আর্নল্ড শোয়ার্জনেগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্নল্ড শোয়ার্জনেগার
২০১৯ সালে স্যান ডিয়েগো কমিক-কন এ আর্নল্ড শোয়ার্জনেগার
৩৮তম ক্যালিফোর্নিয়া গভর্নর
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ নভেম্বর, ২০০৩
পূর্বসূরীগ্রে ডেভিস
কাজের মেয়াদ
১৯৯০ – ১৯৯৩
রাষ্ট্রপতিজর্জ ডব্লিউ বুশ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1947-07-30) জুলাই ৩০, ১৯৪৭ (বয়স ৭৬)
অস্ট্রিয়া
রাজনৈতিক দলরিপাবলিকান
দাম্পত্য সঙ্গীমারিয়া শ্রিভার (১৯৮৬–২০১১)
সন্তানক্যাথেরিন (জন্ম ১৯৮৯)
ক্রিস্টিনা (জন্ম ১৯৯১)
প্যাট্রিক (জন্ম ১৯৯৩)
ক্রিস্টোফার (জন্ম ১৯৯৭)
বাসস্থানব্রেন্টউড, লস অ্যাঞ্জেলেস
প্রাক্তন শিক্ষার্থীসান্তা মনিকা কলেজ
ইউনিভার্সিটি অব উইসকন্সিন- সুপিরিয়র
জীবিকাবডিবিল্ডার
অভিনেতা
ধর্মরোমান ক্যাথলিক
স্বাক্ষর
ওয়েবসাইটগভর্নর অফিস
ব্যক্তিগত ওয়েবসাইট
সামরিক পরিষেবা
শাখাঅস্ট্রিয়া সামরিক বাহিনী
কাজের মেয়াদ১৯৬৫

আর্নল্ড শোয়ার্জনেগার (আর্নল্ড শোয়ার্জ়নেগার) (জন্ম: জুলাই ৩০, ১৯৪৭) একজন অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।[১] বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৩৮তম গভর্নর।

শোয়ার্জনেগার ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন। তিনি ২০ বছর বয়সে মিস্টার ইউনিভার্স হন। এ ছাড়া তিনি সাত বার মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অবসর নেয়ার পরও শোয়ার্জনেগার বডিবিল্ডিং বা শরীর গঠন জগতে একজন প্রখ্যাত ব্যক্তি। শরীর গঠন বিষয়ে তিনি একাধিক বই ও নিবন্ধ লিখেছেন।

শোয়ার্জনেগার হলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন। দ্য টারমিনেটর, কোনান দ্য বার্বারিয়ান, প্রিডেটর তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। শোয়ার্জনেগার রিপাবলিকান পার্টির একজন পদপ্রার্থী হিসেবে ২০০৩ সালের অক্টোবরে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন এবং তৎকালীন গভর্নর গ্রে ডেভিসকে স্থলাভিষিক্ত করেন। ২০০৩ এর ২৩ নভেম্বর শোয়ার্জনেগার শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৬ সালের ৭ নভেম্বর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে পুনঃনির্বাচিত হন। এই নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টি পদপ্রার্থী ফিল অ্যাঞ্জেলিডেসকে পরাজিত করেন।

শৈশবকাল[সম্পাদনা]

শোয়ার্জনেগার অস্ট্রিয়ার থাল নামে এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন।[২] তার পিতা গুস্তাভ শোয়ার্জনেগার (১৯০৭-১৯৭২) ছিলেন স্থানীয় পুলিশের প্রধান। গুস্তাভ শোয়ার্জনেগার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। আর্নল্ড শোয়ার্জনেগার পরিবারসূত্রে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী।[৩]

শোয়ার্জনেগারের বাবা শোয়ার্জনেগারের বড় ভাই মেইনহার্ডকে অধিক পছন্দ করতেন।[৪] কারণ সে তুলনামূলকভাবে অধিক শক্তিশালী ছিল।[৫] মায়ের সাথে শোয়ার্জনেগারের খুব ভালো সম্পর্ক ছিল। শোয়ার্জনেগার তার মায়ের সাথে মৃত্যু অবধি পাশে ছিলেন।[৬] বিদ্যালয়ে শোয়ার্জনেগার মধ্যম মানের ছাত্র ছিলেন। তবে তিনি সুন্দর চরিত্র ও হাস্যরসের জন্য সুপরিচিত ছিলেন। তার পরিবারে আর্থিক সংকট ছিল। শোয়ার্জনেগার যখন যুবক, তখন তার পরিবার একটি রেফ্রিজারেটর কিনতে সমর্থ হয়।[৫]

