আমার ব্যবহারকারী পাতায় আপনাকে স্বাগতম।
আমি সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ, একজন উইকিমিডিয়ান। গত দুই বছর ধরে একজন উইকিমিডিয়ান হিসেবে উইকিপিডিয়ায় অবদান রাখছি। শুরুতে আমি ব্যবহারকারী: ইশতিয়াক আব্দুল্লাহ অ্যাকাউন্ট হতে সম্পাদনা করতাম। তবে কিছু সমস্যা থাকার জন্য ২০২৩ সালের মধ্যভাগ থেকে এই অ্যাকাউন্ট দ্বারা উইকিপিডিয়া সম্পাদনা শুরু করি।
আমি একজন ছাত্র, সম্প্রতি নটর ডেম কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে সাধারণত আমি উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকি।
বর্তমানে আমি উইকিপিডিয়ায় শিক্ষা ও জীববিজ্ঞান বিষয়ক নিবন্ধগুলোতেই মূলত বেশিরভাগ সম্পাদনা (ও নিবন্ধ তৈরি) করছি, যদিও আমার পছন্দের বিষয় হল গণিত।
আমার আরেকটি অ্যাকাউন্ট হল ব্যবহারকারী:Syed Ishtiak Mahfuz।
আমার উপপাতাগুলো আছে এখানে।
এই উইকিপিডিয়ান একজন প্রশিক্ষিত সম্পাদক এবং এই কর্মপদক প্রদর্শনের যোগ্য।