আলাপ:রাজশাহী বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

একত্রীকরণ ট্যাগ প্রসংগে[সম্পাদনা]

একত্রীকরণ ট্যাগ তুলে দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ০৩:২০, ২০ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

বিশ্ববিদ্যালয়ের সাদা এবং নীল রঙের ব্যপারে পুরোপুরি নিশ্চিত নই। সম্ভবত লোগোর ফন্টের রঙ অনুযায়ী এটি নির্ধারণ হয়ে থাকে। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:২২, ১৯ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের রঙ্গ সাদা এবং নীল। Msahedzamanhridoy (আলাপ) ১০:০৬, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অবচিত পরামিতিসহ তথ্যসূত্র ঠিক করা প্রয়োজন[সম্পাদনা]

নিবন্ধের ৪৭ নং তথ্যসূত্রের শিরোনাম অনুপস্থিত বা খালি, এবং অকার্যকর সংযোগ রয়েছে, যা ঠিক করা প্রয়োজন। চার স্থানে এই তথ্যসূত্র ব্যবহৃত হয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:০৩, ২ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

একত্রীকরণ প্রসঙ্গে[সম্পাদনা]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ পাতাটি শুধুমাত্র তালিকা যা মূল নিবন্ধেই রাখা শ্রেয়। আলাদা করে রাখতে হলে বিস্তারিত বর্ণনা সহকারে রাখা উচিত। --মহীন রীয়াদ (আলাপ) ০৪:০৫, ৪ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ তালিকাটি বেশ বড় হওয়ায় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিবন্ধের সৌন্দর্য নষ্ট করছিল বলে আমি মনে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় নিবন্ধটি এমনিতেই বেশ বড় এবং এতে আরও তথ্য যোগ করার ইচ্ছা আছে তখন এটি আরও বড় হয়ে যাবে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ নামে আলাদা পাতাটি করেছি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ পাতাটি খুব বেশি দৃষ্টিকটু হলে তা একীভূত করা যেতে পারে। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:২০, ৪ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

এই শিরোনামে একটি আলাদা পাতা থাকতেই পারে, তবে বর্তমান অবস্থায় শুধুমাত্র অনুষদের নাম সম্বলিত এই তালিকা না রেখে বিশ্ববিদ্যালয়ের পাতায় একত্রীকরণের পরামর্শ দেবো। পরবর্তীতে প্রতিটি অনুষদের বিস্তারিত বর্ণনাসহ আলাদা পরিচ্ছেদ যুক্ত করা হলে এটি আলাদা পাতায় স্থানান্তর করলে ভালো দেখাবে। আর তালিকাটি বিশ্ববিদ্যালয়ের পাতায় রাখলে খুব একটা অসুন্দর দেখায় না, অনেক নিবন্ধেই এমনটা রয়েছে। পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ পাতাটি এইরকম দৃশ্যত হওয়ায় তা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধের সাথে একত্রীকরণ করা হয়েছিলো। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১১:১৩, ৪ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধে শুধু বিভাগের নাম দেয়া আছে আর কিছু দেয়া নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ তে বিভগের নামের সাথে প্রতিষ্ঠা কাল দেয়া আছে (এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি)। যদিও কিছু বাকি আছে আশা করি বাকি গুলোও দিতে পারবো। আর আমি বিভাগগুলোর আসন সংখ্যাও যোগ করেছিলাম যা আপনি মুছে দিয়েছেন। আমি মনে করি এখানে আসন সংখ্যা দেয়া থাকলে নিবন্ধটি পূর্ণতা পেত এবং একটি বিভাগের প্রতিষ্ঠাকাল ও আসন সংখ্যা ছাড়া সাধারনত অন্য কিছু কেউ জানতে চায় না বা জানার প্রয়োজন পরে না। এর পরে যদি মনে হয় একত্রীকরণ করা প্রয়োজন তবে করা যেতে পারে। ধ্যনবাদ। --মাসুম-আল-হাসান (আলাপ) ১৯:৪৩, ৪ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Masum-al-hasan: আপনি নিবন্ধটিতে অনুষদসমূহ অনুচ্ছেদে ভাগ করে তাতে অনুষদের কিছু বর্ননা ও বিভাগ যোগ করে দিন। তখন নিবন্ধটি একত্রীকরণের প্রয়োজন পড়বে না। --আফতাব (আলাপ) ১৪:৩২, ৫ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া। সামনে পরীক্ষা তাই এখন আমার হাতে সময় নেই তবে যত দ্রুত সম্ভব আমি অনুষদসমূহ অনুচ্ছেদে ভাগ করে তাতে অনুষদের বর্ননা যোগ করে দেব। ধ্যনবাদ। ----masum (আলাপ) ১৫:২৬, ৫ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ ও ইন্সটিটিউটসমূহ পাতাটি স্বতন্ত্রভাবে থাকাতেই পারে। বর্তমানে পাতাটি যথেষ্ট তথ্যবহুল, অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্যেও এমন পাতা থাকতে পারে, উইকিপিডিয়াতে বেশি তথ্য থাকা দূষণীয় কোন ব্যাপার না, বরঞ্চ একে উৎসাহ দেয়া দরকার। --আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৫:২০, ২২ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার অনুরোধ, ৬ ডিসেম্বর ২০২০[সম্পাদনা]

অধ্যাপক আবু সাইয়িদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) , রাকসু ভিপি , সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য , সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ,৬৮ পাবনা -১ । 103.118.77.138 (আলাপ) ০৯:২৭, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

যোগ করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৯, ৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]