বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

  • অনুরোধের অবস্থা:    সফল

কালের ক্রমবহমানতায় উইকিপিডিয়া একটি নির্ভরযোগ্য বিশ্বকোষ ও তথ্যসূত্র হিসেবে বিশ্বব্যাপী ব্যাপক সমাদৃত। এটি একটি মুক্ত বিশ্বকোষ যাতে যে কেউ সম্পাদনা করতে পারে এবং তাদের মূল্যবান অবদান রাখতে পারে। তবে মুদ্রার অপর পিঠের মতো এটিও সত্য যে, এই নির্ভরযোগ্য বিশ্বকোষকে যুগে যুগে অনেকেই প্রচারমাধ্যম হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ঢালাওভাবে একতরফা তথ্য যোগ করছে। অনেকেই ব্যক্তি বা গোষ্ঠীগত প্রতিহিংসা ছড়ানোর কাজে ব্যবহার করতে চেয়েছে এবং চায়। সেই ধ্বংসাত্মক সম্পাদনাসমূহ অনেকসময়ে ক্ষুদ্র সম্পাদক গোষ্ঠীর নজর এড়িয়ে বৃহৎ আকার ধারণ করে। ফলে একই ব্যক্তি একাধিকবার সম্পাদনার মাধ্যমে কোনো নিবন্ধকে কলুষিত করে ফেলে। সেসব সম্পাদনা একটি একটি করে বাতিল করতে ব্যাপক সময় ও শ্রম অপচয় হয়। তাই আমি সেজাতীয় একাধিক সম্পাদনাসমূহ স্বল্প সময়ে বাতিল করার জন্য রোলব্যাকার অধিকারটির আবেদন করছি। উল্লেখ্য ইতিপূর্বে আমি common.js এ একটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেসব কাজ করতাম। কিন্তু এর মাধ্যমে মধ্যবর্তী সম্পাদনাগুলো বাতিল করা যায় না। এফ আর শুভ (আলাপ) ১৩:৩৪, ১০ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Foysalur Rahman Shuvo: আপনি একই কাজ টুইংকল ব্যবহার করে করতে পারেন। নাইম (আলাপ) ২২:১৯, ১২ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ইফতেখার নাইম ভাই এখানে বার্তা রাখার জন্য অনেক ধন্যবাদ, আপনি যদি একটু কষ্ট করে উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটিতে যান ঐখানে সবার উপরে এই লেখাটি টুইংকলের রোলব্যাক/পুনর্বহাল সুবিধার সাথে বিভ্রান্ত হবেন না দেওয়া আছে, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, তারপরও বলে রাখি, রোলব্যাকাররা undo(revert) নামে একটি যান্ত্রিক সুবিধা পেয়ে থাকে, আপনাকে আবারো ধন্যবাদ।এফ আর শুভ (আলাপ) ০৩:৫০, ১৩ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: প্রিয় এফ আর শুভ, মনে করুন একটি নিবন্ধে একজন ব্যবহারকারী 'ক' তিনটি সম্পাদনা করলেন। তাঁর প্রথম সম্পাদনায় সুলিখিত ব্যাপক তথ্য যোগ করলেও দ্বিতীয় ও তৃতীয় সম্পাদনার মধ্যে সামান্য কিছু ভুল কথা যোগ করলেন। আপনি এক্ষেত্রে কী করবেন?? -নকীব সরকার বলুন... ০৪:২৬, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় নকীব সরকার আপনার প্রশ্নটির জন্য অনেক ধন্যবাদ, এটাতো একদম সহজ, আমি আমার undo(revert) যান্ত্রিক সুবিধা ব্যাবহার করে দ্বিতীয় ও তৃতীয় সম্পাদনা বাতিল করে প্রথম সম্পাদনাটি রেখে দেবো।