ছেলেবেলায় শোয়ার্জনেগার খেলাধুলায় ভালো ছিলেন এবং এ ব্যাপারে তিনি তার বাবার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।[৩] ১৪ বছর বয়সে শোয়ার্জনেগার বডিবিল্ডিং বা শরীর গঠন শুরু করেন। এক প্রশ্নের জবাবে শোয়ার্জনেগার বলেন যে, তিনি ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন, কিন্তু এর অনেক আগে থেকেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতেন। এ জন্য তেমন একটা স্বাস্থ্যবান না হলেও তিনি ভেবেছিলেন যে জিমে গিয়ে শরীর গঠনে এবং অলিম্পিক লিফটিং করতে পারবেন।[২] এক বক্তৃতায় শোয়ার্জনেগার বলেছেন যে, ১৭ বছর বয়স থেকে তিনি এ ব্যাপারে পরিকল্পনা শুরু করেন।[৭] তার বাবা চেয়েছিলেন তার মতো পুত্র শোয়ার্জনেগারও পুলিশ অফিসার হোক। অস্ট্রিয়ার গ্র্যাজ নামে এক শহরের একটি জিমে তিনি প্রথম শরীর গঠন শুরু করেন। এই শহরের এক সিনেমা হলে তিনি বিখ্যাত সব বডিবিল্ডার, যেমন- রেগ পার্ক, স্টিভ রিভস্, জনি উইসমুলারকে বড় পর্দায় দেখার সুযোগ পেলেন। তাদেরকে দেখে তিনি দারুণভাবে অণুপ্রাণিত হয়েছিলেন। যখন ২০০০ সালে স্টিভ রিভস মারা গেলেন, শোয়ার্জনেগার রিভস্‌কে স্মরণ করে বলেছেন, “আমি যখন কিশোর ছিলাম, স্টিভ রিভস আদর্শ হিসেবেই দেখেছি। তাঁর উল্লেখযোগ্য অর্জনগুলো আমাকে শরীর গঠনে প্রবলভাবে আকৃষ্ট করে, যদিও সেসময় আমার আশেপাশের মানুষজন এসব ব্যাপার এবং আমার স্বপ্নকে সবসময় বুঝতে পারত না...আমার যেসব অর্জন, তার প্রত্যেক ক্ষেত্রেই স্টিভ রিভস আমাকে অণুপ্রেরণা জুগিয়েছেন।“[২][৮] ১৯৬১ সালে শোয়ার্জনেগার সাবেক মিস্টার অস্ট্রিয়া সুর্ট মার্নুলের সাথে সাক্ষাৎ করে। মার্নুল তাকে গ্র্যাজের একটি জিমে প্রশিক্ষণ নেয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর থেকে শোয়ার্জনেগার জিমে প্রতিনিয়ত শরীর চর্চা শুরু করলেন, এমনকি সপ্তাহের ছুটির দিনেও।[৯]

যৌবন[সম্পাদনা]

শোয়ার্জনেগার ১৯৬৫ সালে অস্ট্রীয় সেনাবাহিনীতে যোগ দেন।[২][৭] এ বছরই তিনি জুনিয়র মিস্টার ইউরোপ খেতাব অর্জন করেন। সেনাবাহিনীতে চাকরি থাকা অবস্থাতে শোয়ার্জনেগার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিনা অনুমতিতে ইউরোপে যান, ফলে তাকে এক সপ্তাহ জেলখানায় বন্দি থাকতে হয়েছে। পরবর্তিতে শোয়ার্জনেগার ইউরোপের সেরা বডিবিল্ডার নির্বাচিত হন এবং ক্রমেই বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৬ সালে মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতার একজন কোচ, চার্লস বেনেট শোয়ার্জনেগারের পারদর্শিতায় মুগ্ধ হয়ে তাকে প্রশিক্ষণ দেবার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু শোয়ার্জনেগার উপযুক্ত অর্থ ছিল না। তখন বেনেট শোয়ার্জনেগারকে তার নিজের বাড়িতে থাকার কথা বলে। শোয়ার্জনেগার এই সুযোগ গ্রহণ করেন। বেনেটের প্রশিক্ষণ শোয়ার্জনেগারকে আরও দক্ষ করে তোলে। বেনেটের বাড়ি ছিল লন্ডনের পূর্বপ্রান্তে। বেশ কিছু বছর লন্ডনে থাকার ফলে শোয়ার্জনেগার ইংরেজি শিখে ফেলেন।[১০][১১]

