ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

স্থানাঙ্ক: ২৪°৫৭′৪৮″ উত্তর ৯১°৫২′০১″ পূর্ব / ২৪.৯৬৩৩৩° উত্তর ৯১.৮৬৬৯৪° পূর্ব / 24.96333; 91.86694
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৩৩, ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে সম্পাদিত হয়েছিল (2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1))। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক
পরিচালকবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
পরিষেবাপ্রাপ্ত এলাকাসিলেট, বাংলাদেশ
এএমএসএল উচ্চতা৫০ ফুট / ১৫ মিটার
স্থানাঙ্ক২৪°৫৭′৪৮″ উত্তর ৯১°৫২′০১″ পূর্ব / ২৪.৯৬৩৩৩° উত্তর ৯১.৮৬৬৯৪° পূর্ব / 24.96333; 91.86694
মানচিত্র
ZYL বাংলাদেশ-এ অবস্থিত
ZYL
ZYL
বাংলাদেশে বিমানবন্দরের অবস্থান
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
১১/২৯ ৯,৬৪৬ ২,৯৪০ পিচ/কংক্রিট
সূত্রঃ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ[১]

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (আইএটিএ: ZYL, আইসিএও: VGSY) বাংলাদেশের একটি অন্যতম প্রধান ও তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি দেশের উত্তর-পূর্ব কোণের বিভাগীয় শহর সিলেটে অবস্থিত। এটি মূল সিলেট শহর হতে উত্তর-পুর্ব দিকে ৫ মাইল (৮ কিঃমিঃ) দূরে বড়শাল এলাকায় অবস্থিত। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় ও বাংলাদেশের জাতীয় এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর জন্যও ব্যবহৃত হয়। বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, ইউনাইটেড এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেট থেকে ঢাকায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। বিমানবন্দর ব্যবহার করা যাত্রীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশী এবং যুক্তরাজ্য বসবাস করা সিলেট বিভাগ-এর লোকজনের বংশধর।

ইতিহাস

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পুরাতন ভবন

ওসমানী অান্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ও বাংলাদেশের তিনটি অান্তর্জাতিক বিমানবন্দরের একটি। এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীর নামানুসারে নামকরণ করা হয়। তারপূর্বে এটির নাম ছিল সিলেট বিমানবন্দরওসমানী অান্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যুক্তরাজ্য ও দুবাইসহ বিভিন্ন দেশের সাথে সরাসরি বিমান চলাচল করে। তাছাড়াও দেশের অভ্যন্তরে ঢাকা - সিলেট, সিলেট-চট্টগ্রাম ইত্যাদি রূটেও বিমান চলাচল করে থাকে। খুব সাম্প্রতিক সিলেট- শিলচরসিলেট- কক্সবাজার রূটেও বিমান চলাচলের কথা রয়েছে।

বিমান এবং গন্তব্যস্থল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবি, দোহা, দুবাই, লন্ডনের হিথ্রো ও জেদ্দা থেকে সিলেটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। এছাড়া অন্যান্য বেসরকারি বিমান সংস্থা অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

বিমান সংস্থাগন্তব্যস্থল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবুধাবী, ঢাকা, দোহা, লন্ডন হিথ্রো[ক]
ফ্লাইদুবাই দুবাই-আন্তর্জাতিক
নভোএয়ার ঢাকা
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকার
  1. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট লন্ডন হিথ্রোর সাথে বিমান পরিচালনা করার সময় ঢাকায় থামে।

ঘটনা-দুর্ঘটনা

  • ২২ ডিসেম্বর ১৯৯৭, একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৬০৯ ৮৫ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। যা অবতরণ করার সময় ঘন কুয়াশার কারণে রানওয়ে পাদদেশ থেকে ৫.৬ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে বিধ্বস্ত হয়। এতে ১৭ জন যাত্রী অহত হয়।[২]
  • ৮ অক্টোবর ২০০৪, একটি ফকার এফ২৮-৪০০০ মডেলের বিমান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৬০১ ৭৯ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। অবতরণের পর রানওয়ে ভেজা থাকার কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে খাঁদে পড়ে যায়। এতে ২ জন যাত্রী আহত হয়।

তথ্যসূত্র

  1. "Aerodrome Information: Osmani International Airport, Sylhet"বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ইংরেজি ভাষায়)। ২১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "ASN Aircraft accident Fokker F-28 Fellowship 4000 S2-ACJ Sylhet Civil Airport (ZYL)"এভিয়েশন সেফটি নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১২ 

বহি:সংযোগ