উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Tanvir 360 (আলোচনা | অবদান) কর্তৃক ০১:৪৮, ২৯ জানুয়ারি ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Tanvir 360: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Ahmed Reza Khan

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বাংলা উইকিপিডিয়ায় ১০৪টি নিবন্ধ তৈরি করেছি, নিয়মিত সম্পাদনা করি। যদিও নির্দেশনায় লেখা দেখেছি নতুন ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার দেওয়া হয় না; তবুও বলছি, আমি নতুন হলেও এই ২ মাস উইকিপিডিয়ায় সর্বোচ্চ সময় দিয়ে ভালোভাবে উইকিপিডিয়ার সব নিয়ম-নীতি বুঝেছি, নিবন্ধ তৈরির ব্যাপারে সবকিছু ভালোভাবে শিখেছি। আমি আজ পর্যন্ত কোনো উল্টোপাল্টা, ভুল সম্পাদনা করিনি; বরং অন্য কারো তৈরি নিবন্ধেও কোনো ভুল লক্ষ্য করলে সেটাকে সংশোধন করে দিয়েছি। তবে হ্যাঁ, শুরুর দিকে উল্লেখযোগ্যতা কি সেটা না বুঝে নিবন্ধ তৈরি করা শুরু করেছিলাম, যার মধ্যে ২টা অপসারিত হয়েছিল। কিন্তু সব বুঝার পর আর কোনো অনুল্লেখযোগ্য নিবন্ধ তৈরি করিনি। আমি প্রধানত সেই নিবন্ধগুলো তৈরি করি যেগুলো ইতোমধ্যে ইংরেজি উইকিপিডিয়ায় আছে। তবে আমার অনুবাদ কখনো যান্ত্রিক হয় না। আমি ইংরেজি উইকিপিডিয়ায় পড়ে নিজের মতো করে লিখি। আমি নিবন্ধগুলোকে গুছিয়ে তৈরি করার চেষ্টা করি, যাতে নিবন্ধের সৌন্দর্য ঠিক থাকে। তাই এই নিবন্ধগুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হতে পারে। আমি আশা করছি আমার সম্পাদনাগুলো পর্যবেক্ষণ করে আমাকে 'স্বয়ংক্রিয় পরীক্ষক' অধিকারটি দেওয়া হবে। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৪৯, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

Tanvir 360

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি গত ২ বছর ধরে বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে চলেছি এবং বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতা, জীবিত ব্যক্তির জীবনী, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, যাচাইযোগ্যতা ইত্যাদি সম্পর্কে অবগত আছি এবং আমি নিজের সম্পাদনাগুলো এসব নীতিমালা অনুসরণ করেই করে থাকি। আমি সাধারণত ইংরেজি নিবন্ধ বাংলায় অনুবাদ করে থাকি এবং যান্ত্রিকতা পরিহার করার সর্বাত্মক চেষ্টা করে থাকি। যদি সম্প্রদায়ের আস্থা থাকে, তাহলে আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি দেওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি এর মাধ্যমে আমার তৈরি পাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিক্ষিত হয়ে যাবে এবং আমার সম্পাদনা করতেও সুবিধা হবে। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ১৫:৫৫, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার তৈরি করা নিবন্ধে যান্ত্রিকতার সমস্যা অতটা না থাকলেও লক্ষ্য করলাম সর্বশেষ আপনার তৈরি ২০টি নিবন্ধের অধিকাংশই সম্পূর্ণ অনুবাদ করেননি। এমনটা করার কী কোনো বিশেষ কারণ রয়েছে? —শাকিল (আলাপ · অবদান) ১৬:২৫, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil আমি সম্প্রতি বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছি, যেগুলোর ইংরেজি পাতায় উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায় নি। তবে নিবন্ধের বিষয়বস্তু বাংলা উইকিপিডিয়ায় থাকা উচিত মনে করেই আমি সেগুলো অনুবাদ করেছি। তবে আমি নিজের তৈরি নিবন্ধগুলো সময় পেলেই মানোন্নয়ন করার চেষ্টা করি এবং যতটা সম্ভব তথ্য যোগ করার চেষ্টা করি। তা সত্বেও, আমার অন্তত ৫০টি মৌলিক নিবন্ধ রয়েছে। তানভীর (আলাপঅবদান) ১৮:২০, ২৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমার প্রশ্নটি আপনি বুঝতে পারেননি। আমি উল্লেখ করেছিলাম ইংরেজি উইকিপিডিয়ারসম্পূর্ণ পাতাটি অনুবাদ করেননি। এর কারণ কী? —শাকিল (আলাপ · অবদান) ০৬:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil না। তার কোনো বিশেষ কারণ নেই। আমি কয়েকটি নিবন্ধ অনুবাদ করে পরবর্তীতে সেগুলো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। তাই আমি আপনাকে উক্ত নিবন্ধগুলো অসম্পূর্ণ না থাকার প্রতিশ্রুতি দিতে পারি।
উপরে আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এ অসম্পূর্ণ নিবন্ধগুলোকে বাদ দিলেও আমার তৈরি অন্তত ৫০টি সম্পূর্ণ নিবন্ধ রয়েছে। সে অনুযায়ী আমি এই অধিকারটি পাওয়ার যোগ্যতা রাখি। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০১:৪৮, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]