চিংচুয়ে মসজিদ
জিঞ্জু মসজিদ | |
---|---|
চীনা: 净觉寺 | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
শাখা/ঐতিহ্য | সুন্নি ইসলাম |
জেলা | কিনহুই |
প্রদেশ | চিয়াংসু |
অবস্থান | |
অবস্থান | কিনহুই, নানচিং, চিয়াংসু, চীন |
দেশ | চীন |
স্থানাঙ্ক | ৩২°০১′২৬.৪″ উত্তর ১১৮°৪৬′৫৯.৭″ পূর্ব / ৩২.০২৪০০০° উত্তর ১১৮.৭৮৩২৫০° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | চীনা |
জিঞ্জু মসজিদ (চীনা: 净觉寺; ফিনিন: Jìngjué Sì) চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ের কিনহুই শহরে অবস্থিত একটি মসজিদ।[১][২] কিনহুই শহরে ২৮ নং শেংজু রোডে মসজিদটি অবস্থিত। [৩]
ইতিহাস
[সম্পাদনা]১৩৮৮ সালে মিং রাজবংশের হংকউ সম্রাটের আদেশে মসজিদটি নির্মাণ করা হয়।[২] ১৯৯২ সালে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়।[৪] জুয়ান্ডে সম্রাটের শাসনকালে চেং মসজিদটি সংস্কারের জন্য আবেদন করে এবং ১৪৩০ সালে মসজিদের প্রথম মেরামত কাজ শেষ হয়। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে জিয়াজিং সম্রাট কর্তৃক মসজিদটিকে আরও সম্প্রসারণ এবং মেরামত করা হয়।[৫] ১৪৯২, ১৮৭৭, ১৮৭৯, ১৯৫৭, ১৯৮২, ১৯৮৪ এবং ২০০২ সালে মসজিদটিকে মেরামত করা হয়।[৩] উনিশ শতকের শেষের দিকে তাইপিং বিদ্রোহের ফলে মসজিদটির মূল আয়তন ১৬৪ একর থেকে মাত্র ১৬৫০ বর্গমিটার নামিয়ে আনা হয় এবং মসজিদ কর্তৃক প্রদত্ত শুল্ক কমিয়ে আনা হয়। বর্তমান মসজিদ কাঠামোটি চিং রাজবংশের শাসনকালের শেষদিকে নির্মাণ করা হয়েছে এবং মসজিদের আয়তন হ্রাস করে ০.৪ হেক্টর করা হয়। ২০০৮ সালে নানজিং পৌরসভার সহায়তায় মসজিদটি মেরামত ও সংস্কার করা হয়। ২০১৪ সালে মসজিদ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি সরকার কর্তৃক মসজিদের সাথে যুক্ত করায় ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যায়।[৩]
স্থাপত্য
[সম্পাদনা]চীন-ইসলামী স্থাপত্য শৈলীর সংমিশ্রণে মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদের তিনটি প্রবেশপথ আছে। প্রবেশপথগুলোর উপর রাজকীয় ফলক আছে। ফলকের শীর্ষের মাঝ বরাবর "রাজকীয় আদেশ দ্বারা প্রদত্ত" এবং এর নিচে এটি "জিঙ্গজুয়েসি" (মসজিদটির নাম) লেখা আছে। মসজিদটিতে বেশ কয়েকটি উঠান, একটি অভ্যর্থনা কক্ষ, একটি অযুখানা, একটি সাক্ষাৎ ঘর, অতিথিদের থাকার ঘর, একটি নামাজঘর, একটি রান্নাঘর আছে।[২] মসজিদের পশ্চিম প্রান্তে একটি মিহরাব আছে।[৪] মসজিদটি নানজিং মেট্রোর সানশাজি স্টেশনের উত্তর পূর্ব দিকে হেঁটে যাওয়া যাবে এমন দূরত্বে অবস্থিত।
চিত্রশালা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Chinese Emperor's Poem about the Prophet Muhammad (saw)"। Al Siraat।
- ↑ ক খ গ "南京净觉寺—一座由皇帝赐名的清真寺"। xw.qq.com (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "净觉寺_南京伊斯兰教_ 南京市民族宗教事务局"। mzzjj.nanjing.gov.cn (চীনা ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ Steinhardt, Nancy Shatzman (২০১৫)। China's Early Mosques। Edinburgh University Press। পৃষ্ঠা 131–132। আইএসবিএন 978-1-4744-3721-9।
- ↑ "中美中心师生参观南京净觉寺"। hnchome.nju.edu.cn (চীনা ভাষায়)। ২০২০-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সরকারি ওয়েবসাইটে মসজিদের বিবরণ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে