উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া এশীয় মাস ২০২১
আলোচনা যোগ করুনএই পাতাটি উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ পাতার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
সংগঠক
[সম্পাদনা]Aishik Rehman বিগত বছরগুলির একজন নিয়মিত সংগঠক হিসাবে এবারো নাম যুক্ত করলাম। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১১:৩৪, ১০ অক্টোবর ২০২১ (ইউটিসি)
ব্যাংক
[সম্পাদনা]আমার অনুবাদকৃত ‘ব্যাংক অফ বাহরাইন এন্ড কুয়েত’ পেজটি খুঁজে পাচ্ছিনা। অনুগ্রহকরে কেউ একটু হেল্প করবেন। -- Ramim (আলাপ) ০৬:৩১, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman বাহরাইন ও কুয়েত ব্যাংক দেখুন। নামান্তর করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫৭, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil ভাইয়া, নামান্তর করার ফলে এই নিবন্ধ ‘উইকিপিডিয়া এশীয় মাস ২০২১’ প্রতিযোগিতায় পয়েন্ট যোগ হবে তো? -- Ramim (আলাপ) ১২:০০, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: পয়েন্টে কোন সমস্যা হবে না, আমি ফাউন্টেনেও সংশোধন করে দিয়েছি —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil অনেক ধন্যবাদ, ভাইয়া। কিন্তু আমার একটা কথা ছিল, যেহেতু এটা একটি প্রতিষ্ঠানের নাম, এটার আক্ষরিক অনুবাদ কি দরকার ছিল? ইংরেজি নামটাই ঠিক ছিলনা? যেমন ধরুন, আমাদের ইষ্টার্ন ব্যাংক, এটার নাম যদি পূর্বাঞ্চলীয় ব্যাংক দেই সেটা কি ঠিক হবে? আমি এখানে নতুন, আমি ভুল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। -- 103.59.38.54 (আলাপ) ১২:৪৮, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman আমি ঠিক জানিনা @Prodipto Deloar: ভাই কিজন্য বা কি ভেবে স্থানান্তর করেছেন। সাধারণত কোন প্রতিষ্ঠানের মূল নামের চেয়ে বাংলায় অনুবাদকৃত নাম যদি অধিক প্রচলিত হয় (বাংলাদেশ, ভারত সাপেক্ষে) সেক্ষেত্রে অনুবাদকৃত নাম শিরোনাম হিসাবে ব্যবহৃত হয়। আশা করছি দেলোয়ার ভাই বিষয়টি ব্যাখা করবেন —শাকিল (আলাপ · অবদান) ১২:৫৪, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- আচ্ছা, বুঝতে পেরেছি। ধন্যবাদ। -- 103.59.38.54 (আলাপ) ১২:৫৯, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman আমি ঠিক জানিনা @Prodipto Deloar: ভাই কিজন্য বা কি ভেবে স্থানান্তর করেছেন। সাধারণত কোন প্রতিষ্ঠানের মূল নামের চেয়ে বাংলায় অনুবাদকৃত নাম যদি অধিক প্রচলিত হয় (বাংলাদেশ, ভারত সাপেক্ষে) সেক্ষেত্রে অনুবাদকৃত নাম শিরোনাম হিসাবে ব্যবহৃত হয়। আশা করছি দেলোয়ার ভাই বিষয়টি ব্যাখা করবেন —শাকিল (আলাপ · অবদান) ১২:৫৪, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil অনেক ধন্যবাদ, ভাইয়া। কিন্তু আমার একটা কথা ছিল, যেহেতু এটা একটি প্রতিষ্ঠানের নাম, এটার আক্ষরিক অনুবাদ কি দরকার ছিল? ইংরেজি নামটাই ঠিক ছিলনা? যেমন ধরুন, আমাদের ইষ্টার্ন ব্যাংক, এটার নাম যদি পূর্বাঞ্চলীয় ব্যাংক দেই সেটা কি ঠিক হবে? আমি এখানে নতুন, আমি ভুল বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। -- 103.59.38.54 (আলাপ) ১২:৪৮, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: পয়েন্টে কোন সমস্যা হবে না, আমি ফাউন্টেনেও সংশোধন করে দিয়েছি —শাকিল (আলাপ · অবদান) ১২:০৬, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil ভাইয়া, নামান্তর করার ফলে এই নিবন্ধ ‘উইকিপিডিয়া এশীয় মাস ২০২১’ প্রতিযোগিতায় পয়েন্ট যোগ হবে তো? -- Ramim (আলাপ) ১২:০০, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
