বিষয়বস্তুতে চলুন

চলচ্চিত্রে নগ্নতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৯৫১ সালের সুইডিশ চলচ্চিত্র 'ওয়ান সামার অব হ্যাপিনেস'-এর একটি দৃশ্য

চলচ্চিত্রে নগ্নতা হচ্ছে কোনো একটি চলচ্চিত্রে কোনো মানুষকে নগ্ন উপস্থাপন করা, এই নগ্নতা হতে পারে সম্পূর্ণ বা আংশিক কাহিনী এবং পরিস্থিতির প্রয়োজনে। আধুনিক চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই (বিংশ শতাব্দীর '৫০-এর দশক) কাহিনীর প্রয়োজনে নগ্নতা দেখানো হবে এনিয়ে কথা চলেছে, তাছাড়া সংশ্লিষ্ট চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত যে অভিনেতা বা অভিনেত্রী ক্যামেরার সামনে নগ্ন হতে চান কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।[][] আজ পর্যন্ত বহু অভিনেতা এবং অভিনেত্রী কাহিনীর প্রয়োজনে তাদের অভিনীত চলচ্চিত্রে নগ্ন হয়েছেন কখনো আংশিকভাবে বা কখনো সম্পূর্ণভাবে, আবার কখনোবা বডি-ডাবল (অন্য একজন মানুষকে) বা ডামি (নকল নগ্নতা) এর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।[]

একটি চলচ্চিত্রে যৌনতা বা গোসলের দৃশ্য বা কাপড় বদলানোর দৃশ্য দেখাতে গেলে পূর্ণ নগ্নতা দেখানোর প্রয়োজন পড়ে, কিন্তু যৌনাঙ্গ বা দৈহিক মিলনের দৃশ্য সত্যিকারভাবে দেখানো হলে সেটা পর্নোগ্রাফিক চলচ্চিত্রের পর্যায়ে পড়তে পরে যদিও আবার নাও পড়তে পারে।[] সাধারণত মূল ধারার চলচ্চিত্রে সম্পূর্ণ নগ্ন দৃশ্যের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের যৌনাঙ্গ দেখানো হয়না, সম্পূর্ণ শরীরের শুধু যৌনাঙ্গ অংশটুকু ছাড়া পুরো শরীর উন্মুক্ত ভাবে প্রদর্শন করা হয়, বক্ষস্থল এবং নিতম্বও প্রদর্শিত হয়।[]

উনবিংশ এবং বিংশ শতকের শুরুর দিকের চলচ্চিত্রে নগ্নতা

[সম্পাদনা]

১৮৯৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি ফরাসি চলচ্চিত্রে নারীর নিতম্ব দেখানো হয়েছিলো। ঐ চলচ্চিত্রের কোনো সংলাপ ছিলো না অর্থাৎ নির্বাক ছিলো। জর্জ মেলেসের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ছিলো আফটার দ্যা বল। পরিচালক জর্জ মেলেসের ভবিষ্যৎ স্ত্রী ঐ চলচ্চিত্রে বডি-স্টকিং পরে নগ্নতাকে চিত্রায়িত করেছিলেন। ঐটি একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ছিলো। উনবিংশ শতাব্দীতে ফরাসি আরো দুজন ব্যক্তি চলচ্চিত্রে নগ্নতা প্রদর্শনের জন্য স্মরণীয় হয়ে আছেন; তাঁরা হলেন ইউগেন পিরো এবং আলবার্ট কির্শনার। আলবার্ট ইউগেনের চলচ্চিত্র পরিচালনা করে দিতেন (ইউগেন ছিলেন প্রযোজক)। ১৮৯৯ সালে তাদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে লুই উইলি নামের এক নারী গোসলখানায় কাপড় খোলার দৃশ্যে অভিনয় করেন।[] এইসব নগ্নতা সংবলিত চলচ্চিত্রগুলো ভালো ব্যবসা করতে পারত এবং তুমুল দর্শকপ্রিয়তা পেত বিধায় ফ্রান্সে নগ্ন চলচ্চিত্র নির্মাণের হিড়িক পড়ে গিয়েছিল কয়েক বছরের মধ্যে।[][]

