খারকিভ
খারকিভ Харків কারকফ | |
---|---|
নগর | |
ইউক্রেনীয় প্রতিলিপি | |
• জাতীয়, এএলএ-এলসি, বিজিএন/পিসিজিএন | Kharkiv |
• বৈজ্ঞানিক | Charkiv |
ডাকনাম: স্মার্ট শহর | |
![]() খারকিভের মানচিত্র | |
খারকিভের মানচিত্র | |
স্থানাঙ্ক: ৪৯°৫৯′৩৩″ উত্তর ৩৬°১৩′৫২″ পূর্ব / ৪৯.৯৯২৫০° উত্তর ৩৬.২৩১১১° পূর্ব | |
দেশ | ![]() |
অব্লাস্ট | খারকিভ |
রায়োন | খারকিভ |
গ্রোমাদা | খারকিভ পৌর গ্রোমাদা |
প্রতিষ্ঠিত | ১৬৫৪[১] |
জেলা | ৯টি জেলার পূর্ণ তালিকা[২]
|
সরকার | |
• মেয়র | ইগর তেরেকভ[৩] (কের্নেস ব্লক – সফল খারকিভ[৪]) |
আয়তন | |
• নগর | ৩৫০ বর্গকিমি (১৪০ বর্গমাইল) |
• মহানগর | ৩,২২৩ বর্গকিমি (১,২৪৪ বর্গমাইল) |
উচ্চতা | ১৫২ মিটার (৪৯৯ ফুট) |
জনসংখ্যা (২০২২) | |
• নগর | ১৪,২১,১২৫ |
• ক্রম | ইউক্রেনে ২য় |
• জনঘনত্ব | ৪,৫০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
• মহানগর | ১৭,২৯,০৪৯[৫] |
বিশেষণ | খারকিভীয়, খারকিভাইট[৬] |
সময় অঞ্চল | পূর্ব ইউরোপীয় সময় অঞ্চল (ইইটি) (ইউটিসি+০২:০০) |
• গ্রীষ্মকালীন (দিসস) | পূর্ব ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অঞ্চল (ইইএসটি) (ইউটিসি+০৩:০০) |
ডাক কোড | ৬১০০১–৬১৪৯৯ |
নিবন্ধন ফলক | AX, KX, ХА (পুরনো), 21 (পুরনো) |
ভগিনী শহর | অ্যালবাকের্কি, বোলোনিয়া, সিনসিনাটি, কাউনাস, লিল, নুরেমবার্গ, পজনান, থিয়েনচিন, চিনান, কুটাইসি, ভার্না, রিশন লেৎসিওন, বের্নো, ডগাভপিলস |
ওয়েবসাইট | www |
খারকিভ[ক] (বিকল্প নামে কারকফ) হলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী।[৭] ইউক্রেনের উত্তর-পূর্বাংশে অবস্থিত খারকিভ নগরী দেশটির ঐতিহাসিক স্লবোদা ইউক্রেন অঞ্চলের বৃহত্তম শহর। এটি খারকিভ অব্লাস্ট ও খারকিভ রায়নের প্রশাসনিক কেন্দ্র। ২০২২ সালের প্রথমদিকের হিসাব অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পূর্বে খারকিভের জনসংখ্যা ছিল প্রায় ১৪,২১,১২৫ জন।[৮]
১৬৫৪ সালে কসাকদের হাতে দুর্গনগরী হিসেবে খারকিভের গোড়াপত্তন ঘটে। ১৯ শতাব্দীর শেষ নাগাদ রুশ সাম্রাজ্যের অধীনে খারকিভ একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠে। ১৯১৯ সালের ডিসেম্বর মাস থেকে ১৯৩৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত খারকিভ ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী ছিল। এই সময়ে সুদূর পল্লী অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের আগমন এবং ইউক্রেনীয় সাংস্কৃতিক বহিঃপ্রকাশের উপর নিষেধাজ্ঞায় শিথিলতার ফলে খারকিভ শহরের জাতিবৈচিত্র্য ব্যাপকভাবে প্রভাবিত হয়। ইউক্রেনীয়রা রুশ জাতিকে অতিক্রম করে নগরীর সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তা হিসেবে আত্মপ্রকাশ করে। সোভিয়েত ইউনিয়নের আমলে খারকিভ দেশটির ষষ্ঠ বৃহত্তম শহর ছিল।
ইউক্রেনের স্বাধীনতার পর খারকিভ সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা, যাতায়াত ও শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। খারকিভের গুরুত্বপূর্ণ স্থানসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যানানসিয়েশন ও ডর্মিশন ক্যাথেড্রাল, খারকিভের স্বাধীনতা চত্বরে অবস্থিত দেরঝপ্রম ভবন, খারকিভ রেলওয়ে স্টেশন, খারকিভ জাতীয় বিশ্ববিদ্যালয় ও খারকিভ ট্রাক্টর কারখানা ইত্যাদি। যন্ত্রাংশ শিল্প, ইলেকট্রনিক্স এবং সমরাস্ত্র খারকিভের প্রধান শিল্প।
২০১৪ সালের মার্চ ও এপ্রিল মাসে খারকিভ শহরে রুশপন্থী ও ইউক্রেনপন্থী উভয় দলের বিক্ষোভ দেখা যায়। একই সাথে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা শহর ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পূর্ব রণাঙ্গনে খারকিভ রুশ বাহিনীর একটি বৃহৎ লক্ষ্যবস্তু ছিল। তবে রুশ বাহিনী অভিযানে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। তখন থেকে অদ্যাবধি খারকিভ রাশিয়ার পুনঃপুনঃ আক্রমণের সম্মুখীন হচ্ছে। ২০২৪ সালের এপ্রিল মাসের প্রতিবেদন অনুসারে, রুশ আক্রমণে খারকিভ নগরী ক্ষতিগ্রস্ত ও প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে।[৯][১০][১১]
নামের উৎপত্তি
[সম্পাদনা]