@MdsShakil: ভাই! আমার মতে নিবন্ধটির নাম বাংলাতে হওয়া উচিৎ। অন্তত যেগুলো কেন্দ্রীয় সংস্থা বা ব্যাংক। দেশের প্রধান সংস্থা বা ব্যাংকগুলোর নাম অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই হয়ে থাকে। এই প্রতিষ্ঠার নামগুলো অবশ্যই বাংলায় প্রতিবর্নী হওয়া উচিৎ। যেমনঃ ইরানের কেন্দ্রীয় ব্যাংক, জাপান ব্যাংক, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক। হ্যা আমি মানছি, বাংলা বা বিভিন্ন উইকিতে দুই প্রতিবর্নীকরণ এবং রেখে দেওয়া দুইরকম পদ্ধতিই চালু আছে, তবে আমি প্রতিবর্নীর পক্ষে। ইংলিশরা লেখকের বইয়ের নামও ইংরেজিতে অনুবাদ করে দেয় অনেক ক্ষেত্রে। তবে আমি এই সম্পাদনা আমি আফতাব ভাই থেকে অনুপ্রাণিত হয়েও করেছি, তিনি প্রধান সংস্থাগুলোর নাম বাংলায় করে দিয়েছিলেন। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১৩:৩৪, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- অনেক পরে আলোচনাটি দেখলাম। প্রদীপ্ত দেলোয়ার যা বলল, তাই। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক, দেশের মূল ব্যাংকের নাম বাংলায় বাংলা করে ব্যবহার হতে দেখা যায়। এছাড়া লক্ষণীয়, ব্যাংকের মূল নাম হল আরবি بنك البحرين والكويت (ব্যাংক আল-বাহরাইল ওয়াল কুয়েত), ইংরেজি নাম আরবি থেকে অনুবাদ মাত্র। আর আমি যদি ভুলও বলি মানে যদি উল্টো হয়, তাহলেও লক্ষণীয় যে আরবিতে ইংরেজি থেকে অনূদিত হয়ে ব্যাংক আল-বাহরাইল ওয়াল কুয়েত ব্যবহার করে। ফলে
যেহেতু এটা একটি প্রতিষ্ঠানের নাম, এটার আক্ষরিক অনুবাদ কি দরকার ছিল? ইংরেজি নামটাই ঠিক ছিলনা?
সর্বক্ষেত্রে সঠিক নয়। বাংলাতেই দুনিয়ার প্রচুর প্রতিষ্ঠানের নাম মূল ভাষার বদলে বাংলায় অনূদিত হয়ে ব্যবহার হয়। শুধু বাংলায় না, সব ভাষায় এটা হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৯, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
অংশগ্রহণ সম্পর্কিত জিজ্ঞাসা
[সম্পাদনা]শুভ কামনা রইল। আমি কাতারে বসবাসকারী একজন বাংলাদেশী। আমি প্রথমবার এই ইভেন্টে অংশগ্রহণ করতে চেষ্টা করছি। আমি কি নিবন্ধ ইংরেজিতে সাবমিট দিতে পারি? -- Md Nahid Islam Sumon (আলাপ) ১৫:১৭, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md Nahid Islam Sumon: আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ বাংলা ভাষায় অনুবাদ করে জমা দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৫, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- ওকে, ধন্যবাদ। -- Md Nahid Islam Sumon (আলাপ) ১৭:০৯, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md Nahid Islam Sumon: আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ বাংলা ভাষায় অনুবাদ করে জমা দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৫, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
ভাইয়ারা, একটা ঝামেলায় পড়েছি। আমি সম্প্রতি ‘ভেনিলেল’নামে একটি নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু লগইন না করেই আপলোড দিয়ে ফেলেছি। এখন ফাউন্টেনে নিচ্ছে না। কোন উপায় থাকলে একটু জানাবেন। ধন্যবাদ। — Md. Forhad Rahman (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @Md. Forhad Rahman: নিবন্ধটিকে ব্যবহারকারী:Md. Forhad Rahman/ভেনিলেল পাতায় এনেছি। সেখানের তথ্যগুলো কপি করে আপনার একাউন্ট থেকে পুনরায় তৈরি করুন তাহলে জমা দিতে পারবেন। রিয়াজ (আলাপ) ১২:১৩, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz হয়েছে। অনেক ধন্যবাদ. ভাইয়া। -- Ramim (আলাপ) ১৩:০৭, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz ভাইয়া, ফাউন্টেনে ঢোকা যাচ্ছেনা। এরর দেখাচ্ছে কেন বলতে পারবেন? -- Ramim (আলাপ) ০৭:০৪, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: ঘণ্টাখানেক পর আবার চেষ্টা করুন এরকম সমস্যা সবারই মাঝে মাঝে হয়। সম্ভবত সাইটের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। -- রিয়াজ (আলাপ) ০৭:৩৮, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Riaz ভাইয়া, ফাউন্টেনে ঢোকা যাচ্ছেনা। এরর দেখাচ্ছে কেন বলতে পারবেন? -- Ramim (আলাপ) ০৭:০৪, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