অস্ট্রিয়াতে জোহান শোয়ার্জার (১৮৮০-১৯১৪) নামের এক ব্যক্তি ফরাসি সিনেমাগুলোর স্বত্ব কিনে এনে তাঁর দেশে প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন, পরে উনি নিজেই স্যাটার্ন ফিল্ম কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান খুলে অস্ট্রিয়ার নারীদের সম্পূর্ণ নগ্ন করে ফিল্ম বানানো শুরু করেন এবং ১৯০৬ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত ৫২টি নগ্ন চলচ্চিত্র তৈরি করেন। এই চলচ্চিত্রগুলো শুধু পুরুষদের জন্য উন্মুক্ত থিয়েটারে রাত্রের বেলা প্রদর্শিত হত। চলচ্চিত্রগুলো দর্শক মহল ভালোভাবেই নিয়েছিলো এবং ওগুলোকে শৈল্পিক কর্ম বলে আখ্যায়িত করতেন অনেকেই। ১৯১১ সালে স্যাটার্ন প্রতিষ্ঠানটিতে সরকার ধ্বংসলীলা চালায় অশ্লীলতার অজুহাতে এবং জোহান গ্রেফতার হন।[] যদিও জোহানের বানানো চলচ্চিত্রগুলো যাঁরা দেখতেন, তাদের অনেকেই গোপনে কয়েকটি চলচ্চিত্রের কপি নিজেদের কাছে রেখে দিয়েছিলেন যা বহু পরে অস্ট্রীয় সরকারের চলচ্চিত্র সংরক্ষণ বিভাগ তাদের কাছে সংরক্ষিত করে রাখে সরকার ব্যবস্থা উদারবাদী হওয়ার পর। এমনি কয়েকটি চলচ্চিত্র হলো: ডাস সান্ডবাড (১৯০৬), বাডেন ভেরবোটেন (১৯০৬), ডাস এইটেল স্টুবেনম্যাডচেন (১৯০৮) এবং বেইম ফটোগ্রাফেন (১৯০৮)।[১০]

১৯১১ সালের ইতালীয় চলচ্চিত্র দান্তে'স ইনফার্নোতে–যেটি দান্তের ডিভাইন কমেডি থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছিলো–নরকের কয়েকটি দৃশ্যে নগ্নতার অবতারণা করেছিলেন পরিচালক ফ্রান্সেসকো বার্তোলিনি। ১৯২৪ সালে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় পুনঃনির্মাণ করে একই নামে (দান্তে'স ইনফার্নো) মুক্তি দেওয়া হয় এবং ওটিতেও অনুরূপ নগ্নতা দেখানো হয়, এই চলচ্চিত্রটি 'ফক্স ফিল্ম কর্পোরেশন' প্রযোজনা করেছিলো।

যুক্তরাষ্ট্রে ১৯১৫ সালে ইন্সপাইরেশন নামের একটি চলচ্চিত্র মুক্তি পায় যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করা এক নারী নগ্ন হয়েছিলেন, এটিই ছিলো যুক্তরাষ্ট্রের প্রথম নগ্নতা প্রদর্শনকারী চলচ্চিত্র।[১১] চলচ্চিত্রটিতে নগ্নতার বিষয় ছিলো এক চিত্রশিল্পীর জন্য নগ্ন হওয়া; কারণ তিনি নগ্ন ছবি আঁকবেন। অড্রি মান্সন নামের এক অভিনেত্রী চরিত্রটিতে অভিনয় করেন। ইনি আবার ১৯১৬ সালে মুক্তিপ্রাপ্ত পিওরিটি নামের একটি চলচ্চিত্র অভিনয় করেন নগ্ন হয়ে, শুধু একটি স্থিরচিত্রে তাকে দেখানো হয়, নিতম্ব এবং স্তন দেখা যাচ্ছে এমন ছবি। অ্যানেট কেলারম্যান নামের এক অস্ট্রেলীয় নারী, যিনি ভালো সাঁতারু ছিলেন, ১৯১৬ সালের মার্কিন চলচ্চিত্র এ ডটার অফ দ্যা গড্স এ সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেন, কিন্তু তাঁর শরীর তার মাথার চুল দিয়ে ঢাকা ছিলো।[১২] এই কেলারম্যান ১৯১২ সাল পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন যা এখন আর পাওয়া যায় না। তিনি ওগুলোতে নগ্ন হয়েছিলেন নাকি হন নি, সেটিও জানা যায় না। তাঁর নিজের দেশ অস্ট্রেলিয়াতে তাঁর অভিনীত ১৯১০ সালের দুটি চলচ্চিত্র অনেক পরে খুঁজে পাওয়া গিয়েছিলো।

