উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সাহিত্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ার সাহিত্য বিষয়ক প্রকল্প পাতায় আপনাকে স্বাগত জানাই।

বাংলা ভাষাভাষী সকল উইকিপিডিয়ান, বিশেষত যারা আমাদের মাঝে সাহিত্যানুরাগী, তাদের জন্যেই এই প্রকল্প। বাংলা উইকিপিডিয়ার সাহিত্যের সাধারণ বিষয়সমূহ, সাহিত্য সমালোচনা, সাহিত্যিক পরিভাষা ও সাহিত্যের ধারা বিষয়ক নিবন্ধগুলোকে আরো সমৃদ্ধ করে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা আপনারও সাহায্য কামনা করি। আপনার সাহিত্যজ্ঞান দিয়ে আমাদের প্রকল্পকে আরো উন্নত করে তোলার সাদর আমন্ত্রণ রইলো। আপনার গ্রন্থকীট বন্ধুদেরকেও আমাদের কথা জানান!! খুব সহজেই একটি 'সম্পাদক' অ্যাকাউন্ট খুলে সবার পক্ষে এখানে অংশগ্রহণ করা সম্ভব।

বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের উদ্দেশ্য কি?[সম্পাদনা]

আমাদের উদ্দেশ্য খুবই সরল: বিশ্বসাহিত্য ও বাংলা সাহিত্যের সর্ববৃহৎ ও সমৃদ্ধশালী তথ্যমালা আমরা গড়ে তুলতে চাই আমাদের নিজস্ব ভাষায়। সেটা অনলাইন হোক বা অফলাইন।

এমন একটি প্রকল্প কেন প্রয়োজন?[সম্পাদনা]

নানাবিধ কারণে:

বাংলা সাহিত্য[সম্পাদনা]

বাংলা সাহিত্যের ইতিহাস ও তার বিপুল প্রাচুর্য সম্পর্কে তথ্যজ্ঞান সাধারণ পাঠকের কাছে একদমই সহজলভ্য নয়। ইন্টারনেটের পাঠকের কাছে তো নয়ই। অল্প কিছু বই - যা যোগাড় করাও কষ্ট এবং প্রচুর পয়সা খরচ করে সংগ্রহ করতে হয় - তাই একমাত্র ভরসা। আমরা বাংলা সাহিত্যের সমৃদ্ধশালী ইতিহাস দেশ বিদেশে সকলের কাছে পৌঁছে দিতে চাই এই উন্মুক্ত (এবং একেবারে ফ্রি!) বিশ্বকোষের মাধ্যমে।

বিশ্ব সাহিত্য[সম্পাদনা]

দক্ষ অনুবাদকের অভাবের কারণেই হোক বা যে কারণেই হোক, বিগত কয়েক দশকে বাংলাভাষী সাহিত্যামোদীরা বিশ্বসাহিত্যের মূলধারা থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গুটিকয়েক লেখক বাদ দিলে - যারা সকলেই যুগ যুগ আগে ইন্তেকাল ফর্‌মিয়েছেন এবং যাদের বই আমাদের বাপ-দাদারাও পড়েছেন - তাদের বাদ দিলে আধুনিক বিশ্ব সাহিত্যের যে বিশাল ব্যাপ্তি ও প্রাচুর্য, সে সম্পর্কে আমাদের ধারণা অনেক সীমিত হয়ে পড়েছে। এটাই দুঃখজনক সত্য।

আমরা এ ধারার অবসান টানতে চাই। সাহিত্যপ্রেমী বাঙালিকে আমরা নানান ভাষার কৃতি সাহিত্যিক ও তাদের শ্রেষ্ঠ রচনাবলির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সেই বার্তা ছড়িয়ে দেয়ার একটি চমতকার মাধ্যম হতে পারে।

কারা এখানে অংশগ্রহণ করতে পারবেন?[সম্পাদনা]

যে কেউ!!! শুধু মাত্র দুটি জিনিস আপনার প্রয়োজন - নিষ্ঠা এবং একটি ইন্টারনেট সংযোগ :-)

সাহিত্যের যে কোনো বিষয়ে যদি আপনি জ্ঞানবান হয়ে থাকেন, তাহলে খুবই ভালো - নির্দ্বিধায় নিবন্ধ লেখা শুরু করে দিন। সাহিত্য নিয়ে কম আগ্রহ থাকলেও কোন অসুবিধা নেই - নিবন্ধের পরিমার্জন, ভুল সংশোধন, বানান ও ব্যাকরণ ইত্যাদি ঠিকঠাক করার জন্য যত্নশীল সম্পাদক আমাদের সবসময়ই দরকার।