আন্তর্জাতিক স্থান এর নেপাল
[সম্পাদনা]আন্তর্জাতিক স্থান এর নেপাল সাবমিট করতে সমস্যা হচ্ছে সাহায্য করুন প্লিজ।Prince ovy (আলাপ) ১৩:০৯, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Prince ovy: ৩০০ শব্দের কম শব্দসংখ্যার নিবন্ধ জমা দেওয়া যাবে না —শাকিল (আলাপ · অবদান) ১৩:১৮, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakilউইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০২১/নিবন্ধ তালিকা আমি কি এইগুলো বাইরে আর্টিকেল গুলো অনুবাদ করতে পারি -- Prince ovy (আলাপ) ১৩:২৬, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Prince ovy: নিয়মাবলীতে যেমনটা বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে। এই অনুসারে তালিকার বাইরের নিবন্ধ নিয়েও কাজ করতে পারবেন —শাকিল (আলাপ · অবদান) ১৩:৪০, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakilউইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০২১/নিবন্ধ তালিকা আমি কি এইগুলো বাইরে আর্টিকেল গুলো অনুবাদ করতে পারি -- Prince ovy (আলাপ) ১৩:২৬, ২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
ছবি যুক্তকরন
[সম্পাদনা]‘আমেরিকান ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল এশিয়া’ এই নিবন্ধে ছবি অ্যাড করতে পারছিনা। একটু হেল্প করবেন। (ফরহাদ আলাপ)
- @Md. Forhad Rahman: ছবি যুক্ত করেছে হিরক রাজা। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ১১:১৭, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Prodipto Deloar অনেক ধন্যবাদ। -- Ramim (আলাপ) ১১:১৯, ৯ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- 'সুজান তামিম' নিবন্ধেও ছবি যুক্ত করতে পারছিনা। একটু হেল্প করবেন এবং কখনও ছবি যুক্ত করতে পারি কখনও পারিনা। একটু বিস্তারিত বললে ভাল হত। -- Ramim (আলাপ) ১৮:২০, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman চিত্র আপলোড করা হয়েছে। মুক্ত চিত্র উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়। কমন্সের চিত্র ঝামেলা ছাড়াই যে কোনো প্রকল্পে ব্যবহার করা যায়। যদি মুক্ত চিত্র না পাওয়া যায় তখন বাংলা বা ইংরেজি উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে আপলোড করা হয়। সমস্যা হচ্ছে, ইংরেজিতে স্থানীয়ভাবে আপলোড করা ছবি বাংলায় কাজ করবে না। আপনার জন্য সমাধান হচ্ছে, আগে ইংরেজির অমুক্ত চিত্রটি ডাউনলোড করুন। এরপর এখানে গিয়ে নির্দেশনা মতো আপলোড করুন। না বুঝলে জানাবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২০:৪২, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। -- Ramim (আলাপ) ০৬:২৯, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya ভাইয়া, এই পর্যন্ত সবগুলো ছবিই যুক্ত করতে পেরেছি। কিন্তু ‘অ্যাময় গার্ডেনস’ এই নিবন্ধে মূল ছবিটি কোনভাবেই যুক্ত করতে পারছি না। একটু দেখবেন। ধন্যবাদ। ~~~~ -- Ramim (আলাপ) ১৬:০৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:২৪, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Yahya অনেক অনেক ধন্যবাদ। ~~~~ -- Ramim (আলাপ) ১৬:২৬, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:২৪, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman