রাজ্য সড়ক ১ (পশ্চিমবঙ্গ)
১ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ) | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য: | ১৫১ কিমি (৯৪ মাইল) | |||
প্রধান সংযোগস্থল | ||||
থেকে: | বনগাঁ | |||
পর্যন্ত: | কুলপি | |||
অবস্থান | ||||
প্রাথমিক গন্তব্যস্থল | চাকদহ, কল্যাণী, ব্যারাকপুর, কলকাতা, বারুইপুর, জয়নগর | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
১ নং রাজ্য সড়ক (পশ্চিমবঙ্গ) পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁ থেকে শুরু হয়ে চাকদহ, কল্যাণী, ব্যারাকপুর, কলকাতা, বারুইপুর, জয়নগর হয়ে কুলপি পর্যন্ত দিয়ে শেষ হয়েছে। এই সড়কের মোট দৈর্ঘ্য ১৫১ কিলোমিটার।এই রাজ্য সড়কটি এক দিকে বনগাঁ ও চাকদহর সংযোগ ঘটিয়েছে আবার কল্যাণী ও ব্যারাকপুর এর সঙ্গে কলকাতা এবং কুলপির সঙ্গে কলকাতার সংযোগ ঘটিয়েছে।