বোদা ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৬°১৩′১১.৬″ উত্তর ৮৮°৩৫′১.০″ পূর্ব / ২৬.২১৯৮৮৯° উত্তর ৮৮.৫৮৩৬১১° পূর্ব / 26.219889; 88.583611
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বোদা,পঞ্চগড় জেলা থেকে পুনর্নির্দেশিত)
বোদা ইউনিয়ন
ইউনিয়ন
বোদা ইউনিয়ন পরিষদ
বোদা ইউনিয়ন রংপুর বিভাগ-এ অবস্থিত
বোদা ইউনিয়ন
বোদা ইউনিয়ন
বোদা ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
বোদা ইউনিয়ন
বোদা ইউনিয়ন
বাংলাদেশে বোদা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°১৩′১১.৬″ উত্তর ৮৮°৩৫′১.০″ পূর্ব / ২৬.২১৯৮৮৯° উত্তর ৮৮.৫৮৩৬১১° পূর্ব / 26.219889; 88.583611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাবোদা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৭.৬৮ বর্গকিমি (১৮.৪১ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৭৯২
 • জনঘনত্ব৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটbodaup.panchagarh.gov.bd
মানচিত্র
মানচিত্র

বোদা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৪৭.৬৮ কিমি (১৮.৪১ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৪,৭৯২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ২৩টি ও মৌজার সংখ্যা ১৩টি।[৩]

নামকরণ[সম্পাদনা]

বরদেশ্বরী বা বদেশ্বরী মন্দিরটি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দেঃ ভিঃ বদেশ্বরী মৌজার প্রায় ২.৭৮ একর জমিতে (মন্দির ও পার্শবর্তী অংশসহ) অবস্থিত। হিন্দু ধর্মের ১৮টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণে কাশি খণ্ডের ৮৮তম অধ্যায়ে বর্ণিত হয়েছে যে, একবার রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেন। ভোলানাথ শিব হলেন রাজা দক্ষের মেয়ে সতীর স্বামী। রাজা দক্ষ কখনই শিবকে জামাই হিসেবে মেনে নেননি। কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং ধ্যানমগ্ন থাকতেন। উক্ত যজ্ঞানুষ্ঠানে মুনি-ঋষিগণ ও অন্যান্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ তার মেয়ে দেবী সতীকে ও জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেন নি। শিবের সহধর্মিনী দেবী সতী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে নিজের প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিনী সতীর মৃত্যুতে শোকে উন্মাদ হন। তার সহধর্মিনীর শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সে মুহূর্তে দেবতাদের আকুল আবেদনে বিষ্ণুদেব তাঁর সুদর্শনচক্র নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে সতীর শবদেহটি ৫১টি খণ্ডে বিভক্ত হয়। শবের ৫১টি খণ্ডের মধ্যে বাংলাদেশে পড়ে ০২টি খন্ড। একটি চট্টগ্রামের সীতাকুন্ডে এবং অপরটি পঞ্চগড় এর বরদেশ্বরীতে বা বদেশ্বরীতে। মহামায়ার খন্ডিত অংশ যে স্থানে পড়েছে তাই পীঠস্থান রূপান্তরিত হয়েছে। বরদেশ্বরী মহাপীঠ অন্যতম পীঠস্থান। পরবর্তীতে, পাল রাজারা এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা নামকরণ করা হয়েছে বলে জনশ্রুতি আছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বরদেশ্বরী বা বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বোদা ইউনিয়ন"bodaup.panchagarh.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৭ 
  2. "Union Parishad List"Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯ 
  3. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬ 
  4. "ইতিহাসের আলোকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা"Ajkerreport.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৯