দার্জিলিং রোপওয়ে
অবয়ব
দার্জিলিং রোপওয়ে | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
মালিকানায় | পশ্চিমবঙ্গ সরকার |
অবস্থান | দার্জিলিং, পশ্চিমবঙ্গ |
পরিবহনের ধরন | রোপওয়ে |
লাইনের (চক্রপথের) সংখ্যা | ১ |
প্রধান কার্যালয় | দার্জিলিং |
চলাচল | |
চালুর তারিখ | ১৯৬৮ |
পরিচালক সংস্থা | দর্জিলিং রোপওয়ে কর্তৃপক্ষ |
একক গাড়ির সংখ্যা | ১৬ টি |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ৮ কিলোমিটার (৫.০ মা) |
দার্জিলিং রোপওয়ে হল পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং-এর একটি রোপওয়ে পরিবহন ব্যবস্থা। এটি দার্জিলিং ও সিংলাবাজার এর মধ্যে পরিসেবা প্রদান করে। এই রোপওয়ে পরিবহন দার্জিলিং-এর পর্যটন ক্ষেত্রে এক অন্যতম আকর্ষণ।
ইতিহাস
[সম্পাদনা]১৯৬৮ সালে প্রথম দার্জিলিং ও সিংলাবাজার এর মধ্যে এই পরিবহন ব্যবস্থা চালু হয়। এই রোপওয়ে পথের নিচে রয়েছে রাম্মাম নদী ও রাম্মাম উপত্যকা। ২০০৩ সালে এই রোপওয়ে পরিসেবায় এক দুর্ঘটনা ঘটে; যার ফলে ৪ জন পর্যটকের মৃত্যু হয়। এরপর পরিসেবা ৮ বছর বন্ধ থাকে এবং ২০১২ সালের ২ ফেব্রুয়ারি আবার পরিসেবা শুরু হয়।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দার্জিলিংয়ে ফের চলবে রোপওয়ে?"। সংবাদ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬।