দীপঙ্কর ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
জন্ম (1965-08-15) ১৫ আগস্ট ১৯৬৫ (বয়স ৫৮)[১]
মৃত্যু১২'ই মে, ২০১৯
মাউন্ট মাকালু
জাতীয়তা ভারত
নাগরিকত্বভারত
পরিচিতির কারণমাউন্ট এভারেস্টে আরোহণকারী অসামরিক ভারতীয় বাঙ্গালি
পিতা-মাতাস্বর্গীয় জীবন কৃষ্ণ ঘোষ
স্বর্গীয় শ্রীলা রানী ঘোষ
ওয়েবসাইটwww.dipankarghosh.info

দীপঙ্কর ঘোষ একজন ভারতীয় বাঙ্গালি পর্বতারোহী। ইনি এভারেস্ট পর্বতশৃঙ্গ আরোহণকারী অসামরিক ভারতীয় বাঙ্গালি[২][৩] এবং এভারেস্ট পর্বতশৃঙ্গ ছাড়াও আরও দুটি আট হাজারী পর্বতশৃঙ্গ সফল ভাবে আরোহণ করেন।[৪][৫]

শৈশব ও কৈশোর[সম্পাদনা]

হাওড়া, বালির বেলানগরে[৪] এক ব্যাবসায়ীক পরিবারে জন্ম গ্রহণ করেন দীপঙ্কর ঘোষ। তিনি দুই ভাই এবং এক বোনের মধ্যে কনিষ্ঠ। তার পিতা শ্রী জীবন কৃষ্ণ ঘোষ এবং মাতা শ্রীমতী শ্রীলা রানী ঘোষ।

শিক্ষাগত যোগ্যতা[সম্পাদনা]

দীপঙ্কর ঘোষ হুগলীর উত্তরপাড়া অঞ্চলে সবুজসাথী প্রাইমারি বিদ্যালয়ে ভর্তি হন। তারপর রাঘুনাথপুর নফর অ্যাকাডেমি বিদ্যালয় এবং পরবর্তীকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ থেকে ১৯৮১ সালে মাধ্যমিক পাশ করেন। তিনি ১৯৮৩ সালে বালি জোড়া অশ্বতলা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপর তিনি ১৯৮৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়-এর বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞানশাখায় স্নাতক হন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি স্নাতক হওয়ার পর ১৯৮৫ সাল থেকে ব্যাবসায় নিযুক্ত হন।

পর্বতারোহনের অভিজ্ঞতা[সম্পাদনা]

পর্বতারোহনের প্রশিক্ষণ[সম্পাদনা]

  1. বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স (BMC) অটল বিহারী বাজপেয়ী ইন্সটিউট অফ মাউন্টেনিয়ারিং এন্ড অ্যালায়েড স্পোর্টস , মানালী থেকে ১৯৯২ সালে।[১]
  2. বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স (BMC) জহর ইন্সটিউট অফ মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস, জন্মু ও কাশ্মীর থেকে ১৯৯৪ সালে।[৪]
  3. অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স (AMC) জহর ইন্সটিউট অফ মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস, জন্মু ও কাশ্মীর থেকে ১৯৯৪ সালে।[৪]
  4. মেথড অফ ইন্সট্রাকশন কোর্স (MOI) হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিউট, দার্জিলিং থেকে ১৯৯৫ সালে।[৪]
  5. সার্চ এন্ড রেস্কিউ কোর্স নেহেরু ইন্সটিউট অফ মাউন্টেনিয়ারিং , উত্তরকাশী থেকে ১৯৯৭ সালে।

বিভিন্ন পর্বতারোহনে সাফল্য[সম্পাদনা]