১৯৬৬ সালে শোয়ার্জনেগার তার শৈশবের আদর্শ, রেগ পার্কের সাথে সাক্ষাতের সুযোগ পান। পরবর্তীতে রেগ পার্ক তার বন্ধু ও বিশ্বস্ত পরামর্শদাতা হয়ে ওঠেন।[১২] ১৯৬৭ সালে শোয়ার্জনেগার মাত্র ২০বছর বয়সে মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন। শোয়ার্জনেগারই বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ হিসেবে এই খেতাব অর্জন করেন।[৭] উচ্চতর প্রশিক্ষণের জন্য শোয়ার্জনেগার জার্মানি মিউনিখে যান। এখানে তিনি বাণিজ্য বিভাগে পড়াশোনাও করেন। ১৯৬৮ সালে শোয়ার্জনেগার লন্ডনে ফিরে আসেন এবং এ বছরও মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন। মিউনিখে থাকাকালে শোয়ার্জনেগার স্থানীয় এক বন্ধুকে প্রায়ই বলতেন, 'আমি অনেক বড় অভিনেতা হতে যাচ্ছি'। পরের বছরে শোয়ার্জনেগার মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন, এর বদৌলতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান।[৭]

চলচ্চিত্রসমূহ[সম্পাদনা]

