রূপকাশ্রয়ী কাহিনী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পেরল, কটন নিরো এ.এক্স থেকে ক্ষুদ্রাকৃতি। স্বপ্নদ্রষ্টা পার্ল-মেইডেন থেকে স্রোতের ওপারে দাঁড়িয়ে আছে। পেরল হলো উচ্চ মধ্যযুগের অন্যতম সেরা রূপকাশ্রয়ী কাহিনী।[১]

রূপকাশ্রয়ী কাহিনী হলো সাহিত্যিক কৌশল বা শৈল্পিক গঠন হিসাবে বর্ণনামূলক বা দর্শন-সংক্রান্ত উপস্থাপনা যেখানে চরিত্র, স্থান বা ঘটনাকে নৈতিক বা রাজনৈতিক তাৎপর্য সহ অর্থ উপস্থাপন করার জন্য ব্যাখ্যা করা যেতে পারে। জটিল ধারণাগুলিকে চিত্রিত করতে বা প্রকাশ করতে লেখকরা সমস্ত ইতিহাসে রূপকাশ্রয়ী কাহিনী এমনভাবে ব্যবহার করেছেন যা দর্শক, পাঠক বা শ্রোতাদের কাছে বোধগম্য বা আকর্ষণীয়।

লেখক ও বক্তারা সাধারণত প্রতীকী চিত্র, ক্রিয়া, চিত্র বা ঘটনার মাধ্যমে লুকানো বা জটিল অর্থ প্রকাশ করার জন্য রূপকাশ্রয়ী কাহিনী ব্যবহার করে, যা একসাথে লেখক বোঝাতে চান এমন নৈতিক, আধ্যাত্মিক বা রাজনৈতিক অর্থ তৈরি করে।[২] অনেক রূপকাশ্রয়ী কাহিনী বিমূর্ত ধারণার নরত্বারোপ ব্যবহার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stephen A. Barney (1989). "Allegory". Dictionary of the Middle Ages. vol. 1. আইএসবিএন ০-৬৮৪-১৬৭৬০-৩
  2. Wheeler, L. Kip (১১ জানুয়ারি ২০১৮)। "Literary Terms and Definitions: A"Literary Vocabulary। Carson-Newman University। সংগ্রহের তারিখ মে ১৯, ২০২০ 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]