পর্বতশৃঙ্গে নাম উচ্চতা (মিটার) পদ সাল অবস্থান
ভানুটি পর্বত ৫৬৯৫ ক্লাইম্বিং ক্যাপ্টেন ১৯৯৫ কুমায়ুন হিমালয়
মাউন্ট কেদার ডোম ৬৮৩০ দলনেতা ১৯৯৭ গাড়োয়াল হিমালয়
নর পর্বত (ভার্জিন) ৫৮৫৫ দলনেতা ১৯৯৭ গাড়োয়াল হিমালয়[৬]
মাউন্ট দেওটিব্বা ৬০০১ ক্লাইম্বিং ক্যাপ্টেন ১৯৯৮ হিমাচল প্রদেশ
মাউন্ট স্মিতিধার ৫২৫০ দলনেতা ১৯৯৯ হিমাচল প্রদেশ
মাউন্ট যোগিন-৩ ৬১১২ দলনেতা ১৯৯৯ গাড়োয়াল হিমালয়
মাউন্ট গঙ্গোত্রী-১ ৬৬৭২ দলনেতা ২০০০ গাড়োয়াল হিমালয়
মাউন্ট সুদর্শন [৭] ৬৫০৭ দলনেতা[৬] ২০০১ গাড়োয়াল হিমালয়
মাউন্ট সি সি কে এন ৬৩০৪ দলনেতা ২০০১ [৭] হিমাচল প্রদেশ
মাউন্ট সেরিফ ৫৯৭৪ দলনেতা ২০০১ হিমাচল প্রদেশ
মাউন্ট চতুরঙ্গী-৪ ৬৩০৪ দলনেতা ২০০২ গাড়োয়াল হিমালয়[৬]
মাউন্ট গঙ্গোত্রী-৩ [৮] ৬৫৭৭ ক্লাইম্বিং নেতা[৬] ২০০২ গাড়োয়াল হিমালয়
মাউন্ট ভাগিরথী-২ ৬৫১২ দলনেতা ২০০৩ গাড়োয়াল হিমালয়
মাউন্ট শ্রীকান্ত ৬১৩৩ ক্লাইম্বিং নেতা ২০০৪ গাড়োয়াল হিমালয়
নামহীন(ভার্জিন) ৬২৪০ সদস্য ২০০৪ হিমাচল প্রদেশ
নামহীন(ভার্জিন) ৬১০০ সদস্য ২০০৪ হিমাচল প্রদেশ
মাউন্ট দেওটিব্বা ৬০০১ ক্লাইম্বিং নেতা ২০০৬ হিমাচল প্রদেশ
মাউন্ট এম-৫ ৬৩৭০ ক্লাইম্বিং নেতা ২০০৭ হিমাচল প্রদেশ
মাউন্ট খানসিলিং ৬৩৪০ সদস্য ২০০৭ হিমাচল প্রদেশ
মাউন্ট পোলোগঙ্কা ৬৬৩২ ক্লাইম্বিং নেতা ২০০৮ লাদাখ
নামহীন((ভার্জিন) ৬০০০ ক্লাইম্বিং নেতা ২০০৯ হিমাচল প্রদেশ
মাউন্ট সিবি-১৩ ৬২৬৪ ক্লাইম্বিং নেতা ২০১০ হিমাচল প্রদেশ
মাউন্ট মনিরাং ৬৫৯৩ ক্লাইম্বিং নেতা ২০১১ হিমাচল প্রদেশ
মাউন্ট শিবা ৬১৪২ ক্লাইম্বিং নেতা ২০১৩ হিমাচল প্রদেশ
নামহীন((ভার্জিন) ৬১২৫ দলনেতা ২০১৫ হিমাচল প্রদেশ

আট হাজারী পর্বতশৃঙ্গে সাফল্য[সম্পাদনা]

পর্বতশৃঙ্গে নাম উচ্চতা (মিটার) অবস্থান উচ্চতা অনুযায়ী পর্বতশৃঙ্গ, পৃথিবীতে স্থান রুট অথবা দিক সাফল্য লাভের তারিখ সাফল্য লাভের সময়
মাউন্ট এভারেস্ট[৯] ৮৮৪৮ নেপাল নেপাল/
চীন চীন
প্রথম সাউথ কল ২১শে মে, ২০১১ সকাল ১০:৩৩[১][১০][১১]
মাউন্ট লোৎসে ৮৫১৮ নেপাল নেপাল/
চীন চীন
চতুর্থ পশ্চিম মুখ ২৫শে মে, ২০১২[১২] সকাল ৭:০০
মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ৮৫৮৬ নেপাল নেপাল/
ভারত ভারত
তৃতীয় দক্ষিণ-পশ্চিম মুখ বা ইয়ালুং ফেস ১৮ই মে, ২০১৪ সকাল ১০:০০[৫][১৩]

আট হাজারী পর্বতশৃঙ্গে অরোহনের প্রচেষ্টা[সম্পাদনা]

পর্বতশৃঙ্গে নাম উচ্চতা (মিটার) অবস্থান উচ্চতা অনুযায়ী পর্বতশৃঙ্গ, পৃথিবীতে স্থান রুট অথবা দিক অভিযানের তারিখ অসফলতার কারণ
মাউন্ট মাকালু[১৪] ৮৪৮৫ নেপাল নেপাল/
চীন চীন
পঞ্চম উত্তর মুখ রোপ কম পড়ার দরুন দীপঙ্কর ঘোষ সহ দলটি ৮৩০০ মিটার উচ্চতা থেকে ফিরে আসেন।[১৫]
মাউন্ট অন্নপূর্না-১ ৮০৯১ নেপাল নেপাল দশম উত্তর নেপাল ও তার সংলগ্ন এলাকায় ভূমিকম্পের জন্য, এই দলটি(ইন্দো-কোরিয়ান দল) ৬০০০মিটার উচ্চতা থেকে ফিরে আসে এবং দীপঙ্কর ঘোষ সহ দলটি নেপালের ভূমিকম্প কবলিত অঞ্চলে ত্রাণ এবং উদ্ধার কার্যে সাহায্য করেন।[১৬]

