কাটাপাহাড়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাটাপাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরের একটি শৈলশিরা। কাটাপাহাড় ও জালাপাহাড় শৈলশিরা দুটি অবজার্ভেটরি হিলে এসে মিশেছে।

যে পর্বতমালাটির উপর দার্জিলিং অবস্থিত, সেটি ইংরেজি Y-আকৃতিবিশিষ্ট। এটির মূল কাটাপাহাড় ও জালাপাহাড় এবং অবজার্ভেটরি হিল থেকে বেরিয়ে আসা দুটি অংশের উপর অবস্থিত। উত্তর-পূর্ব শাখাটি হঠাৎ শেষ হয়েছে লেবং-এর কাছে। উত্তর-পশ্চিম অংশটি নর্থ পয়েন্টের পাশ দিয়ে গিয়ে টুকভের চা বাগানের কাছে মিশেছে।[১]

পাদটীকা[সম্পাদনা]

  1. Khawas, Vimal (২০০৩)। "Urban Management in Darjeeling Himalaya: A Case Study of Darjeeling Municipality."। The Mountain Forum। ২০০৪-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-০২ Now available in the Internet Archive in this (accessed on 2 July 2007)

আরও দেখুন[সম্পাদনা]