     প্রধান ভূমিকায় অভিনয় করেছেন

বছর চলচ্চিত্র ভূমিকা টীকা তথ্যসূত্র
অভিনয় প্রযোজনা চরিত্র
১৯৭০ হারকিউলিস ইন নিউ ইয়র্ক হ্যাঁ না হারকিউলিস আর্নল্ড স্ট্রং "মিঃ ইউনিভার্স" হিসাবে কৃতিত্ব
১৯৭৩ দা লং গুডবাই অস্বীকৃত না হুড ইন অগাস্টিন অফিস [১৩]
১৯৭৬ স্টে হাংরি হ্যাঁ না জো সান্টো
১৯৭৭ পাম্পিং আয়রন হ্যাঁ না নিজ ভূমিকা প্রামাণ্য
১৯৭৯ দা ভিলেন হ্যাঁ না হ্যান্ডসাম স্ট্রেঞ্জার
স্কেবেংজার হান্ট হ্যাঁ না লারস
১৯৮০ দা কামব্যাক হ্যাঁ না নিজ ভূমিকা প্রামাণ্য
১৯৮২ কনান দ্য বার্বারিয়ান হ্যাঁ না কনান
১৯৮৪ কনান দ্য বার্বারিয়ান হ্যাঁ না কনান
দ্য টারমিনেটর হ্যাঁ না টারমিনেটর
১৯৮৫ রেড সঞ্জা হ্যাঁ না লর্ড কালিডোর
কমান্ডো হ্যাঁ না কর্নেল জন ম্যাট্রিক্স
১৯৮৬ র ডিয়েল হ্যাঁ না শেরিফ মার্ক কামিনস্কি / জোসেফ পি. ব্রেনার
১৯৮৭ প্রিডিয়েটর হ্যাঁ না মেজর এলান "ডাচ" চেফার ২০১৩ সালে থ্রিডিতে পুনর্নির্মাণ করা হয়েছে
দা রানিং ম্যান হ্যাঁ না বেঞ্জামিন এ. "বেন" রিচার্ডস
১৯৮৮ রেড হিট হ্যাঁ না ক্যাপ্টন ইভান ডানকো
টুইন্স হ্যাঁ না জুলিয়াস বেনেডিক্ট
১৯৯০ টোটাল রিকল হ্যাঁ না ডগলাস "ডগ" কুয়াইড / কার্ল হাউজার দ্বৈত ভূমিকা
কিন্ডারগার্টেন কপ হ্যাঁ না ডিটেকটিভ জন কিম্বল
১৯৯১ টারমিনেটর ২: জাজমেন্ট ডে হ্যাঁ না টারমিনেটর ২০১৭ সালে থ্রিডিতে পুনর্নির্মাণ করা হয়েছে
১৯৯৩ ডেইভ হ্যাঁ না নিজ ভূমিকা
লাস্ট একশন হিরো হ্যাঁ কার্যনির্বাহী ডিটেকটিভ জ্যাক স্লেটার/ নিজ ভূমিকা / হ্যামলেট দ্বৈত ভূমিকা
বেরেটা'স আইল্যান্ড হ্যাঁ না নিজ ভূমিকা
১৯৯৪ ট্রু লাইস হ্যাঁ না হেরি টাস্কার
জুনিয়র হ্যাঁ না ডঃ আলেকজান্ডার "অ্যালেক্স" হেস
১৯৯৬ ইরেজার হ্যাঁ না মার্শাল জন ক্রুগার
জিঙ্গল অল দা অয়ে হ্যাঁ না হাওয়ার্ড ল্যাংস্টন
১৯৯৭ ব্যাটম্যান এন্ড রবিন হ্যাঁ না ডঃ ভিক্টর ফ্রাই / মিঃ ফ্রিজ
১৯৯৯ আন্ড অফ ডেইজ হ্যাঁ না জেরিকো কেইন
২০০০ দ্য সিক্সথ ডে হ্যাঁ হ্যাঁ এডাম গিবসন দ্বৈত ভূমিকা
২০০২ কলাটেরাল ড্যামেজ হ্যাঁ না ক্যাপ্টেন গর্ডন "গর্ডি" ব্রিউয়ার
২০০৩ টারমিনেটর ৩: রাইজ অফ দ্য মেশিনস হ্যাঁ না টারমিনেটর
দা রানডাউন অস্বীকৃত না বার পেট্রন [১৪]
২০০৪ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেইজ হ্যাঁ না প্রিন্স হাপি
২০০৫ দ্য কিড এন্ড আই হ্যাঁ না নিজ ভূমিকা সীমিত প্রকাশ
২০১০ দ্য এক্সপেন্ডেবলস অস্বীকৃত না ট্রেন্ট "ট্রেঞ্চ" মোসার [১৫]
২০১২ দ্য এক্সপেন্ডেবলস ২ হ্যাঁ না ট্রেন্ট "ট্রেঞ্চ" মোসার
২০১৩ দ্য লাস্ট স্ট্যান্ড হ্যাঁ না শেরিফ রে ওয়েন্স
এসকেপ প্ল্যান হ্যাঁ না এমিল রটমেয়ার / ভিক্টর এক্স. ম্যানহাইম
২০১৪ স্যাবোটাজ হ্যাঁ না জন "ব্রিচার" ওয়ার্টন
দা এক্সপেন্ডেবলস ৩ হ্যাঁ না ট্রেন্ট "ট্রেঞ্চ" মোসার
২০১৫ ম্যাগি হ্যাঁ হ্যাঁ ওয়েড ভোগেল সীমিত প্রকাশ
টারমিনেটর জেনেসিস হ্যাঁ না টারমিনেটর / গার্ডিয়ান ২০১৫ সালে থ্রিডিতে পুনর্নির্মাণ করা হয়েছে
২০১৭ আফটারম্যাথ হ্যাঁ হ্যাঁ রোমান মেলনিক সীমিত প্রকাশ
ওয়ান্ডার্স অফ দ্য সি থ্রিডি না হ্যাঁ কথক প্রামাণ্য
কিলিং গান্থার হ্যাঁ কার্যনির্বাহী রবার্ট "গান্থার" বেন্ডিক সীমিত প্রকাশ
২০১৮ দ্য গেম চেঞ্জার্স না কার্যনির্বাহী নিজ ভূমিকা প্রামাণ্য
২০১৯ ভি ২: জার্নি টু চায়না হ্যাঁ কার্যনির্বাহী জেমস হুক
টার্মিনেটর: ডার্ক ফেইট হ্যাঁ না টি-৮০০ / কার্ল
২০২৩ কুং ফিউরি ২ হ্যাঁ না প্রেসিডেন্ট