প্রকল্পটি কতদিনে শেষ হবে?[সম্পাদনা]

কোনদিনই না! উইকিপিডিয়ার ধরনই এমন - অসংখ্য সম্পাদকের হাতে এটি ক্রমশ সমৃদ্ধ হতে থাকে কিন্তু কখনোই সম্পূর্ণতা লাভ করেনা। আমাদের প্রয়াস হলো সাহিত্য বিষয়ক নিবন্ধগুলোকে উৎকর্ষের এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া, যেখানে একজন অজ্ঞ পাঠক যে কোন সাহিত্য নিবন্ধ পড়ে সে বিষয়টি সম্পর্কে সম্যক ধারনা অর্জন করতে পারবেন।

নিবন্ধ কি রকম হওয়া উচিত?[সম্পাদনা]

নিবন্ধের চেহারা-সুরতের ব্যাপারে ধরা-বাধা কোন নিয়ম নেই। একটি বিশ্বকোষোপযোগী নিবন্ধ বেশ কয়েক রকমের হতে পারে। তার পরেও কিছু সাধারন নীতিমালা আমাদের লেখার কাজে সহায়তা করতে পারে।

ধরুন আপনি একজন লেখকের জীবনী নিয়ে নিবন্ধ লিখছেন। এমন একটি আদর্শ নিবন্ধে কয়েকটি জিনিস থাকবেঃ

  • ভূমিকা - ২-৪ লাইনের একটি ছোট ভূমিকা
  • লেখকের জীবন ও সাহিত্যকর্ম
  • উল্লেখযোগ্য রচনাবলীর একটি তালিকা
  • লেখকের প্রতিকৃতি (অবশ্যই উইকিপিডিয়ার কপিরাইট জনিত নিয়ম-নীতি লংঘন না করে। উইকিপিডিয়া কপিরাইট লংঘনের ব্যাপারে বেশ কঠোর। এ ব্যাপারে নিয়মাবলী ভালমতো পড়ে নিন।)
  • লেখকের বইয়ের প্রচ্ছদ। (এগুলো সাধারনত ন্যায্য বাবহারের আওতায় পড়ে থাকে। আশপাশে স্ক্যানার থাকলে বইয়ের প্রচ্ছদ নিজেই স্ক্যান করে নিবন্ধে তুলে দিতে পারেন।)
  • নিবন্ধের জন্য প্রযোজ্য শ্রেণী তালিকা

বাংলা উইকিপিডিয়াতে সাহিত্য বিষয়ক একটি নিবন্ধের উদাহরন দেখুনঃ আন্তন চেখভ, রবীন্দ্রনাথ ঠাকুর

একান্তচারী গ্রীক কবি কাভাফি

নিবন্ধ লেখার ধরন কেমন হবে?[সম্পাদনা]

আমাদের লক্ষ্য কেবল একগাদা সাহিত্য বিষয়ক নিবন্ধ নয়। বরং আমাদের লক্ষ্য একগাদা সুলিখিত ও সুপাঠ্য নিবন্ধ!! লেখার সময়ে যতদুর সম্ভব, অগোছালো লেখা পরিহার করুন। লেখার কাঠামো ও শব্দচয়নের ব্যাপারে একটু মনোযোগী হবেন বলেই আমরা আশা করি! আর কিছু না হোক, কীর্তিমান লেখক ও সফল সাহিত্যকর্ম নিয়ে লিখছেন - তাদের প্রতি একটু সুবিচার করুন!

তথ্যসূত্র[সম্পাদনা]

কিছু লেখক, প্রকাশনী সাহিত্যকর্মের তালিকা নিম্নরূপ:

অংশগ্রহণ করুন[সম্পাদনা]

অনেক পড়া হলো! সাহিত্য প্রকল্পে আপনি অবদান রাখতে আগ্রহী হলে নিম্নের তালিকায় আপনার স্বাক্ষর রেখে যান এভাবে - ~~~~ । আবারো স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে মিলে বাংলা উইকিপিডিয়ার সাহিত্য শাখাকে আমরা ক্রমশ পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

সদস্য তালিকা[সম্পাদনা]

