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)[সম্পাদনা]

প্রিয় অনুরাগ, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪০, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অনুবাদে[সম্পাদনা]

@অনুরাগ সুধী, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে। — কুউ পুলক  🗩  ১২:২৫, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@কুউ পুলক আচ্ছা ঠিক আছে ভাই অনুরাগ (আলাপ) ১৩:১০, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় অনুরাগ দাসগুপ্ত,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে। অনুরাগ (আলাপ) ২০:২৫, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রতিযোগিতার বিচারক হিসেবে আমি আপনার অনুবাদকৃত পিৎজার ইতিহাস নিবন্ধটি পর্যালোচনা করেছি৷ এমন বড় একটি নিবন্ধ অনুবাদের জন্য সাধুবাদ জানালেও গ্রহণ করতে পারছিনা। নিবন্ধের অনেক স্থানে বাক্যগঠন ঠিক নেই। অনেক স্থানে অর্থ বোঝা যাচ্ছেনা। কিছু বাক্যে আবার কিছু লেখা অনুবাদ করার সময় বাদ পড়ে গেছে। কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ থাকলেও সেগুলো সরাসরি ইংরেজি রেখে দেওয়া হয়েছে। এগুলো ঠিক করে আমাকে আমার আলাপ পাতায় জানালে আমি আবার দেখে কোন ভুল না পেলে গ্রহণ করে নিব। মেহেদী আবেদীন ১৯:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

সমস্যা নেই।
কোনো কিছুতে ভুল পেলে সংশোধন করে নিবেন। অনুরাগ (আলাপ) ১০:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ দুঃখিত, কিন্তু এতগুলো ত্রুটি সংশোধন করা আমার পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া এটা আমার এখতিয়ারের বাইরে, তবুও ত্রুটি কম থাকলে আমি সংশোধন করে নিতাম। এক সপ্তাহের মধ্যে অনুগ্রহ করে সকল ত্রুটি সংশোধন করুন। মেহেদী আবেদীন ০৮:১৫, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মানোন্নয়নকৃত ট্যাক্সন নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় অনুরাগ,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ট্যাক্সন নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! Ishtiak Abdullah (আলাপ) ১৮:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে অনুরাগ (আলাপ) ১৯:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@চ্যাম্পিয়ন স্টার ১ দাদা আসন্ন এই দুটি টুর্নামেন্টের জন্য একটি মানচিত্র মডিউল করা প্রয়োজন। এই দুটি টুর্নামেন্টে আমাদের উপমহাদেশের থেকে ক্লাব বা দলগুলো অংশগ্রহণ করে থাকে। আপনার প্রয়োজন মনে হয় তাহলে এটি তৈরি করে দিবন। অনুরাগ (আলাপ) ২০:০০, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@অনুরাগ, আগে দেখি কোন কোন দল গুলো উত্তীর্ণ হয়েছে, তারপর মানচিত্রে বসিয়ে নেব। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৮:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছা, উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় আমার উত্তরটি দেখুন ও সে অনুযায়ী কাজটি করে নিন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

সম্পাদকের পদক
আপনি নিয়মিত বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছেন ও বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে চলছেন। আমার পক্ষ থেকে তাই আপনাকে এই পদকটি দিলাম। আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা
Football at the National Games of India এর বাংলা প্রতিশব্দ লিখবো ভারতের জাতীয় গেমসে ফুটবল না ভারতীয় জাতীয় গেমসে ফুটবলঅনুরাগ (আলাপ) ২৩:০১, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান উত্তরটি জানান তাড়াতাড়ি। অনুরাগ (আলাপ) ২৩:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
"National Games of India" সম্ভবত একটা ইভেন্ট/প্রতিযোগিতার নাম। এটাকে বাংলায় কী বলে খুঁজে দেখতে হবে। আপনি আপাতত ভারতের জাতীয় গেমসে ফুটবল নামে তৈরি করুন। পরে দরকার লাগলে নামান্তর করা যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
ওকে। তৈরী হয়ে গেছে। অনুরাগ (আলাপ) ২৩:১২, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট[সম্পাদনা]

শুভেচ্ছা নিন ভাই। আমার মনে টেমপ্লেট:২০২২ এশিয়ান গেমসে ফুটবল – মহিলাদের টুর্নামেন্ট দ্বিতীয় স্থান অর্জনকারী দলগুলোর র‌্যাঙ্কিং জাতীয় টেমপ্লেটগুলি আলাদাভাবে না তৈরি করলেও হয়। মানে যদি দ্বিতীয় আরেকটি পাতায় এটির ব্যবহার না থাকে, তবে সরাসরি নিবন্ধে কোড বসিয়ে দিতে পারেন। আলাদা করে টেমপ্লেট নামস্থানে নেওয়ার দরকার নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১০:২২, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান ঠিক আছে ভাই। অনুরাগ (আলাপ) ১০:২৪, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
সাহায্য প্রয়োজন জাতীয় ফুটবল লিগে মৌসুম ও দল গুলো সম্পাদনা করা প্রয়োজন। অনুরাগ (আলাপ) ২০:২৭, ১৯ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী তৈরিতে আর একটু মনোযোগ দিয়েন[সম্পাদনা]

@অনুরাগ সুধী, বিষয়শ্রেণী তৈরিতে আর একটু মনোযোগ দিয়েন।

আর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে।

আর উপরের সরঞ্জাম ব্যবহার করলে ব্যবহারকারী:অনুরাগ দাসগুপ্ত/খেলাঘর ২ এমন খেলাঘর লাগবে না। — কুউ পুলক  🗩  ১৪:১৮, ৬ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে ভাই। অনুরাগ দাসগুপ্ত (আলাপ) ১৪:২১, ৬ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@অনুরাগ, আপনি অনুবাদ সম্পর্কে ও সচেতন হন। অনুবাদের পর নিশ্চয়ই আর দ্বিতীয়বার পরীক্ষা করেন না? বিষয়শ্রেণীগুলিও ভুল ভাবে সংযুক্ত করছেন। তাছাড়া বাক্য গঠনে ত্রুটি দেখা দিচ্ছে। আরও সচেতন হওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৭:৫৪, ২৫ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:০২, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@রামিশা তাবাস্সুম ধন্যবাদ আপু। অনুরাগ (আলাপ) ২১:২৪, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে,

রামিশা তাবাস্সুম (আলাপ) ১৮:৫২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@রামিশা তাবাস্সুম ধন্যবাদ। আমার লাগবে না। অনুরাগ (আলাপ) ১৮:৫৩, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় অনুরাগ,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব – এএফসি দ্বিতীয় পর্বের ম্যাচ গুলো প্রসঙ্গে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান ভাই এবং @চ্যাম্পিয়ন স্টার ১ কালকে আমাকে সহায়তা করবেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব – এএফসি দ্বিতীয় পর্ব এর দিনের বা সন্ধ্যার ম্যাচ গুলো সম্পাদনা করে দেবেন। আমি রাতে গুলো করে দেবো। অনুরাগ (আলাপ) ০৯:৫৪, ২০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya ধন্যবাদ ভাইয়া, আমার লাগবে না। অনুরাগ (আলাপ) ১৮:২০, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

বানান[সম্পাদনা]

@অনুরাগ, "চুড়ান্ত" হয় না, "চূড়ান্ত" সঠিক বানান। চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৫:৪৩, ২০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]