জর্জ রয় হিল
অবয়ব
জর্জ রয় হিল | |
---|---|
George Roy Hill | |
জন্ম | মিনেপোলিস, মিনেসোটা, মার্কিন যুক্তরাষ্ট্র | ২০ ডিসেম্বর ১৯২১
মৃত্যু | ২৭ ডিসেম্বর ২০০২ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮১)
মাতৃশিক্ষায়তন | ইয়েল বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক |
দাম্পত্য সঙ্গী | লুইজা হর্টন (বি. ১৯৫১; বিচ্ছেদ. ১৯৭১) |
সন্তান | ৪ |
জর্জ রয় হিল (ইংরেজি: George Roy Hill; ২০ ডিসেম্বর ১৯২১ - ২৭ ডিসেম্বর ২০০২) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি পল নিউম্যান ও রবার্ট রেডফোর্ড অভিনেতা যুগলকে নিয়ে বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড (১৯৬৯) ও দ্য স্টিং (১৯৭৩) চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ। প্রথম চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১]
তার নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল স্লটারহাউজ-ফাইভ, দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প, দ্য ওয়ার্ল্ড অব হেনরি অরিয়েন্ট, হাওয়াই, থরোলি মডার্ন মিলি, দ্য গ্রেট ওয়াল্ডো পেপার, স্ল্যাপ শট, ফানি ফার্ম, আ লিটল রোম্যান্স, এবং দ্য লিটল ড্রামার গার্ল।
চলচ্চিত্র ও পুরস্কারের তালিকা
[সম্পাদনা]পরিচালক
বছর | চলচ্চিত্র | অস্কার মনোনয়ন |
অস্কার বিজয় |
বাফটা মনোনয়ন |
বাফটা বিজয় |
গোল্ডেন গ্লোব মনোনয়ন |
গোল্ডেন গ্লোব বিজয় |
---|---|---|---|---|---|---|---|
১৯৬২ | পিরিয়ড অব অ্যাডজাস্টমেন্ট | ১ | ২ | ||||
১৯৬৩ | টয়েজ ইন অ্যাটিক | ১ | ২ | ||||
১৯৬৪ | দ্য ওয়ার্ল্ড অব হেনরি অরিয়েন্ট | ১ | |||||
১৯৬৬ | হাওয়াই | ৭ | ৩ | ২ | |||
১৯৬৭ | থরোলি মডার্ন মিলি | ৭ | ১ | ৫ | ১ | ||
১৯৬৯ | বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড | ৭ | ৪ | ১০ | ৯ | ৪ | ১ |
১৯৭২ | স্লটারহাউজ-ফাইভ | ১ | |||||
১৯৭৩ | দ্য স্টিং | ১০ | ৭ | ১ | |||
১৯৭৫ | দ্য গ্রেট ওয়াল্ডো পেপার | ||||||
১৯৭৭ | স্ল্যাপ শট | ||||||
১৯৭৯ | আ লিটল রোম্যান্স | ২ | ১ | ২ | |||
১৯৮২ | দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প | ২ | |||||
১৯৮৪ | দ্য লিটল ড্রামার গার্ল | ||||||
১৯৮৮ | ফানি ফার্ম | ||||||
মোট | ৩৭ | ১৩ | ১০ | ৯ | ২১ | ৪ |
প্রযোজক
- দ্য গ্রেট ওয়াল্ডো পেপার (১৯৭৫): প্রযোজক
- দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প (১৯৮২): প্রযোজক
লেখক
- দ্য গ্রেট ওয়াল্ডো পেপার (১৯৭৫): কাহিনী
- আ লিটল রোম্যান্স (১৯৭৯): সংলাপ (অনুল্লেখিত)
অভিনেতা
- ওয়াক ইস্ট অন বিকন! (১৯৫২): নিকোলাস উইলবেন
- দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প (১৯৮২): পাইলট (অনুল্লেখিত)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এস্টারব্রুক, জন (২৭ ডিসেম্বর ২০০২)। "'Sting' Director George Roy Hill Dies"। সিবিএস নিউজ। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জর্জ রয় হিল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জর্জ রয় হিল (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯২১-এ জন্ম
- ২০০২-এ মৃত্যু
- ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন চলচ্চিত্র পরিচালক
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মিনেসোটার চলচ্চিত্র পরিচালক
- পারকিনসন রোগে মৃত্যু
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার বিজয়ী
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২০শ শতাব্দীর মার্কিন পুরুষ লেখক
- ২০শ শতাব্দীর মার্কিন চিত্রনাট্যকার
- মার্কিন চলচ্চিত্র প্রযোজক
- মার্কিন পুরুষ চিত্রনাট্যকার