হলিউড, ত্রিশের দশক থেকে ষাটের দশক

[সম্পাদনা]

ত্রিশের দশকে হলিউড সিনেমায় প্রচুর নগ্ন চলচ্চিত্র তৈরি হত তবে তা সবজায়গায় প্রদর্শনের অনুমতি ছিলোনা। ১৯৩৮ সালের চলচ্চিত্র চাইল্ড ব্রাইড এ অভিনেত্রী শার্লি মিলস (১৯২৬-২০১০) নগ্ন হয়েছিলেন মাত্র ১২ বছর বয়সে, চলচ্চিত্রটি সেন্সর বোর্ড কেটে-ছেটে মুক্তি দিয়েছিলো।[১৩] ১৯৩৪ সালে ম্যানিয়াক নামের একটি চলচ্চিতে মুক্তি পায় যেটাতে কিছু নারীকে সম্পূর্ণ নগ্ন দেখানো হয়, এছাড়া সেক্স ম্যাডনেস (১৯৩৭) এবং মারিজুয়ানা (১৯৩৬) এ নগ্ন দৃশ্য ছিলো। ১৯৪১ সালের চলচ্চিত্র আউট ল এবং '৫৩ সালের দ্যা ফ্রেঞ্চ লাইন এ নগ্ন দৃশ্য রাখা হয়।[১৪]

ষাটের দশকে হলিউড নগ্নতা দেখানোর ক্ষেত্রে পুরোপুরি বাঁধামুক্ত ছিলো এবং তখন থেকেই হলিউড নগ্নতার জগতে ভালো মতন প্রবেশ করে।[১৫][১৬][১৭]

সত্তরের দশক থেকে পরের সময়কার হলিউড

[সম্পাদনা]

১৯৭১ সালের চলচ্চিত্র আ ক্লকওয়আর্ক অরেঞ্জ-এ পরিচালক স্ট্যানলি কুবরিক নগ্ন দৃশ্যের অবতারণা করেছিলেন।[১৮]

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত 'হেনরি এ্যান্ড জুন' চলচ্চিত্রটিতে অনেক নগ্ন দৃশ্য দেখানো হয়, এই চলচ্চিত্রটি ফ্রান্সে জন্মগ্রহণকারী মার্কিন লেখিকা এনাইস নিনের একটি ফরাসী বইয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিলো যেটিতে নিন মার্কিন লেখক হেনরি মিলার এবং তার পত্নী জুনের সঙ্গে সম্পর্কের আলোকপাত করেছিলেন।[১৯][২০][২১]

১৯৯২ সালের চলচ্চিত্র বেসিক ইন্সটিংক্ট-এ মুখ্য অভিনেত্রী শ্যারন স্টোন কাহিনীর প্রয়োজনে নগ্ন হয়েছিলেন।[২২][২৩]

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'টাইটানিক' চলচ্চিত্রে অভিনেত্রী কেট উইন্সলেট সম্পূর্ণ নগ্ন হন তার রোজ নামক চরিত্রটির জন্য, এছাড়াও ২০০৮-এর চলচ্চিত্র দ্য রিডারেও তিনি নগ্ন হয়েছিলেন।[২৪][২৫]