বাণিজ্যিক[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা টীকা সূত্র
১৯৯০ নিসিন কাপ নুডল: আর্নল্ড শোয়ার্জনেগার নুডল ম্যান নিজে
১৯৯১ নিসিন কাপ নুডল: আর্নল্ড শোয়ার্জনেগার নিজে
২০১৪ বাড লাইট: ইন আপ ফর হোয়াটএভার আর্নল্ড
২০১৫ ডাব্লিউডাব্লিউই ২কে১৬ - আর্নল্ড শোয়ার্জনেগার টার্মিনেটর কমার্শিয়াল টারমিনেটর
২০২২ বিএমডব্লিউ: জিউস অ্যান্ড হেরা থান্ডার জিউস

ভিডিও গেম[সম্পাদনা]

বছর শিরোনাম কণ্ঠ দিয়েছেন টীকা সূত্র
১৯৯১ টারমিনেটর ২: জজমেন্ট ডে টারমিনেটর
২০০৩ টারমিনেটর ৩: রাইজ অব দ্য মেশিনস দ্য টারমিনেটর প্রতিরুপ
২০০৩ টারমিনেটর ৩: ওয়ার অব দ্য মেশিনস দ্য টারমিনেটর প্রতিরুপ
২০১৪ ফ্যামিলি গাই: দ্য কোয়েস্ট ফর স্টাফ নিজে
২০২০ প্রিডেটর: হান্টিং গ্রাউন্ডস মেজর অ্যালান "ডাচ" স্কেফার প্রতিরুপ [১৬]

গ্রন্থবিবরণী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gentilcore, Tony (মার্চ ২, ২০১৮)। "Lift Heavy To Build Muscle Like Arnold Schwarzenegger"। Powerlifting.com। জুলাই ১৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৩০, ২০১৮ 
  2. "Time of His Life"Schwarzenegger.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০০৭ 
  3. Andrews, Nigel (২০০৩)। True Myths of Arnold Schwarzenegger। Bloomsbury। আইএসবিএন 1582344655 
  4. Brooks, Xan (আগস্ট ৮, ২০০৩)। "The Governator"The Guardian। London। সংগ্রহের তারিখ এপ্রিল ১৯, ২০০৭ 
  5. Leigh, Wendy (১৯৯০)। Arnold: An Unauthorized Biography। Pelham। আইএসবিএন 0720719976 
  6. "Arnold Schwarzenegger: Mr. Olympia – 1970–1975, 1980"। BodyBuild.com। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০০৮ 
  7. "Mr. Everything"Schwarzenegger.com। ১৬ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০০৮ 
  8. Schwarzenegger, Arnold। "In his own words"Schwarzenegger.com। ২৩ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০০৮ 
  9. "Ask Arnold"Schwarzenegger.com। ২০০০। ২৩ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ১৮, ২০০৮ 
  10. Staff. Obituary:Wag Bennett: bodybuilder who helped Arnold Schwarzenegger, The Times, October 2, 2008. Page 66
  11. Staff, Arnold Schwarzenegger: Made in Britain ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ আগস্ট ২০১০ তারিখে, British Film Institute. Retrieved October 3, 2008. "Wag and Dianne Bennett, an East End couple who gave Arnie a home for three years,"
  12. Reg Park.net – A tribute by Arnold Schwarzenegger
  13. Hiltzik, Michael। "A true 'hot property': Elliott Gould's 'Long Goodbye' apartment is for rent!"latimes.com 
  14. "Arnold Passes Action Hero Torch to The Rock"Associated Press। ২৫ মার্চ ২০১৫। 
  15. "Arnold Schwarzenegger Salutes Action Royalty, Will Cameo In Sly's 'The Expendables'"theplaylist.net 
  16. Bishop, Rollin (মে ১২, ২০২০)। "Predator: Hunting Grounds Is Adding Arnold Schwarzenegger's Dutch"Comicbook। Comicbook। 

বহিঃসংযোগ[সম্পাদনা]