বিষয়বস্তুতে চলুন

বিগ বস ১০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিগ বস
মৌসুম ১০
উপস্থাপকসালমান খান
দিনের সংখ্যা১০৫
বাসিন্দার সংখ্যা১৮
বিজয়ীমনবীর গুরজর
রানার-আপবানি জে
স্থানভারত
পর্বের সংখ্যা১০৬
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
ভুট
মূল মুক্তি১৬ অক্টোবর ২০১৬ (2016-10-16) 
২৯ জানুয়ারি ২০১৭ (2017-01-29)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৯ম মৌসুম
পরবর্তী 
১১তম মৌসুম

বিগ বস ১০ (এছাড়াও বিগ বস: ইন্ডিয়া ইসে আপনা হি ঘর সামঝো নামেও পরিচিত) ভারতীয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের হিন্দি সংস্করণের দশম মৌসুম ছিল। এন্ডেমল শাইন ভারত দ্বারা প্রযোজিত এই মৌসুমটি ২০১৬ সালের ১৬ই অক্টোবর তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল, যা ১০৫ দিনের যাত্রা শেষে ২০১৭ সালের ২৯শে জানুয়ারি তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম ভুটে সম্প্রচারিত হয়েছে।[] ভারতীয় অভিনেতা সালমান খান পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৮ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় কৃষক মনবীর গুরজর জয়লাভ করেছেন,[] অন্যদিকে বানি জে প্রথম রানার-আপ হয়েছেন। এছাড়াও লোপামুদ্রা রাউত, মনু পাঞ্জাবি এবং রোহান মেহরা ফাইনালে পৌঁছেছিলেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

বিগ বস মূলত ইয়ন ডে মোল জুনিয়র দ্বারা নির্মিত ওলন্দাজ অনুষ্ঠান বিগ ব্রাদারের আদলে নির্মিত, যার মূলভাব হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক ও মানসিক শক্তি এবং ব্যক্তিত্ব পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল, খেলোয়াড় অথবা আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগীর মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীগণ "বাসিন্দা" হিসেবে পরিচিত, যারা একটি বিশেষভাবে নির্মিত বাড়িতে একসাথে বসবাস করে, যা বাইরের বিশ্বের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাড়িটি ক্যামেরা এবং মাইক্রোফোন দিয়ে সজ্জিত, যা প্রতিযোগীদের প্রতিটি কাজ এবং কথোপকথন ধারণ করে থাকে। প্রতিযোগীদের ফোন, ইন্টারনেট অথবা খবরের মতো বাইরের যোগাযোগের কোনো সুবিধা ছাড়াই থাকতে হয়, যা তাদের পারস্পরিক সম্পর্ককে বাড়িয়ে তোলে। প্রতি সপ্তাহে, বাসিন্দারা একে অপরকে বাড়ি হতে অপসারণ করার জন্য মনোনীত করে, যেখানে সর্বাধিক মনোনয়ন পাওয়া বাসিন্দাদের নাম ঘোষণা করা হয় এবং দর্শকরা এসএমএস, সামাজিক মাধ্যম অথবা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকে উচ্ছেদ থেকে বাঁচানোর পক্ষে ভোট দেওয়ার সুযোগ পান। অতঃপর দর্শকের ভোটের ভিত্তিতে সবচেয়ে কম ভোট পাওয়া বাসিন্দা বাড়ি অর্থাৎ এই প্রতিযোগিতা হতে বিদায় নেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না একজন প্রতিযোগী বিজয়ী হয়,যা একটি শিরোপা জয়লাভ করার পাশাপাশি প্রায়ই একটি উল্লেখযোগ্য নগদ পুরস্কার অর্জন করেন।[]

বাসিন্দা

[সম্পাদনা]


স্থানবাসিন্দাপেশাপ্রবেশপ্রস্থানঅবস্থা
মনবীর গুরজরকৃষকদিন ১দিন ১০৫বিজয়ী
বানি জেমডেলদিন ১দিন ১০৫১ম রানার-আপ
লোপামুদ্রা রাউতমডেলদিন ১দিন ১০৫২য় রানার-আপ
মনু পাঞ্জাবিঅভিনেতাদিন ১দিন ১০৫৩য় রানার-আপ
রোহান মেহরাঅভিনেতাদিন ১দিন ১০৫৪র্থ রানার-আপ
মোনালিসাঅভিনেত্রীদিন ১দিন ৯৭অপনীত
নিতিভা কৌলমার্কেটিং কর্মীদিন ১দিন ৯১অপনীত
স্বামী ওমধর্মীয় নেতাদিন ১দিন ৮১বহিষ্কৃত
গৌরব চোপড়াঅভিনেতাদিন ১দিন ৭৮অপনীত
১০প্রিয়াঙ্কা জাজ্ঞামার্কেটিং নিয়োগকারীদিন ১দিন ৬৯বহিষ্কৃত
১১রাহুল দেবঅভিনেতাদিন ১দিন ৬৩অপনীত
১২সাহিল আনন্দঅভিনেতাদিন ৪২দিন ৫৬অপনীত
১৩জেসন শাহমডেলদিন ৪২দিন ৫৬অব্যাহতি
১৪ইলিনা কাজানঅভিনেত্রীদিন ৪২দিন ৪৮অপনীত
১৫লোকেশ শর্মাশিক্ষার্থীদিন ১দিন ৩৫অপনীত
১৬করণ মেহরাঅভিনেতাদিন ১দিন ৩৪অপনীত
১৭নবীন প্রকাশশিক্ষকদিন ১দিন ২৮অপনীত
১৮আকাঙ্ক্ষা শর্মালেখিকাদিন ১দিন ১৪অপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Vpottysusuiacom 18's Voot to air exclusive content from 'Bigg Boss 10'"Exchange 4 Media। ২৫ অক্টোবর ২০১৬।
  2. "Manveer Gurjar wins Bigg Boss 10: Why he was the most deserving contestant"www.firstpost.com। ৩০ জানুয়ারি ২০১৭।
  3. Sharma, Priyanka (৩০ জানুয়ারি ২০১৭)। "Bigg Boss 10 finale: Bani Judge and Manveer Gurjar to have the final fight"The Indian Express। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৫
  4. মিচেল, অ্যামান্ডা (২২ মে ২০১৯)। "Big Brother: An Official Explanation of the Rules and Concept" [বিগ ব্রাদার: নিয়ম এবং ধারণার ব্যাখ্যা]অপরাহ ডেইলি

বহিঃসংযোগ

[সম্পাদনা]