পরিচালক জুড এ্যাপাটো ২০০৭ সালে ব্যঙ্গ করে বলেন, "এখন থেকে আমি আমার প্রত্যেকটি চলচ্চিত্রে যোনি এবং শিশ্ন দেখাবো [......] আমার মানুষের অশ্লীলতা শব্দটা শুনতে খুবই বিরক্ত লাগে।"[২৬] ২০১০ সালের অক্টোবরের ১১ তারিখ 'মোশন পিকচার এ্যাসোসিয়েশন অব আমেরিকা'র শ্রেণিবিভাগ এবং রেটিং প্রশাসন ঘোষণা দেয় ভবিষ্যতে তারা পুরুষ সমকামী নগ্নতা সংবলিত চলচ্চিত্র আলাদাভাবে উল্লেখ করে দেবে, তারা এই কাজ করে ঐ বছরেরই একটি চলচ্চিত্র 'ব্রুনো' মুক্তি পাওয়ার পর (মুক্তি পায় জুলাই মাসে), অনেক দর্শক চলচ্চিত্রটিতে সমকামী নগ্নতা দেখে ঘেন্না প্রকাশ করেছিলেন।[২৭]

কোনো একটি চলচ্চিত্রে যে অভিনেতা এবং অভিনেত্রীকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হবে, তাদেরকে আগে থেকেই পরিচালক ভালো মত বুঝিয়ে দেন কীভাবে নগ্নতাটাকে উপস্থাপন করা হবে। অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল পাবলিক রেডিও'তে একটি সাক্ষাৎকারে বলেন, "পরিচালক তার চলচ্চিত্রে কি কি ধরনের দৃশ্য থাকবে এসব নিয়ে একটি তালিকা তৈরি করে আপনাকে দেবেন। কোনো অভিনেত্রী বা অভিনেতা নগ্ন দৃশ্যে অভিনয় করতে লজ্জা পেলে নগ্ন হওয়ার আগে প্রযোজক এবং পরিচালকের সাথে বিস্তারিত আলোচনা করে নেন।"[২৮][২৯] বহু চলচ্চিত্র গবেষক এবং সমালোচক কাহিনীর প্রয়োজনে চলচ্চিত্রে নগ্নতা সমর্থন করেন।

অভিনেত্রী শেইলিন উডলি বলেছিলেন, নগ্ন দৃশ্যে অভিনয়ে তার কোনো ধরণের অস্বস্তি হয়নি।[৩০]

২০২২ সালে অভিনেত্রী সিডনি সুইনি নগ্ন দৃশ্যে অভিনয় করা কখনো বন্ধ করবেন না বলে বলেছিলেন।[৩১]

ভারতীয় চলচ্চিত্র

[সম্পাদনা]

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র গান্ডুতে অভিনেতা অনুব্রত বসু'র সম্পূর্ণ সম্মুখ নগ্নতা এবং উত্থিত শিশ্ন দেখানো হয়,[৩২] এবং ছত্রাক (২০১১) তে অভিনেত্রী পাওলি দাম এবং অনুব্রত বসুর পূর্ণ নগ্নতা আছে, যদিও ভারতে ঐ নগ্ন দৃশ্য সংবলিত অংশটি কেটে মুক্তি দেওয়া হয়েছিলো।[৩৩] আরেকটি বাংলা চলচ্চিত্র কসমিক সেক্স (২০১৪) তে অভিনেত্রী ঋ সেন পুরোপুরি উলঙ্গ হয়েছিলেন।[৩৪] ২০১০ সালের একটি মালয়ালম ভাষার চলচ্চিত্রতে বাঙালি অভিনেত্রী কমলিনী মুখোপাধ্যায় এর চরিত্রের একটি অংশে নগ্ন হয়ে অভিনয় করার কথা ছিলো, তিনি ঐ ক্ষেত্রে রাজি না হলে পরিচালক সাজি এন. করুন বডি-ডাবল ব্যবহার করেছিলেন, যেখানে নিতম্ব দেখানো হয়।[৩৫][৩৬]