এফ আর শুভ (আলাপ) ০৪:৩১, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় এফ আর শুভ, আপনাকে প্রশ্নটি করার মূল উদ্দেশ্য হল অধিকার পাওয়ার পর অনেকেই (আমি দেখেছি ও সম্মুখীন হয়েছি বলেই বলছি) শুধুমাত্র সর্বশেষ সম্পাদনা দেখেই একাধিক (১০টিরও বেশি) সম্পাদনা রোলব্যাক করেন। অর্থাৎ পুনর্বহাল তারা ব্যবহারই করেন না। এতে অনেক ভালো সম্পাদনাও বাতিল হয়ে যায়। তাছাড়া রোলব্যাক এক প্রকারের ডিনামাইটের মতো। যেকোনো বিশাল সম্পাদনার পাহাড়কেও নিমিষে ধসিয়ে দিতে পারে। শুধুমাত্র একটি ক্ষেত্রে একাধিক সম্পাদনা থাকা সত্ত্বেও রোলব্যাক করা যায় না। আমার প্রশ্ন হল ক্ষেত্রটি কী?- ধন্যবাদ -নকীব সরকার বলুন... ০৪:৪৩, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় নকীব সরকার আপনি কোন ক্ষেত্র সম্পর্কে বলতে চেয়েছেন তা আমি স্পষ্ট করে বুজতে পারিনি কিন্তু আপনার ক্ষেত্রটি এভাবে সাজাতে চেষ্টা করেছি, পুনর্বহাল লেখার উপর ক্লিক করার পূর্বেই যদি কেউ পাতাটি সম্পাদনা করেন তাহলে রোলব্যাক ব্যর্থ হবে। এবং আরেকটি ক্ষেত্রে একাধিক সম্পাদনা থাকার পরো রোলব্যাক ব্যার্থ হবে, আর তা হলো যদি নিবন্ধটি শুধুমাত্র একজন সম্পাদক দ্বারা সম্পাদনা করা হয়, কোন ক্ষেত্রটি সঠিক সেটা বললে বাধিত হবো। এফ আর শুভ (আলাপ) ০৫:০৪, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
এফ আর শুভ, আপনার বলা প্রথম ক্ষেত্রটি আমার প্রশ্নের আংশিক উত্তর প্রদান করলেও দ্বিতীয় ক্ষেত্রটি সম্পূর্ণভাবে উত্তর প্রদান করেছে। আমি বোঝাতে চেয়েছি যে, সর্বশেষ সম্পাদনা অর্থাৎ আপনি হাত দেয়ার পূর্বে অন্য কোনো সম্পাদক সেটা রোলব্যাক করেন নি। কিন্তু আপনার প্রথম ক্ষেত্রে তো অন্য একজন সম্পাদক রোলব্যাক/পুনর্বহাল করে ফেলেছেন, সুতরাং এটি ধর্তব্য নয়। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আপনার পূর্বে কেউ রোলব্যাক করে নি। তবে যাই হোক, রোলব্যাকারের ক্ষেত্রে আপনার জ্ঞান (অর্থাৎ কখন করতে হবে এবং কখন করা উচিত নয়) মোটামুটি যথেষ্ট বলে আমার মনে হচ্ছে। তাই আমি  সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। - নকীব সরকার বলুন... ০৯:৪১, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
নকীব সরকার তোমাকে অসংখ্য ধন্যবাদ।এফ আর শুভ (আলাপ) ১২:১৮, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৯, ১৪ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়া সময়ের সাথে নিবন্ধন ও নিবন্ধদিত নতুন ব্যবহারকারী ও অনিবন্ধদিত/আইপি হতে ধ্বংসাত্মক সম্পাদনা বেড়েই চলছে। এমতাবস্তায় কোন নিবন্ধন এ ব্যবহারকারী একাধিক ধ্বংসাত্মক সম্পাদনা করলে যা টুইংকেল দিয়ে বাতিল করা যায় না। সম্পাদন করে সেগুলা বাতিল করতে হয় যা সময় সাপেক্ষ ও কষ্টকর। রোলব্যাক সর্ম্পকে অবগত আছি। রোলব্যাক অধিকারটি পেলে ধ্বংসাত্মক সম্পাদনা সহজে বাতিল করতে পারবো যা টুইংকেল দিয়ে বাতিল করা সম্ভব নয়।এছাড়া আমার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকারটি রয়েছে। তাই রোলব্যাক অধিকারের আবেদন করছি। মোঃ আরিফ (আলাপ) ২১:০৮, ২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৭, ২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