চিত্র আপলোড করা হয়েছে। মুক্ত চিত্র উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়। কমন্সের চিত্র ঝামেলা ছাড়াই যে কোনো প্রকল্পে ব্যবহার করা যায়। যদি মুক্ত চিত্র না পাওয়া যায় তখন বাংলা বা ইংরেজি উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে আপলোড করা হয়। সমস্যা হচ্ছে, ইংরেজিতে স্থানীয়ভাবে আপলোড করা ছবি বাংলায় কাজ করবে না। আপনার জন্য সমাধান হচ্ছে, আগে ইংরেজির অমুক্ত চিত্রটি ডাউনলোড করুন। এরপর এখানে গিয়ে নির্দেশনা মতো আপলোড করুন। না বুঝলে জানাবেন। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২০:৪২, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- 'সুজান তামিম' নিবন্ধেও ছবি যুক্ত করতে পারছিনা। একটু হেল্প করবেন এবং কখনও ছবি যুক্ত করতে পারি কখনও পারিনা। একটু বিস্তারিত বললে ভাল হত। -- Ramim (আলাপ) ১৮:২০, ১১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
একই নিবন্ধ দুইজনের জমা দেয়া প্রসঙ্গে
[সম্পাদনা]ইংরেজি Marj Sanur নিবন্ধটি মারজ সানুর নামে Md. Forhad Rahman এবং মার্জ সানুর নামে Ashiqur_Rahman তৈরি করেছন। এর মধ্যে একজনেরটা গৃহিত হয়েছে। আয়োজনকারীদের দৃষ্ঠি আকর্ষণ করছি। -- কুউ পুলক ০৮:৫৯, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক ভাইয়া, এই ইস্যুটা অলরেডি ‘আলাপ:মারজ সানুর’ পাতায় আলোচনা করা হয়েছে। -- Ramim (আলাপ) ০৯:৩৯, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman ও আচ্ছা। -- কুউ পুলক ০৯:৪৫, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
অপরিপূর্ণ অনুবাদ
[সম্পাদনা]আমার অনুবাদকৃত একটি নিবন্ধ ‘ডেঞ্জার আইল্যান্ড, গ্রেট চ্যাগোস ব্যাঙ্ক’ অপরিপূর্ণ অনুবাদ হিসেবে গৃহীত হয়নি। আসলে লিঙ্ক কপি পেস্ট করতে গিয়ে কিছু ইংরেজী বাক্য ও শব্দ মূল নিবন্ধ থেকে পেস্ট হয়ে যায়। এজন্য ‘অপরিপূর্ণ অনুবাদ’ মনে হয়েছে। যাইহোক, আমি প্রয়োজনীয় পরিবর্তন করে দিয়েছি। জুরী বোর্ড নিবন্ধটি গ্রহণ করলে কৃতার্থ হব। — Md. Forhad Rahman (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @মোহাম্মদ হাসানুর রশিদ: এটা দেখুন। ভবিষ্যতের জন্য টীকা; নীতিমালায় সম্পূর্ণ অনুবাদের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১৭:৪৩, ১৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক ভাইয়া, একটু উপরেল্লিখিত ইস্যুটা দেখবেন। ধন্যবাদ। -- Ramim (আলাপ) ০৯:০৪, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman এখন দেখুন। এখন গৃহিত হতে পারে। -- কুউ পুলক ১০:১৬, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক ভাইয়া, অনেক কষ্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এখনও অগৃহীত দেখাচ্ছে, হয়তো পরে গ্রহণ করা হবে। আপনি সত্যিই অনেক কষ্ট করেছেন। ভাল থাকবেন। -- 202.4.110.58 Md. Forhad Rahman
- @Md. Forhad Rahman আপনি মোহাম্মদ হাসানুর রশিদ সাহেবকে একটা বার্তা দিন যে আপনি এই নিবন্ধটির সংশোধন করেছেন। -- কুউ পুলক ১০:৩৫, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @মোহাম্মদ হাসানুর রশিদ: ভাইয়া, আমার ‘ডেঞ্জার আইল্যান্ড, গ্রেট চ্যাগোস ব্যাঙ্ক’ প্রয়োজনীয় শর্ত মেনে সংশোধন করা হয়েছে। আপনার অনুমোদনের অপেক্ষায় থাকলাম। -- Ramim (আলাপ) ১০:৪০, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @কুউ পুলক ভাইয়া, অনেক কষ্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ। এখনও অগৃহীত দেখাচ্ছে, হয়তো পরে গ্রহণ করা হবে। আপনি সত্যিই অনেক কষ্ট করেছেন। ভাল থাকবেন। -- 202.4.110.58 Md. Forhad Rahman
তথ্যসূত্র যোগ করা প্রসঙ্গে