১৯৭০ সালে রাজ কাপুর পরিচালিত মেরা নাম জোকার মুক্তি পায়, এই চলচ্চিত্রে অভিনেত্রী সিমি গারেওয়াল ম্যারি নামের চরিত্রে অভিনয় করেন। একটি দৃশ্যে ম্যারি একটি জঙ্গলের ঝোপের মধ্যে কাপড় বদলায়, এই দৃশ্যে তাকে বক্ষবন্ধনী এবং জাঙ্গিয়া পরিহিত অবস্থায় দেখা যায় যা সেই সময়কার ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য ছিলো বিস্ময়। আরেকটি দৃশ্যে ম্যারিকে উলঙ্গ হয়ে গোসল করতে দেখা যায় যেখানে তার নিতম্ব এবং স্তন একটু দেখা যায়, এই দৃশ্যে সিমি নিজেই ছিলেন নাকি তার বডি-ডাবল ছিলেন তা এখন পর্যন্ত কেউ বলেননি।[৩৭][৩৮][৩৯][৪০][৪১]

১৯৯৩ সালের চলচ্চিত্র মায়া মেমসাবতে অভিনেতা শাহরুখ খানের নিতম্ব এবং তার সহ-অভিনেত্রী দীপা সাহির স্তন দেখানো হয়।[৪২][৪৩] ২০১৬ সালে মুক্তি পাওয়া বেফিকরে চলচ্চিত্রে অভিনেতা রণবীর সিং তার নিতম্ব দেখান।[৪৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Actresses on the Victorian Stage: Feminine Performance and the Galatea Myth, p.134 by Gail Marshall
  2. Brooks, Daphne A. "Lady Menken's Secret: Adah Isaacs Menken, Actress Biographies and the Race for Sensation". Legacy, Volume 15, Number 1 (1998): pages 68–77.
  3. "History of Bodystockings"। Funky Bodystockings। ৩০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৩ 
  4. "Curiously, Extase is celebrated as the first motion picture containing a nude scene, which it was not, rather than the first to show sexual intercourse, which it was." Robertson, Patrick (২০০১)। Film Facts। New York: Billboard Books। পৃষ্ঠা 66 
  5. "Sex in Films: 1970s - History of Sex in Cinema: The Greatest and Most Influential Sexual Films and Scenes (Illustrated)"। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৪ 
  6. Abel, Richard (২০০৫)। Encyclopedia of early cinema। Taylor & Francis। পৃষ্ঠা 518। আইএসবিএন 978-0-415-23440-5। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২ 
  7. Bottomore, Stephen (১৯৯৬)। Stephen Herbert; Luke McKernan, সম্পাদকগণ। "Léar (Albert Kirchner)"Who's Who of Victorian Cinema। British Film Institute। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০০৬ 
  8. Bottomore, Stephen (১৯৯৬)। Stephen Herbert; Luke McKernan, সম্পাদকগণ। "Eugène Pirou"Who's Who of Victorian Cinema। British Film Institute। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০০৬ 
  9. Michael Achenbach, Paolo Caneppele, Ernst Kieninger: Projektionen der Sehnsucht: Saturn, die erotischen Anfänge der österreichischen Kinematografie. Filmarchiv Austria, Wien 2000, আইএসবিএন ৩-৯০১৯৩২-০৪-৬.
  10. "Johann Schwarzer films on the Europa Film Treasures site"। ২১ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  11. "IMDB Bio of Audrey Munson"। IMDB.com। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০০৮ 
  12. Robertson, James Crighton (১৯৯৩)। The Hidden Cinema: British Film Censorship in Action, 1913-1975। Routledge। পৃষ্ঠা 9–10। আইএসবিএন 0-415-09034-2 
  13. অলমুভিতে Child Bride (ইংরেজি)
  14. Doherty, Thomas & Doherty, Thomas Patrick (২০০৭)। Hollywood's censor: Joseph I. Breen & the Production Code Administration। Columbia University Press। পৃষ্ঠা 310আইএসবিএন 0-231-14358-3 
  15. "SEX IN FILM 1960's"filmsite.org 
  16. "MONSTER NUDIES: Sixties Cinema Oddities"forcesofgeek.com। ৩০ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  17. "Most Popular "nudity" Feature Films Released 1960-01-01 to 1960-12-31"imdb.com 
  18. "A Clockwork Orange at 50: Stanley Kubrick's biggest, boldest provocation"theguardian.com। ১৯ ডিসেম্বর ২০২১। 