এ বছরের জানুয়ারি মাস থেকে আমি নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখছি। আমি যখনই উইকিতে ঢুকি তখনই সাম্প্রতিক পরিবর্তনে চোখ বুলিয়ে নেই। কোন ধরনের ভুল সম্পাদনা কিংবা ধ্বংসপ্রবণতা চোখে পড়লে সাথে সাথেই তা বাতিল করি। আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এই কাজ করে থাকি। কিন্তু কোন নিবন্ধে যদি একই ব্যবহারকারী একাধিক ভুল সম্পাদনা করে তাহলে সেগুলো বাতিল করা কষ্টকর এবং সময়সাপেক্ষ (যেমন খায়বারের যুদ্ধ, আবু বকর, কালোজিরা ইত্যাদি নিবন্ধ)। তাই রোলব্যাক অধিকার পেলে আমি সহজেই টহল দিতে পারব।

আমি উইকিপিডিয়া:রোলব্যাক পড়েছি এবং কখন রোলব্যাক করতে হয় এবং কখন করা উচিত না তা জানি। এছাড়াও আমি জানি যে এই লিংকে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক সম্পাদনা খুঁজে পাওয়া যায়। আমি টহলের কাজে এই পাতা ব্যবহার করি।

ধন্যবাদ। ~ ♦MS_Sakib♦ (কিছু বলবেন?) ০৭:৫৩, ১৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৯, ১৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অধিকারটি নিয়ে বিস্তারিত জানি, ধ্বংসপ্রণতা রোধে অধিকারটি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাংলাউইকিতে ধ্বংসপ্রণতা রুখতেই আমি এই অধিকারটির আবেদন করছি। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সম্পাদনা বাতিল করা বেশ কষ্টকর এবং সময়সাপেক্ষ, তাই প্রশাসকবৃন্দের কাছে অধিকারপ্রাপ্তির আবেদন জানাচ্ছি। ~ নাহিয়ান আলাপ ১৫:০৩, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৬, ১৩ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি যখনই উইকিপিডিয়ায় ঢুকি, সাম্প্রতিক পরিবর্তনে চোখ বুলিয়ে নিই। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন আইপি এড্রেস থেকে ছোট ছোট আকারে বিভিন্ন ধ্বংসাত্মক ও অপ্রয়োজনীয় / পরীক্ষামূলক সম্পাদনা এত অধিক পরিমাণে করা হয় যে, যা একটা একটা বাতিল করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর প্রায়সময়ই ঘন্টাব্যাপী কোন রোলব্যাকারকে এক্টিভ থাকতে দেখা যায় না।

আমি রোলব্যাক পড়ে দেখেছি এবং উইকিপিডিয়ার সম্পাদনা নীতি সম্পর্কে অবগত আছি। অধিকারটি পেলে আমি উইকিপিডিয়ায় আরো ভাল অবদান রাখতে পারব। তাই অধিকারটি প্রদানের জন্য প্রশাসকবৃন্দের নিকট আবেদন করছি। ওয়াইস (আলাপ) ০১:৩৩, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: এই বিষয়ে আপনার সম্পাদনা কম, বলতে গেলে আজকেই সব করেছেন। এই অধিকার দেয়ার আগে দেখা প্রয়োজন আপনি ঠিক মত সম্পাদনা বাতিল করছেন কিনা এবং তা কেবল একদিন না। আপনি চাইলে এই সময়ে ব্যবহারকারী:Owais Al Qarni/common.js-এ mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); যোগ করে নিতে পারেন, যা আপনার কাজ সহজ করবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৪, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০২, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়ায় নিবন্ধ ও সদস্য সংখ্যা দুটোই বৃদ্ধি পাচ্ছে দ্রুতহারে। সেই সাথে বাড়ছে অনিবন্ধিত আইপি হতে করা ধ্বংসাত্মক সম্পাদনা, নবাগত নিবন্ধিত ব্যবহারকারীগণও পরীক্ষামূলক বা অপ্রয়োজনীয় সম্পাদনা করে চলছেন স্বেচ্ছায় বা অনিচ্ছায়, কখনোবা তারাও ধ্বংসপ্রবণতায় লিপ্ত হচ্ছেন। এডিটাথন উপলক্ষে তা আরো তীব্র হচ্ছে। সংশ্লিষ্ট সমস্ত নীতিমালা সম্পর্কে অবগত হয়ে রোলব্যাক অধিকার প্রাপ্তির অনুরোধ জানাচ্ছি। অধিকারটি পেলে উল্লেখিত বিষয়গুলো সহজে সমন্বয় করতে পারবো যা টুইংকল দিয়ে করা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। পুনশ্চঃ আমার স্বয়ংক্রিয় পরীক্ষক এবং নিরীক্ষক অধিকার দুটি রয়েছে এবং পূর্বে আরো একবার করা রোলব্যাকারের জন্য অনুরোধটি হ্যাট কালেক্টিংয়ের জন্য বাতিল হয়েছিলো। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৮:১০, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

