আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আশুগঞ্জে তিতাস গ্যাসক্ষেত্রের নিকটে মেঘনা নদীর তীরে অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।[১][২] আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ১৬২৭ মেগাওয়াট ক্ষমতার ইউনিট রয়েছে।[৩] ১৯৬৬ সালে একটি বৈদেশিক নির্মাণ সংস্থার সাথে আশুগঞ্জে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎকেন্দ্রটি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড কর্তৃক পরিচালিত হয়।[৪][৫]

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা[সম্পাদনা]

বর্ণনা ইউনিট-২ ইউনিট-৩ ইউনিট-৪ ইউনিট-৫ ৫০ মেগাওয়াট জিই ২২৫ মেগাওয়াট সিসিপিপি আশুগঞ্জ সিসিপিপি (দক্ষিণ) আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট সিসিপিপি (উত্তর) ২০০ মেগাওয়াট মডুলার মোট
কমিশনের তারিখ ৮ জুলাই ১৯৭০ ১৭ ডিসেম্বর ১৯৮৬ ৪ মে ১৯৮৭ ২১ মার্চ ১৯৮৮ ২ মার্চ ২০১১ ২০ এপ্রিল ২০১৫ ১৮ জুলাই ২০১৬ ১১ জুন ২০১৭ ৮ মে ২০১৬
প্রতিষ্ঠাকালীন ক্ষমতা (মেগাওয়াট) ৬৪ ১৫০ ১৫০ ১৫০ ৫৩ ২২৩ ৩৮২ ৩৮৯ ১৯৫ ১৭৫৬
বর্তমান ক্ষমতা: নিট উৎপাদন (মেগাওয়াট) ৫০ ১২৯ ১৩৮ ১২৮ ৪৬ ২২২ ৩৫৯ ৩৬০ ১৯৫ ১৬২৭

[৬]

নির্মাণকালীন ক্ষমতা[সম্পাদনা]
১৮৭৬ মেগাওয়াট

বর্তমান ক্ষমতা (নিট উৎপাদন)

১৬২৭ মেগাওয়াট

চলমান প্রকল্প : আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট সিসিপিপি (পূর্ব) ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন এবং পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য নিরাপত্তা।

কর্পোরেট কার্যালয়[সম্পাদনা]

নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-৮) ১৮৫, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (পুরাতন ৩৯, কাকরাইল, বিজয়নগর) পল্টন, ঢাকা [৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Location of Ashuganj Power Station"Ashuganj Power Station Company Limited 
  2. "Ashuganj power plant units restored after fire"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১২ 
  3. "Capacity of Ashuganj Power Station" 
  4. "Liquid fuel-fired plants unlikely to curb summer load-shedding"dhakatribune.com (ইংরেজি ভাষায়)। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১২ 
  5. "MoU signed for coal-fired power plant in Patuakhali"dhakatribune.com (ইংরেজি ভাষায়)। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১২ 
  6. "Plant Status" 
  7. https://www.apscl.com/home/profile