উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক
অবয়ব
রোলব্যাক
[সম্পাদনা]
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: ব্যর্থ
আমি একজন ব্যবহারকারী হিসেবে বাংলা উইকিপিড়িয়ার মানোন্নয়নের লক্ষ্যে নতুন নতুন নিবন্ধ প্রনয়ন ও সম্পাদনায় নিয়মিত অবদান রাখার চেষ্টা করছি। বর্তমানে আমার প্রনীত নিবন্ধের সংখ্যা ৪০০ এর অধিক। এছাড়াও আমি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদের কাজ করছি । উইকিপিড়িয়ার ধ্বংসপ্রবণতা,যাচাইযোগ্যতা এবং সম্পাদনার বিভিন্ন নিয়ামাবলী সম্পর্কেও আমি সচেতন। সম্পাদনাকর্ম আরো সহজতর করতে এবং অগঠণমুলক ধ্বংসপ্রবণ আইপির সম্পাদনা বাতিল করার নিমিত্তে রোলব্যাক অধিকারের আবেদন করছি। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৪:০৫, ৪ মে ২০২৫ (ইউটিসি)
মন্তব্য মালেক ভাই, আপনার কাজের জন্য ধন্যবাদ। তবে একটা ব্যাপার চোখের অগোচর হচ্ছে না যে আপনাকে পূর্বে দুুইবার সতর্ক করা হয়েছিল। আপনি কি আসলে উইকিপিডিয়া:টুপি সংগ্রহ করতে চাচ্ছেন কিনা সেটাও একটা ব্যাপার। আমি নিজে আপনার মতো অভিজ্ঞ না হলেও আমার অবদান এবং অভিজ্ঞতা ইঙ্গীত দিচ্ছে যে আপনি এই কাজটি করলেও করতে পারেন। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলতে চাই, অপ্রয়োজনীয় আবেদন করবেন না। এই বছরে আপনি দুুইবার আবেদন করেছেন এটা সহ তিনবার। তাই প্রশাসকদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আবারো ধন্যবাদ। মোবাশশির' (আলাপ) ১৫:০৫, ৪ মে ২০২৫ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম
করা হয়নি। এবছরেই প্রথমে ২৬ জানুয়ারিতে এবং পরে ১৯ মার্চে করা আপনার একই অধিকারের আবেদন ব্যর্থ হয়েছে। সেখানে রোলব্যাকার হতে হলে বাতিলযোগ্য সম্পাদনা চিনতে পারার কথা বলা হলেও এখনও আপনি তা চিনতে পারছেন না। এই সম্পাদনায় আইপির সম্পাদনাই সঠিক ছিল। আপনি তা বাতিল করায় বাক্যগঠন উদ্ভট হয়ে গেছে। এটাও সরাসরি বাতিলযোগ্য সম্পাদনা নয়। প্রয়োজনে সম্পাদনায় গিয়ে সংশোধন করে দিতে পারতেন। দার্জিলিং মেইল ট্রেনের গতবছর পর্যন্ত কার্যকর টাইমটেবিল অনুসারে আইপির এই সম্পাদনাটা সঠিক (বর্তমানে বদলেছে)। আপনি কিছুই যাচাই না করে তা বাতিল করে যে অবস্থায় এনেছেন, তা নতুন-পুরোনো কোনোও টাইমটেবিলের সঙ্গেই সামাঞ্জস্যপূর্ণ নয়!
- দ্বিতীয়ত, বারবার অধিকারের আবেদন করাকে উইকিপিডিয়া:টুপি সংগ্রহ বলা হয়। তাই আপনাকে আগামী ৬ মাস এই অধিকারের আবেদন না করার পরামর্শ দিচ্ছি। ≈ MS Sakib 📩 ·📝 ০০:১৪, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম