টনি রিচার্ডসন
টনি রিচার্ডসন | |
---|---|
Tony Richardson | |
জন্ম | সেসিল অ্যান্টনিও রিচার্ডসন ৫ জুন ১৯২৮ শিপলি, ইয়র্কশায়ারের ওয়েস্ট রাইডিং, ইংল্যান্ড |
মৃত্যু | ১৪ নভেম্বর ১৯৯১ | (বয়স ৬৩)
মৃত্যুর কারণ | এইডস |
জাতীয়তা | ইংরেজ |
পেশা | পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৫২-১৯৯১ |
দাম্পত্য সঙ্গী | ভানেসা রেডগ্রেভ (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৬৭) |
সঙ্গী | গ্রিজেল্ডা গ্রিমন্ড |
সন্তান | ৩ (নাতাশা ও জোয়েলি রিচার্ডসন সহ) |
আত্মীয় | ডেইজি বেভান (নাতনী) |
সেসিল অ্যান্টনিও "টনি" রিচার্ডসন (ইংরেজি: Cecil Antonio "Tony" Richardson; ৫ই জুন ১৯২৮ - ১৪ই নভেম্বর ১৯৯১) ছিলেন একজন ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ১৯৬৪ সালে টম জোন্স চলচ্চিত্র পরিচালনা করে শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার ও প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি আ টেস্ট অব হানি চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র ও রচনার জন্য শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রিচার্ডসন ১৯২৮ সালের ৫ই জুন ইয়র্কশায়ারের ওয়েস্ট রাইডিংয়ের শিপলিতে জন্মগ্রহণ করেন। তার মাতা এলসি ইভানস (ক্যাম্পিয়ন) এবং পিতা ক্লেরেন্স আলবার্ট রিচার্ডসন একজন রসায়নবিদ।[১] তিনি হ্যারোগেটের অ্যাশভিল কলেজে ও অক্সফোর্ডের ওয়াডহ্যাম কলেজে পড়াশুনা করেন। তিনি অক্সফোর্ডে রুপার্ট মুরডক, মার্গারেট থ্যাচার, কেনেথ টাইনান, লিন্ডসে অ্যান্ডারসন ও গ্যাভিন ল্যামবার্টের সামসময়িক ছিলেন।
ব্যক্তিজীবন
[সম্পাদনা]রিচার্ডসন ১৯৬২ সালে ভানেসা রেডগ্রেভকে বিয়ে করেন। তাদের দুই কন্যা নাতাশা রিচার্ডসন (১৯৬৩-২০০৯) এবং জোয়েলি রিচার্ডসন (জন্ম ১৯৬৫), দুজনেই অভিনেত্রী। ১৯৬৭ সালের রিচার্ডসন ও রেডগ্রেভের বিবাহবিচ্ছেদ হয়। তিনি অভিনেত্রী জান মোরোর জন্য রেডগ্রেভের সাথে সম্পর্কচ্ছেদ করেন।[২] ১৯৭২ সালে তিনি তার ব্যবসায়ের সাবেক অংশীদার অস্কার লুইনস্টিনের সেক্রেটারি ও ব্রিটিশ রাজনীতিবিদ জো গ্রিমন্ডের কন্যা গ্রিজেল্ডা গ্রিমন্ডের সাথে সম্পর্কে জড়ান। ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গ্রিজেল্ডার গর্ভে তার কন্যা ক্যাথরিন গ্রিমন্ড জন্মগ্রহণ করে।[৩]
রিচার্ডসন উভকামী ছিলেন। কিন্তু এইচআইভি ধরা পড়ার পূর্ব পর্যন্ত তিনি কখনো তা প্রকাশ করেননি।[২][৪] তিনি এইডস রোগে আক্রান্ত হয়ে ১৯৯১ সালে লস অ্যাঞ্জেলেসের সেন্ট ভিনসেন্ট মেডিক্যাল সেন্টারে মারা যান।[৫]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
একাডেমি পুরস্কার | ১৯৬৪ | শ্রেষ্ঠ পরিচালক | টম জোন্স | বিজয়ী | [৬] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) | বিজয়ী | ||||
গোল্ডেন গ্লোব পুরস্কার | ১৯৬৪ | সেরা চলচ্চিত্র পরিচালক | টম জোন্স | মনোনীত | |
বাফটা পুরস্কার | ১৯৬০ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | লুক ব্যাক ইন অ্যাঙ্গার | মনোনীত | [৭] |
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত | ||||
১৯৬২ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | আ টেস্ট অব হানি | বিজয়ী | [৮] | |
শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য | বিজয়ী | ||||
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত | ||||
১৯৬৪ | শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র | টম জোন্স | বিজয়ী | [৯] | |
শ্রেষ্ঠ চলচ্চিত্র, যেকোন উৎস | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রিচার্ডসন, পৃ. ১-৫।
- ↑ ক খ অ্যাডলার, টিম (১৬ মে ২০১১)। "The cursed legacy that still haunts Vanessa Redgrave"। ডেইলি মেইল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
- ↑ রিচার্ডসন, পৃ. ২৩৩।
- ↑ হেইলপার্ন, পৃ. ১৪২।
- ↑ ব্যারন, জেমস (১৬ ডিসেম্বর ১৯৯১)। "Tony Richardson, the Director Of 'Tom Jones,' Is Dead at 63"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮।
- ↑ "The 36th Academy Awards (1964) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮।
- ↑ "Film in 1960 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮।
- ↑ "Film in 1962 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮।
- ↑ "Film in 1964 - BAFTA Awards"। বাফটা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে টনি রিচার্ডসন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে টনি রিচার্ডসন (ইংরেজি)
- ১৯২৮-এ জন্ম
- ১৯৯১-এ মৃত্যু
- ইংরেজ চলচ্চিত্র পরিচালক
- ইংরেজ চলচ্চিত্র প্রযোজক
- ইংরেজ পুরুষ চিত্রনাট্যকার
- ইংরেজ মঞ্চ পরিচালক
- ইংরেজ বংশোদ্ভূত ব্রিটিশ ব্যক্তি
- উভকামী পরিচালক
- এলজিবিটিকিউ পরিচালক
- ক্যালিফোর্নিয়ায় এইডসে মৃত্যু
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- একাডেমি পুরস্কার বিজয়ী প্রযোজক
- শ্রেষ্ঠ ব্রিটিশ চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- বাফটা পুরস্কার বিজয়ী প্রযোজক
- ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার বিজয়ী
- এলজিবিটিকিউ প্রযোজক
- ইংরেজ বংশোদ্ভূত ব্রিটিশ
- ইংরেজ টেলিভিশন পরিচালক
- ইংরেজ টেলিভিশন প্রযোজক