[সম্পাদনা]@শাকিল ভাইয়া, আমার অনুবাদকৃত নিবন্ধ ‘ক্যাফে ডি কোরাল’ এর তথ্যসূত্র না থাকায় নিবন্ধটি গৃহীত হয়নি। এখন তথ্যসূত্র আপডেট করা হয়েছে। অনুগ্রহকরে বিষয়টি দেখবেন। ধন্যবাদ। Md. Forhad Rahman
- @Md. Forhad Rahman: গৃহীত। স্বাক্ষর যোগ করতে বার্তা লেখার পর চারটি টিন্ডা (~~~~) চিহ্ন যোগ করবেন, তাহলে স্বংয়ক্রিয়ভাবে হয়ে যাবে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:২৮, ১৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil আচ্ছা, ধন্যবাদ। ~~~~ -- Ramim (আলাপ) ১০:৩৮, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: nowiki অংশটা বাদ দিয়ে স্বাক্ষর যুক্ত হবে। :) — Meghmollar2017 • আলাপ • ১০:৫১, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Meghmollar2017 ভাইয়া, ‘nowiki অংশ’ কোনটা? ~~~~ -- Ramim (আলাপ) ০৪:৪৫, ১৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: nowiki অংশটা বাদ দিয়ে স্বাক্ষর যুক্ত হবে। :) — Meghmollar2017 • আলাপ • ১০:৫১, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil আচ্ছা, ধন্যবাদ। ~~~~ -- Ramim (আলাপ) ১০:৩৮, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Md. Forhad Rahman: আপনার স্বাক্ষরের nowiki অংশ বাদ দিয়ে শুধু টিল্ডা চিহ্ন দিন। — Meghmollar2017 • আলাপ • ০৪:৪৯, ১৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
বাংলাদেশী সময়
[সম্পাদনা]এশীয় মাস ২০২১ বাংলাদেশী সময়ে কত তারিখে আর কয়টার সময় শেষ হবে? মেহেদী আবেদীন ১৬:০৫, ১৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @Mehediabedin: ইউটিসি সময় ৩০ নভেম্বর রাত ১১:৫৯ মিনিটে। মানে বাংলাদেশ সময় ১ ডিসেম্বর ভোর ৫:৫৯। — Meghmollar2017 • আলাপ • ১৭:২৫, ১৮ নভেম্বর ২০২১ (ইউটিসি)
জমা দিতে পারছি না
[সম্পাদনা]জাপানের স্টেডিয়ামের তালিকা অনুবাদকৃত নিবন্ধটি জমা দিতে পারিতেছি না। জমা নেওয়ার অনুরোধ রইল। Firuz Ahmmed
- @Firuz Ahmmed ৩০০ শব্দের কম হওয়ায় জমা দেওয়া যাবে না। —শাকিল (আলাপ · অবদান) ০৮:০১, ২১ নভেম্বর ২০২১ (ইউটিসি)
লিস্টে আমার নাম নেই কেন
[সম্পাদনা]আমি তো লেখা দিয়েছি। মো. মাহমুদুল আলম (আলাপ) ১২:৫১, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম কোন তালিকায় নেই? একটু বিস্তারিত বলুন :) —শাকিল (আলাপ · অবদান) ১৩:৩৮, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
অংশ গ্রহনকারীর তালিকায় নাম নেই। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:০০, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম: আপনি হয়তো আগে যোগ করেননি, তাই। তালিকায় নাম না থাকা নিয়ে সমস্যা নেই/হবে না। ফাউন্টেনে আপনার অবদান যে কারোরই চোখে পড়বে। শুভকামনা। — Meghmollar2017 • আলাপ • ১৭:৪৮, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- আমি যোগ করে দিয়েছি —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৪, ২২ নভেম্বর ২০২১ (ইউটিসি)
ফাউন্টেন কি কাজ করছে না
[সম্পাদনা]ফাউন্টেন দেখা যায় না কেন? মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৪১, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম: আপতত কাজ করছে না। মাঝে মাঝেই এরকম হয়। অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৯:২৩, ২৪ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- ফাউন্টেনের বিকল্প নিয়ে ভাবা উচিত। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৪, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: তবে লোকাল উইকিতে জমা নেওয়ার বিরোধী। আলাদা ওয়েবসাইট তৈরি করা যায়। — Meghmollar2017 • আলাপ • ১৪:২৭, ২৬ নভেম্বর ২০২১ (ইউটিসি)