শাহ মখদুম বিমানবন্দর (আইএটিএ: RJH, আইসিএও: VGRJ) হল বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি আভ্যন্তরীন বিমান বন্দর [২] রাজশাহী হল রাজশাহী বিভাগ এর প্রধান শহর। ২০১৫ সালের এপ্রিল মাসে বিমান বাংলাদেশ ৪ বছর পর আবার চালু করে।[৪]
এই বিমানবন্দরটি সাগরপৃষ্ঠ থেকে ৬৪ ফুট (২০ মিটার) উপরে অবস্থিত। ইহাতে মাত্র একটি রানওয়ের আছে যার পরিমাপ ৬,০০০ বাই ৯৮ ফুট (১,৮২৯ বাই ৩০ মিটার) যার নির্দেশনা ১৭/৩৫।[২]
২৫শে এপ্রিল ২০১৩ তারিখে বাংলাদেশ ফ্লাইং একাডেমীর দুই সিটের একটি চেস্না ১৫২ (S2-ABI) উড্ডয়ন প্রশিক্ষণ বিমান রাজশাহী বিমান বন্দরে জরুরি অবতরণ করে।[৫] অবতরনের সময় বিমানটি উল্টিয়ে যায়, প্রশিক্ষক এবং শিক্ষানবিস বিমান-চালক উভয়ই সামান্য আহত হয়ে বেচে আসেন।[৫]
২রা এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ ফ্লাইং একাডেমীর একটি চেস্না ১৫২ (S2-ABI) প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কালে বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান নামে এক প্রশিক্ষণার্থী বিমানের ভেতরেই পুড়ে মারা যান এবং পরে প্রশিক্ষক লে. কর্নেল সাঈদ কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।[৬][৭]
৯ জানুয়ারী ২০২১ তারিখে গ্যালাক্সি ফ্লাইং একাডেমীর একটি চেস্না ১৫২ (S2-FK) উড্ডয়ন প্রশিক্ষণ বিমান রাজশাহী অবতরণের সময় হার্ডল্যান্ডিং এর জন্য চাকা ভেঙ্গে যায় এবং বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রশিক্ষক এবং শিক্ষানবিস বিমান চালক অক্ষত থাকেন।[৬]