বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বাংলা ভাষায় অসমীয়া শব্দের প্রতিবর্ণীকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই প্রকল্প পাতাতে অসমীয়া ভাষার শব্দসমূহের (ব্যক্তিনাম ও স্থাননামের) প্রতিবর্ণীকরণের পদ্ধতি বর্ণিত হয়েছে।

অসমীয়া ভাষা একটি পূর্ব নব্য ইন্দো-আর্য ভাষা এবং বাংলা ভাষার সহোদরা ভাষা।

নিবন্ধের শিরোনাম

অসমীয়া ভাষার লিপি এবং বাংলা ভাষার লিপি কয়েকটি বর্ণ বাদে অভিন্ন, যদিও কিছু কিছু বর্ণের উচ্চারণে পার্থক্য আছে। বাংলা উইকিপিডিয়াতে অসমীয়া শব্দের বাংলা প্রতিবর্ণীকরণের সময় অসমীয়া ও বাংলা লিপিতে যেসব বর্ণ দেখতে অভিন্ন, সেগুলিতে কোন পরিবর্তন আনা হবে না। শুধুমাত্র নিচের দুইটি অসমীয়া বর্ণ বাংলার নিজস্ব বানানে লেখা হবে।

অসমীয়া বাংলা
ওয়/উয় (প্রতিবেশভেদে)

এছাড়া যেসব অসমীয়া ব্যক্তিনাম ও স্থাননামের বাংলাকৃত নাম ইতিমধ্যেই বাংলা গণমাধ্যমে (বিশেষত ভারতের বাংলা গণমাধ্যমে, কেন না অসমীয়া মূলত ভারতের একটি ভাষা) প্রচলিত আছে, তাদের বানানগুলি বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার করা হবে। যেমন অসমীয়াতে আসামের সবচেয়ে জনবহুল শহরের নাম "গুৱাহাটী" এবং উপরের প্রতিবর্ণীকরণ নিয়ম অনুযায়ী এর বাংলা হওয়া উচিত "গুওয়াহাটী"। কিন্তু ভারতের বাংলা গণমাধ্যমে ইতিমধ্যেই "গুয়াহাটি" বানানটি বহুল প্রচলিত বলে সেটিই বাংলা উইকিপিডিয়াতে ব্যবহৃত হবে। আসাম রাজ্যের নামের ক্ষেত্রেও তাই।

ধ্বনিগত বানান

স্বরবর্ণ

অসমীয়া ধ্বনিগত বানান সহজবোধ্য বাংলা বানান
অ'
রি
এ' অ্যা
অই
অউ

আরও দেখুন