সদস্যপদ[সম্পাদনা]

গ্রন্থতালিকা[সম্পাদনা]

  • এভারেস্ট-স্বপ্ন যখন বাস্তব [১]
  • Everest-A Dream Come True [১০]
  • লোৎসে-শীর্ষারোহীর চোখে [৪]
  • কাঞ্চনজঙ্ঘা অন্তরঙ্গ শৃঙ্গর মুখোমুখি [৫]

পুরস্কার[সম্পাদনা]

  • ডিপার্ট্মেন্ট অফ স্পোর্টস,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্পোর্টস এক্সিলেন্স পুরস্কার ২০১১ সালে
  • ডিপার্ট্মেন্ট অফ স্পোর্টস,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্পোর্টস এক্সিলেন্স পুরস্কার ২০১২ সালে
  • ডিপার্ট্মেন্ট অফ ইয়ুথ সার্ভিস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাধানাথ শিকদার-তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার ২০১৩ সালে।[৫][১৮]
  • ডিপার্ট্মেন্ট অফ ইয়ুথ সার্ভিস,পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক্সিলেন্স ইন মাউন্টেনিয়ারিং পুরস্কার ২০১৫ সালে।
  • ন্যাশেনাল অ্যাডভেঞ্চার ক্লাব, চণ্ডীগড় পরিচিত অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর ন্যাশেনাল প্রোগ্রাম ফর ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেস্নেন্টস ডেভেলপমেন্ট অফ দ্যা মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ারস অ্যান্ড স্পোর্টস, ভারত সরকারের পক্ষ থেকে ভারত গৌরব পুরস্কার ২০১৫ সালে[৫][১৮]

চিত্রশালা[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঘোষ, দীপঙ্কর (২০১২)। এভারেস্ট-স্বপ্ন যখন বাস্তব। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-902-0 
  2. "Times Of India Duo does Bengal proud, scales Everest May 22, 2011, 01:20am" 
  3. "The Hindu Two Bengal mountaineers aim for Everest May 19, 2011" 
  4. ঘোষ, দীপঙ্কর (২০১৩)। লোৎসে-শীর্ষারোহীর চোখে। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-916-7 
  5. ঘোষ, দীপঙ্কর (২০১৫)। কাঞ্চনজঙ্ঘা অন্তরঙ্গ শৃঙ্গর মুখোমুখি। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-979-2 
  6. Roy, Kankan Kumar (২০০৯)। Handbook of Climbs in the Himalaya and Eastern Karakoram (ইংরেজি ভাষায়)। New Delhi: Indus Publishing Company। আইএসবিএন 978-81-7387-217-4 
  7. "The Alpine Journal, 2001" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। The Alpine Club। 
  8. "The Alpine Journal, 2003" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। The Alpine Club। 
  9. "এই সময় সংবাদপত্র,ছন্দার নিয়তি এড়াতে অস্ত্র হ্যাম রেডিয়ো১৪ই ডিসেম্বর,২০১৫" 
  10. ঘোষ, দীপঙ্কর (২০১৩)। Everest-A Dream Come True। কলকাতা: রূপালী পাবলিকেশন। আইএসবিএন 978-93-8166-917-4 
  11. "Official website-mt-everest-expedition" (ইংরেজি ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫ 
  12. "MOUNTAINEERING IN NEPAL FACTS & FIGURES, 2012" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। Ministry of Culture, Tourism & Civil Aviaion,Tourism Industry Division,Bhrikutimandap, Kathmandu। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫  line feed character in |শিরোনাম= at position 24 (সাহায্য)
  13. "The Times Of India PEOPLE, PASSIONS Cost Of A Climb 7th June 2014" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "The Telegraph So close, yet so far- Unsuccessful expeditions from Howrah,MT MAKALU FELL SHORT BY A ROPE" (ইংরেজি ভাষায়)। 
  15. "The Times Of India Mountaineers forced to return 163 metres from Makalu summit 22nd June 2013, 10.30am" 
  16. "The Northlines Bengal mountaineers safe: Mamata Banerjee" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  17. "WB Mountaineering & Adventure Sports Foundation, Department of Youth Services, Government of West Bengal Name, Address & Description of the Members of the Governing Body"। ৬ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫ 
  18. "Official website-award" (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]