বিষয়বস্তুতে চলুন

বাহরাইন ও কুয়েত ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাহরাইন ও কুয়েত ব্যাংক
ধরনআর্থিক
শিল্পব্যাংকিং
আর্থিক সেবা
বিনিয়োগ সেবা
প্রতিষ্ঠাকাল১৬ মার্চ ১৯৭১; ৫৩ বছর আগে (16 March 1971)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বাহরাইন এবং কুয়েত (রিটেইল ও এবং কর্পোরেট ব্যাংকিং); সংযুক্ত আরব আমিরাত এবং ভারত (শুধুমাত্র কর্পোরেট ব্যাংক), তুরস্ক
প্রধান ব্যক্তি
মুরাদ আলী মুরাদ (চেয়ারম্যান)
এ. রহমান সাইফ(সিইও)
পণ্যসমূহঅর্থ এবং বীমা
গ্রাহক ব্যাঙ্কিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
বিনিয়োগ ব্যবস্থাপনা
গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্ট
প্রাইভেট ইক্যুইটি
বন্ধক
ক্রেডিট কার্ড
আয়হ্রাস $৪১৯.৮৯৪ মিলিয়ন (২০১৯)[]
হ্রাস $২৮৪.৬১৫ মিলিয়ন (২০১৯)[]
বৃদ্ধি $২০০.০০০ মিলিয়ন (২০১৯)[]
মোট সম্পদবৃদ্ধি $১০.২৫২ বিলিয়ন (২০১৯)[]
মোট ইকুইটিবৃদ্ধি $১.৪৫০ বিলিয়ন (২০১৯)[]
কর্মীসংখ্যা
১,৩৯২ (২০১৯)[]
অধীনস্থ প্রতিষ্ঠানক্রেডিম্যাক্স, ইনভাইটা
ওয়েবসাইটwww.bbkonline.com

বাহরাইন ও কুয়েত ব্যাংক (বিবিকে) ১৬ই মার্চ ১৯৭১ সালে বাহরাইন এবং কুয়েত উভয় দেশে একসাথে প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এই দুই দেশের যৌথ বিনিয়োগে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। এর শেয়ারহোল্ডাররা হল সাধারণ জনগণ, বাহরাইন সরকার, কুয়েতের কয়েকটি ব্যাংক এবং বিনিয়োগ কোম্পানি। বিবিকে বাহরাইন, কুয়েত এবং ভারতে শাখা পরিচালনার পাশাপাশি দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ও তুরস্কে প্রতিনিধি অফিসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা দিয়ে আসছে।

কার্যক্রম

[সম্পাদনা]

বিবিকের পরিষেবা চারটি প্রধান বিভাগে বিভক্ত। প্রথমত, এটি রিটেইল ব্যাংকিং যা ব্যাক্তিকেন্দ্রিক সেবা, যেমন, ই-ব্যাংকিং সুবিধা দেয়া, ঋণ দেয়া, মাল্টি-ফিচার অ্যাকাউন্ট অপারেট করা, ক্রেডিট সুবিধা দেয়া[] ইত্যাদির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। দ্বিতীয়ত, ট্রেজারি এবং বিনিয়োগ সেবা প্রদান যা মূলধন ব্যবস্থাপনা পরিচালনার জন্য বিভিন্ন অভন্তরীণ বিভাগ এবং অধিভুক্ত কোম্পানিগুলির সাথে পরামর্শ করে পরিচালনা করা হয়। পরবর্তী বিভাগ হল কর্পোরেট ব্যাংকিং যা বাহরাইনের মধ্যে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করে। এবং সর্বশেষটি হল আন্তর্জাতিক ব্যাংকিং যা বিদেশী প্রাতিষ্ঠানিক গ্রাহকদের সাথে কাজ করে। ভারতের শাখার মাধ্যমে এবং তুরস্ক ও দুবাইতে প্রতিনিধি অফিসের মাধ্যমে এই সেবা প্রদান করা হয়। এছাড়াও বৈশ্বিক বৃহত্তর ব্যাংকগুলির সাথে যোগোযোগ, বিদেশী শেয়ার বাজারে কেনাবেচা, অর্থ বিপণন এবং তহবিল কার্যক্রম[][] পরিচালনা করা হয় আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের মাধ্যমে।

শেয়ারহোল্ডাররা

[সম্পাদনা]
  • ইথমার ব্যাংক বিএসসি ২৫.৩৮%[][] (একটি বাহরাইন ভিত্তিক ইসলামি রিটেইল ব্যাংক)
  • পেনশন তহবিল কমিশন ১৮.৭৭%
  • কুয়েত বিনিয়োগ কর্তৃপক্ষ ১৮.৭০% (কুয়েতের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল)
  • সামাজিক বীমা সংস্থা ১৩.৩৪%

সহায়ক কোম্পানীসমূহ

[সম্পাদনা]

বিবিকের সহায়ক সংস্থাগুলির মধ্যে রয়েছে: ক্রেডিম্যাক্স যা ক্রেডিট কার্ড ইস্যু করার কাজে নিয়োজিত একটি কোম্পানী; ক্যাপিনোভা ইনভেস্টমেন্ট ব্যাংক যা একটি শরিয়াভিত্তিক বিনিয়োগ ব্যাংক বিভাগ যা কর্পোরেট ফিনান্স এবং প্রাইভেট ইক্যুইটি নিয়ে কাজ করে; ইনভাইটা যা হল একটি কল সেন্টার আউটসোর্সিং কোম্পানী; সাকানা যা হল ক্যাপিনোভা এবং ইথমার ব্যাংকের একটি যৌথ উদ্যোগ, এটি রিয়েল এস্টেট সেক্টরে ইসলামি অর্থসংস্থান নিয়ে কাজ করে এবং গ্লোবাল পেমেন্ট সার্ভিসেস (জিপিএস), যা ক্রেডিম্যাক্সের একটি সাবসিডিয়ারী। স্থানীয় এবং বিদেশী গ্রাহকদের জন্য এটি আউটসোর্সিং ব্যবসায় প্রক্রিয়াকরণের কাজ করে।[] বাহরাইন ও কুয়েতে শাখার পাশাপাশি ভারতের মুম্বাই, দিল্লী, হাইদ্রাবাদকেরালায় বিবিকের শাখা রয়েছে। বর্তমানে বাহরাইনের জনাব মুরাদ আলী মুরাদ ব্যাংকটির চেয়ারম্যান এবং আব্দুর রহমান আলী সাইফ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Digital4U (২০১৯)। BBK 2019 Annual Report (PDF) (প্রতিবেদন)। BBK। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০ 
  2. "Bank of Bahrain and Kuwait B.S.C. : Shareholders Board Members Managers and Company Profile"MarketScreener.com। ২০১৯। 
  3. "Back Matter"Economic and Political Weekly36 (23): 2090–2096। ৯–১৫ জুন ২০০১ – JSTOR-এর মাধ্যমে। 
  4. Seznec, Jean-François (১৯৮৭)। The Financial Markets of the Arabian Gulf। London: Croom Helmআইএসবিএন 978-0-70995-404-0 
  5. "Bahrain's banking sector remains stable despite fluctuations in the regional market"Oxford Business Group (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২০ 
  6. Ernst & Young (৩১ ডিসেম্বর ২০১৯)। Report on the Audit on the Consolidated Financial Statements (PDF) (প্রতিবেদন)। 2255E। Manama: London Stock Exchange। পৃষ্ঠা 1–70। 
  7. "Management review"। Annual Report 2012 (PDF) (প্রতিবেদন) (ইংরেজি ভাষায়)। BBK। ২০১২। পৃষ্ঠা 22–32।