উইকিপিডিয়া:পর্যবেক্ষক
![]() | এই পাতাটি বাংলা উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কিত একটি নথি। এটি একটি গ্রহণযোগ্য আদর্শ, যা সম্পাদকের অনুসরণের চেষ্টা করা উচিত, যদিও তা সাধারণ জ্ঞানে ও ব্যতিক্রমি ক্ষেত্রে সেরা পন্থা অবলম্বনে করা হয়। এই পাতাতে যেকোন স্বতন্ত্র সম্পাদনা জনমতের ভিত্তিতে করা উচিত। কোন সন্দেহ থাকলে, প্রথমে তা আলাপ পাতায় আলোচনা করুন। |
![]() | এই পাতার মূল বক্তব্য: পর্যবেক্ষক অধিকারের মাধ্যমে কোনো সম্পাদনা ও নতুন পাতাসমূহ পরীক্ষিত হিসেবে চিহ্নিত করা হয়। এই অধিকারটি সেই সকল অভিজ্ঞ ব্যবহারকারীদের প্রদান করা হয় যাঁরা উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত এবং ধ্বংসপ্রবণতা রোধে কাজ করেছেন। |
পর্যবেক্ষক হচ্ছে একটি ব্যবহারকারী অধিকার, যার মাধ্যমে নতুন পাতা ও সম্পাদনাসমূহ পরীক্ষা বা টহল দেওয়া যায়। যে-সকল ব্যবহারকারীর পর্যবেক্ষক অধিকার রয়েছে, তাঁরা নতুন তৈরি অপরীক্ষিত পাতা ও সম্পাদনাসমূহে মিডিয়াউইকি সফটওয়্যার কর্তৃক প্রস্তুতকৃত [পরীক্ষিত বলে চিহ্নিত করুন]
বোতাম দেখতে পান। পর্যবেক্ষক অধিকার তাঁদেরকেই প্রদান করা হয়, যেসকল ব্যবহারকারীর সম্পাদনা ইতিহাসে ও তাদের আচরণে এই বিশ্বাস প্রকাশ পেয়েছে যে, তাঁরা কোন ধ্বংসাত্মক কোন সম্পাদনা করবেন না, ধ্বংসপ্রবণতা কি তা বুঝেন এবং কোন সময় কি করতে হবে সেবিষয়ে ধারণা রয়েছে।
বাংলা উইকিপিডিয়ার প্রশাসকগণ ব্যবহারকারীদের আবেদনের ভিত্তিতে এই অধিকার প্রদান ও কোন অপব্যবহার হলে প্রত্যাহার করে নিতে পারেন। আপনি যদি পর্যবেক্ষক অধিকারের আবেদন করতে চান তবে অনুগ্রহপূর্বক উইকিপিডিয়া:অধিকারের আবেদন/পর্যবেক্ষক পাতায় নির্দেশনা অনুযায়ী আবেদন করুন। পরবর্তীতে একজন প্রশাসক আপনার আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত জানাবেন। পর্যবেক্ষক অধিকার প্রদানের ক্ষেত্রে মূল নামস্থানে কমপক্ষে ১,০০০ ভালো সম্পাদনা ও অ্যাকাউন্টের বয়স ৩০ দিন হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। বাংলা উইকিপিডিয়ার নিরীক্ষক সুবিধাপ্রাপ্ত ব্যবহারকারীদের ইতিমধ্যে এই অধিকার থাকায় তাদের পর্যবেক্ষক অধিকারের প্রয়োজন নেই এবং কোন ব্যবহারকারী পর্যবেক্ষক থেকে নিরীক্ষক হওয়ার পর অপ্রয়োজনীয় হিসেবে উক্ত অধিকারটি অপসারণ করা যেতে পারে।
বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ১৪ জন প্রশাসক, ৬৪ জন নিরীক্ষক ও ৩ জন পর্যবেক্ষক সহ সর্বমোট ৮১ জন ব্যবহারকারীর এই সুবিধা রয়েছে।
খেয়াল করুন[সম্পাদনা]
- "পর্যবেক্ষক অধিকারটি কি আমাকে নিবন্ধ তৈরিতে সাহায্য করবে?": না, এটি এরকম কিছু করবে না।
- অনভিজ্ঞ সম্পাদক: এই অধিকারটি সব ধরনের সম্পাদনা ও নতুন পাতাসমূহ পরীক্ষা করার সুযোগ দেয় সুতরাং সম্প্রদায়ের মাঝে আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যে, আপনি ভালো সম্পাদনা করেন ও উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশিকা জানেন।
আরও দেখুন[সম্পাদনা]
- এই অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন তালিকা দেখুন।
- পর্যবেক্ষক অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের তালিকা
- উইকিপিডিয়া:অধিকারের আবেদন/পর্যবেক্ষক - এই পাতায় আপনি অধিকারের জন্য আবেদন করতে পারেন।
- {{পর্যবেক্ষক}} – একটি শীর্ষ আইকন টেমপ্লেট যা আপনার ব্যবহারকারী পাতার উপরে ডান পাশে নির্দেশ করবে আপনার অধিকারটি রয়েছে।
- {{ব্যবহারকারী উইকিপিডিয়ান/পর্যবেক্ষক}} – একটি ব্যবহারকারী টেমপ্লেট যা আপনার ব্যবহারকারী পাতাতে যুক্ত করলে বক্সে নির্দেশ করবে আপনার উক্ত অধিকারটি রয়েছে।
- উইকিপিডিয়া:নতুন নিবন্ধ টহল নীতিমালা