  1. Peripatetic ২৩:৫৭, ৯ জুন ২০০৬ (UTC)
  2. বেলায়েত ০৭:৪৭, ১০ জুন ২০০৬ (UTC)
  3. সপ্তর্ষি ১৮:০০, ১০ জুন ২০০৬ (UTC)
  4. নীল ০৪:০১, ১১ জুন ২০০৬ (UTC)
  5. রাজিবুল ০৫:১০, ১১ জুন ২০০৬ (UTC)
  6. পিয়াল ০৮:৫৯, ৩১ জুলাই ২০০৬ (UTC)
  7. তানভীর ১২:১০, ৫ আগস্ট ২০০৬ (UTC)
  8. Amr ১৩:২২, ৫ আগস্ট ২০০৬ (UTC)
  9. অয়ন ২১:০৬, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
  10. হাসিব ১৮:২৮, ৯ জুলাই ২০০৭ (UTC) হাসিব
  11. মুনতাসির ০৭:৩৬, ২১ জুলাই ২০০৭ (UTC)
  12. রাহী ২২:১৭, ২ আগস্ট ২০০৭ (UTC)
  13. ফজলে রাব্বি দায়ীন ১৪:০৪, ৭ অক্টোবর ২০০৭ (UTC)
  14. জয়ন্ত নাথ ০৮:০২, ১৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
  15. মুহাম্মদ ০৮:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
  16. অর্ণব দত্ত ১৪:৩৭, ১৮ আগস্ট ২০০৮ (UTC)
  17. মামুন (আলাপ) ০৬:০২, ২৭ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  18. সাজিদ রেজা করিম ১৭:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  19. আবু সাঈদ (আলাপ) ০৫:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
  20. ওয়াকিম (আলাপ) ০৮:০১, ২৫ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আরও দেখুন[সম্পাদনা]

উইকিপ্রকল্প সাহিত্য টেমপ্লেট[সম্পাদনা]

এটি অনুলিপি করুন বা লিখুন: এটি কেন: কীভাবে প্রদর্শিত হবে:
{{উইকিপ্রকল্প সাহিত্য}} নিবন্ধের আলাপ পাতায় যুক্ত করার জন্য
উইকিপ্রকল্প সাহিত্য
এই উইকিপিডিয়াটি উইকিপ্রকল্প সাহিত্যের অংশ, যা উইকিপিডিয়ায় সাহিত্য সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই পাতাটির প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়নের প্রয়োজন নেই।
 
{{ব্যবহারকারী উইকিপ্রকল্প সাহিত্য}} সদস্যদের ব্যবহারকারী পাতায় যুক্ত করার জন্য
এই ব্যবহারকারী উইকিপ্রকল্প সাহিত্যের একজন সদস্য।
{{প্রবেশদ্বার|সাহিত্য}} নিবন্ধের পাতার জন্য পরিভ্রমণ সংযোগ
{{কথাসাহিত্য}}
{{সাহিত্য}}

মূল্যায়িত নিবন্ধ[সম্পাদনা]

নির্বাচিত নিবন্ধ নির্বাচিত নিবন্ধ[সম্পাদনা]

ভালো নিবন্ধ ভালো নিবন্ধ[সম্পাদনা]

প্রস্তাবিত ভালো নিবন্ধ প্রস্তাবিত ভালো নিবন্ধ[সম্পাদনা]

উইকিপদক[সম্পাদনা]

ভালো মানের নিবন্ধ লেখা খুবই কষ্টসাধ্য কাজ। তাহলে কেউ এই বিষয় নিয়ে কাজ করলে তাকে পুরস্কার দেওয়া যেতেই পারে; তাদের আলাপ পাতায় নিম্নোক্ত পুরস্কারগুলো দিতে পারেন:

সাহিত্য পদক {{subst:The Literary Barnstar|message ~~~~}} সাহিত্য বিষয়ক নিবন্ধে উল্লেখযোগ্য অবদানের জন্য। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে User:Scartol এর নকশা করেন।
লেখক পদক {{subst:The Writer's Barnstar|message ~~~~}} এই উইকিপ্রকল্পের অধীনে যেসকল উইকিপিডিয়ান লেখক ও বই সম্পর্কিত নিবন্ধ লিখেছেন ও সম্পাদনা করেছেন।

User:Kubek15 ২০০৮ সালের ২ এপ্রিল এটি চালু করেন এবং User:Penubag এর নকশা করেন।