মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য | |
---|---|
অবস্থান | দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারত |
নিকটবর্তী শহর | শিলিগুড়ি |
স্থানাঙ্ক | ২৬°২৮′৫২″ উত্তর ৮৮°১৫′৫০″ পূর্ব / ২৬.৪৮১° উত্তর ৮৮.২৬৪° পূর্বস্থানাঙ্ক: ২৬°২৮′৫২″ উত্তর ৮৮°১৫′৫০″ পূর্ব / ২৬.৪৮১° উত্তর ৮৮.২৬৪° পূর্ব |
আয়তন | ১৫৮ বর্গকিলোমিটার (৬১ বর্গমাইল) |
স্থাপিত | ১৯৭৬ |
কর্তৃপক্ষ | ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার |
মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য হিমালয়ের পাদদেশে তিস্তা এবং মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত।
অবস্থান[সম্পাদনা]
এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণ অভয়ারণ্য। ১৯৪৯ সালে এটি অভয়ারণ্য হিসেবে প্রথম সরকারিভাবে ঘোষিত হয়। এর মোট আয়তন ১২৭ বর্গকিমি। সমগ্র বনাঞ্চলের শতকরা ৬০ ভাগ পার্বত্যভূমি এবং অবশিষ্ট অংশ সমতল। এই অভয়ারণ্যের উচ্চতা ১৫০ মিটার থেকে ১৩০০ মিটার পর্যন্ত।[১]
জীববৈচিত্র্য[সম্পাদনা]
এখানে এশীয় হাতি, দেশি বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুক ও বাংলা বাঘ দেখা যায়।[১]