  19. Fox, David J. (সেপ্টেম্বর ২৭, ১৯৯০)। "X Film Rating Dropped and Replaced by NC-17 : Movies: Designation would bar children under 17. Move expected to clear the way for strong adult themes."Los Angeles Times। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৬, ২০১৬ 
  20. "Henry & June (1990) - Parents Guide"IMDb 
  21. "SEX IN FILM 1990's"filmsite.org 
  22. "'বেসিক ইন্সটিংক্ট'-এ আমাকে ঠকিয়ে 'ভ্যাজাইনা' শ্যুট করা হয়েছিল': শ্যারন স্টোন"bangla.hindustantimes.com। ২১ মার্চ ২০২১। 
  23. "অন্তর্বাস খুলতে বলায় পরিচালককে সেদিন যা করেছিলেন শ্যারন"kalerkantho.com। ২১ মার্চ ২০২১। 
  24. "5 Reasons Why We Love Kate Winslet!"desimartini.com। ৫ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  25. "মঞ্চে নগ্ন হওয়ার পর কী ঘটেছিল, জানালেন 'টাইটানিক' নায়িকা"প্রথম আলো। ২৭ ডিসেম্বর ২০২২। 
  26. "Judd Apatow Vows to Include Wangs in Every Film He Makes"Vulture। ১৮ ডিসেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২ 
  27. "The Slippery Slope of the MPAA's New Ratings Policy"। Spangle Magazine। ২০১০-১০-১১। ২০১১-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-০৯ 
  28. Lacey, Liam (২ মার্চ ২০১২)। "The naked truth about on-screen nudity"The Globe and Mail। ৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১২ 
  29. Epstein, Edward Jay (১৫ আগস্ট ২০০৫)। "Sex and The Cinema"। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২ 
  30. "যে কারণে নগ্ন দৃশ্যে অভিনয়ে অস্বস্তি হয় না এই অভিনেত্রীর"প্রথম আলো। ২৮ ডিসেম্বর ২০২২। 
  31. "নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না এই অভিনেত্রী"প্রথম আলো। ১৫ নভেম্বর ২০২২। 
  32. "GANDU: An Explosive Film that Melds I STAND ALONE with 8 MILE in the Ghetto Hood of Calcutta" Hammer to Nail.com. Published 30 January 2011. Retrieved 29 May 2013,
  33. Parents' Guide for Chatrak (2011). Publisher: IMDB.com. Retrieved: 30 April 2014.
  34. "Frontal nudity? I've shot for it long back: Rii"The Times of India। ২৫ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৬ 
  35. Movie News। "Kamalini Mukherjee talks on nudity."। greatandhra.com। ২ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  36. Entertainment। "Kamalini goes nude for Kutty Srank."। timesofindia.indiatimes.com। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  37. "Adult content in Hindi-Urdu cinema"www.indpaedia.com। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬ 
  38. "B'wood stars dare to bare"The Times of India। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬ 
  39. "Utsav, Maya Memsaab, Kamasutra: Why we shouldn't be shocked over Radhika Apte's nude scene!"www.bollywoodlife.com। ২৮ এপ্রিল ২০১৫। ৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬ 
  40. "OMG! Ranveer Singh Has Shot Nude Scenes In Befikre; Says, 'You Will See My Butt Naked"Filmibeat। ১২ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬ 
  41. "Happy birthday Raj Kapoor: 9 hottest heroines of the Show Man"Hindustan Times। ১৪ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৬ 
  42. "Shah Rukh Khan at 51: Forget 10 things. Here are 51 things you need to know about SRK"India Today। ২ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৭ 
  43. "Dimple Kapadia, Simi Garewal, SRK; Stars Who Showcased Actual Nudity On-Screen!"daily.bhaskar.com। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 
  44. "Befikre:Why we are keenly looking forward to the film"। ৯ ডিসেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৭ 

এ সম্পর্কিত কিছু বই

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]