খারকিভ নামটির উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। কোনো কোনো উৎসের তথ্যানুসারে , খারকিভ শব্দটি এর "কিংবদন্তি" প্রতিষ্ঠাতা খারকোর নামানুসারে করা হয়েছে। [১২]
খারকিভ শহরের অন্যান্য নামগুলো হলো- চারকো, চারকোভ ও জাখারপোলিস। [১৩]
ইতিহাস
[সম্পাদনা]

ব্রোঞ্জ যুগের সাংস্কৃতিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন খারকিভ শহরে পাওয়া গেছে। স্কাইদ ও সামারিটানরাও এখানে বসবাস করেছে। দ্বিতীয় থেকে ষষ্ঠ শতাব্দীতে এখানে চেরিয়ানোকভ সংস্কৃতির বিকাশ ঘটেছে।
প্রতিষ্ঠা
[সম্পাদনা]নিপ্রো নদীর দক্ষিণতীরবর্তী ইউক্রেনীয় অঞ্চলে (ডান তীরের ইউক্রেন নামেও পরিচিত) ১৬৫৪ সালে যুদ্ধের সূচনা হয়। যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে অনেকে সেখান থেকে পালিয়ে খারকিভ-এ বসতি স্থাপন করেন। [১২] ইতোপূর্বে এই অঞ্চল কসাক হেতমানেতে-র অংশ ছিল। [১৪] লোপান ও খারকিভ নদীর তীরে ক্রমেই মানুষের আগমন বৃদ্ধি পেতে থাকে। [১৫] ইভান ক্রিভোশলিক এই বসতি স্থাপনকারীদের নেতৃত্ব প্রদান করেছিলেন।
চল্লিশ কিলোমিটার পূর্বে চুহিভের একটি স্থানীয় প্রশাসনিক দপ্তর (ভোইভোডে) খারকিভের কার্যক্রম নিয়ন্ত্রণ করত। [১৫] ভোয়িন সেলিফোন্তোভ ১৬৫৬ সালে এর প্রথম প্রশাসক নিযুক্ত হন। তিনি এখানেনে একটি অস্ত্রোগ বা দুর্গ নির্মাণের কাজ শুরু করেন। [১৫] সেসময় খারকিভের জনসংখ্যা ছিল ১০০০-এর মতো। এর অর্ধেকই ছিল কসাক। সেলিফোন্তোভ এখানে মস্কো থেকে কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ৭০ জন কর্মচারী নিয়ে এসেছিলেন। [১৫]
টীকা
[সম্পাদনা]- ↑ নিচে #নামের উৎপত্তি অংশ দেখুন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What Makes Kharkiv Ukrainian" (ইংরেজি ভাষায়)। দি ইউক্রেনিয়ান উইক। ২৩ নভেম্বর ২০১৪। ৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;nmcrinK
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Терехов офіційно став мером Харкова" [আনুষ্ঠানিকভাবে খারকিভের মেয়র হলেন তেরেখভ]। উক্রাইনস্কা প্রাভদা (ইউক্রেনীয় ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ "Блок Кернеса висунув Терехова кандидатом у мери" [মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য কের্নেস ব্লক থেকে তেরেকভ মনোনীত]। উক্রাইনস্কা প্রাভদা (ইউক্রেনীয় ভাষায়)। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৩।
- ↑ The number of the available population of Ukraine as of January 1, 2022 (পিডিএফ) (ইংরেজি ভাষায়), ১০ আগস্ট ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩
- ↑ "Ukraine's second Winter Olympics: one medal, some good performances"। দি ইউক্রেনিয়ান উইকলি (ইংরেজি ভাষায়)। ১ মার্চ ১৯৯৮। ৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২০।
- ↑ "Kharkiv "never had eastern-western conflicts"" (ইংরেজি ভাষায়)। ইউরোনিউজ। ২৩ অক্টোবর ২০১৪। ২০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২২।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;living_kharkiv
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ বামফোর্থ, টম (১২ এপ্রিল ২০২৪)। "Ukraine's air defence shortages leave Kharkiv more exposed to Russian bombs"। রয়টার্স (ইংরেজি ভাষায়)।
- ↑ কুক, এলি (১১ এপ্রিল ২০২৪)। "Zelensky issues dire Kharkiv warning"। নিউজউইক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ "Ukraine war briefing: Kharkiv residents suffer as Russia intensifies attacks"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। ইউক্রেন। সংগ্রহের তারিখ ১ মে ২০২৪।
- ↑ ক খ http://ukrainianweek.com/History/123906
- ↑ Grigory Savvich Skovoroda, Full collection of works, (Garden of Divine Songs), v. 2, in Teaching Thought, Kiev 1973.
- ↑ Solchanyk, Roman; Sol'čanik, Roman (26 ডিসেম্বর, 2001)। "Ukraine and Russia: The Post-Soviet Transition"। Rowman & Littlefield – Google Books-এর মাধ্যমে। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ "Живий Харків. Нічна екскурсія містом-господарем"। Історична правда।