যখনই আমি সময় পাই উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি উইকিপিডিয়া:রোলব্যাক সম্পর্কে পড়েছি। আমি তার মাধ্যমে জেনেছি যে, কখন রোলব্যাক করতে হয় এবং কখন রোলব্যাক করতে হয় না। বিভিন্ন আইপি থেকে অনেক সময় ধংস্বপ্রবণ কাজ হয়। যেমন: প্রার্থনা ফারদিন দীঘি পাতার সবকিছু একটা আইপি থেকে মুছে ফেলা হয়েছিল। আমার নজরে বিভিন্ন সময় এই ধরনের ধ্বংসপ্রবণতা ধরা পড়ে। ~ তন্ময় (আলাপ) ১৭:৪০, ৩০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৩, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি গত বছরের মে মাস থেকে উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি এবং প্রায় ছয় মাস ধরে টুইংকেল ও মোবাইল আনডু স্ক্রিপ্টের সাহায্যে বিশেষ:সাম্প্রতিক পরিবর্তন পাতা টহল দিয়ে আসছি। ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলো দ্রুত ও সহজে বাতিল করতে এবং SW Viewer ব্যবহারের সুবিধা পেতে আমার এই অধিকারটি প্রয়োজন। আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি পড়েছি এবং বাংলা উইকিপিডিয়ায় আমার ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি আছে। গোলা মুকি(আলাপ)১৯:৫১, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১০, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি রোলব্যাক পাতাটি পড়ে দেখেছি। সাধারনত সাম্প্রতিক পরিবর্তনে টহল দেবার সময় অনিবন্ধিত ও নতুন নিবন্ধিত ব্যবহারকারীদের বিভিন্ন ধ্বংসাত্মক, অগঠনমূলক ও পক্ষপাতদুষ্ট সম্পাদনা চোখে পরে। আমার common.js-এ মোবাইল আনডু স্ক্রিপ্টটা ইন্সটল করা আছে। তার দ্বারা সম্পাদনা বাতিল করা বেশ ঝামেলার। তাই প্রশাসক বর্গের কাছে আবেদন করছি, আমাকে এই অধিকারটি প্রদান করে কাজটা সহজ করে দিন। সাফী মাহফূজ বলুন ১৭:৫২, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেক দিন ধরেই উইকিপিডিয়ায় যুক্ত আছি এবং নিয়মিত সম্পাদনা করছি। রোলব্যাক অধিকারটি পেলে আমার পক্ষে অপ-সম্পাদনাগুলো অপসারণ করা সহজতর হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব এর সদ্ব্যবহার করার। তাই আমার এ আবেদনটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল।Ppt2003 (আলাপ) ১৩:৫৬, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছেতানভির১৬:১৫, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়া বিভিন্ন নিবন্ধে অনেকসময় নিবন্ধিত ব্যবহারকারী বা আইপি থেকে অনবরত ধ্বংসাত্মক/ পরিক্ষামূলক সম্পাদনা করা হয় যেগুলো সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহলদানের সময় চোখে পড়ে, সম্পাদনা গুলো টুইংকেল দিয়ে বাতিল করাটা একটু সময়সাপেক্ষ ও কষ্টকর। আমি রোলব্যাক পাতাটি পড়েছি, প্রশাসকগণ এই অধিকারটি আমাকে প্রদান করলে এর সর্বোচ্চ ভালো ব্যবহার করার চেষ্টা করবো। প্রশাসকগণের কাছে আবেদন থাকবে, আমাকে এই অধিকারটি প্রদান করে অবদান রাখার কাজটা সহজ করে দিন। উল্লেখ্য আমার পূর্বের আবেদনটি গৃহীত হয়নি কারণ ওইসময় আমি সবেমাত্র অবদান রাখা শুরু করেছিলাম। -শাকিল হোসেন আলাপ ১৮:৫৭, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৩, ২২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

অধিক পরিমাণে ধ্বংসাত্মক ও অপ্রয়োজনীয় / পরীক্ষামূলক সম্পাদনা একসঙ্গে বাতিল করতে। নবাব (আলাপ) ১৮:২৫, ২৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। — তানভির২০:১০, ১১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]