নেপালের ভিসা নীতি
নেপালের ভিসা নীতি অপেক্ষাকৃত উদার, যা সকল দেশের নাগরিকদের আগমনের সময় একটি পর্যটক ভিসা প্রাপ্তির অনুমতি দিয়ে থাকে।
জানুয়ারিতে ২০১৪ সালে নেপাল তাদের দেশের জন্য অনলাইন ভিসা আবেদন পদ্ধতি চালু করেছে।[১][২]
সকল পর্যটকদের এক বছরে সর্বোচ্চ ১৫০ দিনের জন্য নেপালে থাকার অনুমতি দেওয়া হয়।[৩]
ভিসা নীতি মানচিত্র
[সম্পাদনা]চলাফেরার স্বাধীনতা
[সম্পাদনা]নেপালে অনুপ্রবেশের জন্য ভারত এর নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না এবং নেপালি নাগরিকদের মতোই কোনও বিধিনিষেধ ছাড়াই স্থায়ীভাবে বসবাস করতে পারে, কারণ ইন্দো-নেপাল শান্তি ও বন্ধুত্বের চুক্তি ১৯৫০ মোতাবেক একটি পারস্পরিক ভিত্তিতে উভয় দেশের জনগণের স্বাধীন চলাচলের স্বীকৃতি দিয়েছে। নেপালে প্রবেশের জন্য ভারতীয় নাগরিকরা নিচের যেকোনো একটি গ্রহণযোগ্য নথিপত্র ব্যবহার করতে পারে:[৪]
- ভারতীয় পাসপোর্ট
- ফটো সহ ভোটার আইডি কার্ড
- নেপালে বসবাসরত ভারতীয় নাগরিকদেরকে ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত নিবন্ধন সার্টিফিকেট
- জরুরি অবস্থার সময় ভারতীয় নাগরিকদেরকে ভারতীয় দূতাবাস কর্তৃক প্রদত্ত অস্থায়ী পরিচয়পত্র
আগমনের পর ভিসা
[সম্পাদনা]নিম্নোক্ত রাষ্ট্রসমূহের নাগরিকদের এবং শরণার্থী ভ্রমণ পত্রধারীদের বাদ দিয়ে, যেকোনও বিদেশী জাতীয়তার নাগরিকরা আগমনের পর ভ্রমণ ভিসা পেতে পারেন। ১৫, ৩০ অথবা ৯০ দিন সময়ে থাকার জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা পাওয়া যেতে পারে। অস্থায়ী পাসপোর্টধারীরা এরজন্য যোগ্য না, যদিনা তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র কর্তৃক প্রদত্ত একটি অস্থায়ী পাসপোর্ট না পান।[৩]
আগাম ভিসা-প্রয়োজন
[সম্পাদনা]নেপালে আগমনের পূর্বে নিম্নলিখিত রাষ্ট্রের নাগরিকদের আগাম ভিসার জন্য আবেদন করতে হবে:[৪]
ভিসা ফি মওকুফ
[সম্পাদনা]সার্ক সদস্যভুক্ত দেশগুলির নাগরিকরা ৩০ দিনের জন্য কোনো খরচ ছাড়াই একটি ভ্রমণ ভিসা বিনামূল্যে পেতে পারেন। ঐ দেশগুলি হল:[৫]
১ জানুয়ারী ২০১৬ সাল থেকে, নিম্নলিখিত বিচারাধীন কর্তৃক জারি করা পাসপোর্টধারীরা তাদের ভিসা ফি মৌকুফ করতে পারে যদি তারা পর্যটক হিসেবে ভ্রমণে আসে। বিচারাধীন দেশসমূহ হল:[৬][৭]
অ-সাধারণ পাসপোর্ট
[সম্পাদনা]কূটনৈতিক বা নিম্নলিখিত দেশগুলির কর্মজীবী পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হয় না।[৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]ভ্রমণের উদ্দেশ্যে নেপালে বেশিরভাগ ভ্রমণকারীরা নিম্নোক্ত দেশগুলি (ভারত বাদে) থেকে এসেছে:[৮]
দেশ | ২০১৬ | ২০১৫ |
---|---|---|
চীন | ৬৬৯৮৪ | ১২৩৮০৫ |
শ্রীলঙ্কা | ৪৪৩৬৭ | ৩৭৫৪৬ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ৪২৬৮৭ | ৪৯৮৩০ |
থাইল্যান্ড | ৩০৯৫৩ | ৩৩৪২২ |
যুক্তরাজ্য | ২৯৭৩০ | ৩৬৭৫৯ |
অস্ট্রেলিয়া | ১৮৬১৯ | ২৪৫১৬ |
দক্ষিণ কোরিয়া | ১৮১১২ | ২৩২০৫ |
জাপান | ১৭৬১৩ | ২৫৮২৯ |
ফ্রান্স | ১৬৪০৫ | ২৪০৯৭ |
জার্মানি | ১৬৪০৫ | ১৮০২০ |
মোট | ৫৩৮৯৭০ | ৭৯০১১৮ |
আরো দেখুন
[সম্পাদনা]- নেপালি নাগরিকদের জন্য ভিসা প্রয়োজনীয়তা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিদেশিরা অনলাইন ভিসা আবেদন পদ্ধতির মাধ্যমে নেপালের ভিসার জন্য আবেদন জানাতে পারেন
- ↑ [১]
- ↑ ক খ গ টেমপ্লেট:Timatic Visa Policy
- ↑ ক খ "Important Information to Visitors"। ইমিগ্রেশন বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নেপাল সরকার। ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- ↑ "Provisional Visa Arrangements And Fee"। ইমিগ্রেশন বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নেপাল সরকার। ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৬।
- ↑ 西藏商报। "昨起 中国赴尼游客出签免费"। 搜狐新闻।
- ↑ "নেপাল চীনা ভ্রমণ কারীদের জন্য ভিসা ফি মৌকুফ করেছে"। ২৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৭।