বড়কুল জমিদার বাড়ি
বড়কুল জমিদার বাড়ি | |
---|---|
ভাগ্যিতা বাড়ি | |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
স্থাপত্যশৈলী | মুঘল স্থাপত্যশৈলী |
অবস্থান | হাজীগঞ্জ উপজেলা |
ঠিকানা | বড়কুল গ্রাম, হাজীগঞ্জ উপজেলা |
শহর | হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা |
দেশ | চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
সম্পূর্ণ | অজানা |
স্বত্বাধিকারী | পদ্মলোচন সাহা |
কারিগরী বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
তলার সংখ্যা | ২ |
অন্যান্য তথ্য | |
আসনব্যবস্থা | ১ |
বড়কুল জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। যা স্থানীয়দের কাছে ভাগ্যিতা বাড়ি নামে পরিচিত।
ইতিহাস
[সম্পাদনা]জমিদার বাড়িটি প্রায় চার একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। জমিদার বাড়িটি কবে নাগাদ প্রতিষ্ঠিত হয়েছে তা জানা যায়নি। তবে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার পদ্মলোচন সাহা। তিনি ছিলেন খুবই শৌখিন। যা তার বাড়ির বিভিন্ন অংশে তাকালেই বুঝা যায়। কথিত আছে যে, পুকুরে গোসল করতে গেলে জমিদারের মায়ের পায়ে কাদা লাগবে বলে পুকুরের তলদেশে তিনি পাঁকা করেছিলেন। এইরকম আরও অনেক ধরনের সৌখিনতার চিহ্ন রয়েছে এই জমিদার বাড়িটিতে। এখনো এই জমিদার বাড়িতে জমিদার বংশের চতুর্থ প্রজন্মের লোকেরা বসবাস করতেছেন। তবে এখন আর তাদের সেই জমিদারি নেই। ভারতবর্ষ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিত্ত্ব শেষ হয়ে যায়। [১]
জমিদার বাড়ির অবকাঠামো
[সম্পাদনা]জমিদার বাড়িটিতে একটি দ্বিতল ভবন, অতিথিশালা, মন্দির ও পুকুর রয়েছে।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]জমিদার বাড়িতে লোকজন বসবাস করাতে এবং এর পরিচর্যা করাতে এটি এখনো বেশ ভালো অবস্থায় আছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বড়কুল জমিদার ও ভাগ্যিতা বাড়ি - হাজীগঞ্জ উপজেলা তথ্যবাতায়ন"। ২০ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |