আলমগীর অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলমগীর (জন্ম: ৩ এপ্রিল, ১৯৫০) বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা।[১] আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়ন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। তাকে মহানায়ক আলমগীর হিসেবেও অভিহিত করা হয়। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন।[২] তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।[৩]

আলমগীর অভিনীত প্রথম চলচ্চিত্র আলমগীর কুমকুম পরিচালিত আমার জন্মভূমি ১৯৭৩ সালে মুক্তি পায়। তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ছিল ‘দস্যুরাণী’। এরপর তিনি এ পর্যন্ত অনেক ছবিতে কাজ করেন। অভিনেতা হিসেবে তার উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হচ্ছে - ভাত দে, মা ও ছেলে, মায়ের দোয়া, ক্ষতিপূরণ, মরণের পরে, পিতা মাতা সন্তান, অন্ধ বিশ্বাস, দেশপ্রেমিক[৪] এছাড়াও তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে মায়ের অধিকার, সত্যের মৃত্যু নাই, জীবন মরণের সাথী, কে আপন কে পর উল্লেখযোগ্য।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চাবি
double-dagger আসন্ন মুক্তি
বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা সূত্র
১৯৭৩ আমার জন্মভূমি আলমগীর কবির প্রথম চলচ্চিত্র [৫]
দস্যুরানী সিরাজুল ইসলাম ভূঁইয়া [৬]
অতিথি আজিজুর রহমান [৭]
১৯৭৫ চাষীর মেয়ে আলম বাবুল চৌধুরী [৫]
লাভ ইন সিমলা আবুল বাশার [৬]
হাসি কান্না হাসমত [৮]
মাস্তান অশোক ঘোষ [৯]
১৯৭৬ জয় পরাজয় মুস্তাফা মেহমুদ [১০]
গুন্ডা শাহরিয়ার আলমগীর কুমকুম [৬]
মাটির মায়া তাহের চৌধুরী [৫]
শাপমুক্তি আজিজুর রহমান [১১]
জাল থেকে জ্বালা মোহসীন [১২]
মনিহার মুস্তাফা মেহমুদ [১৩]
১৯৭৮ হীরা [১০]
মমতা [৬]
মনের মানুষ [১০]
রাতের কলি [১০]
লুকোচুরি [১০]
হাবা হাসমত
১৯৭৮ জিঞ্জির দিলীপ বিশ্বাস [১৪]
মধুমিতা [১০]
হারানো মানিক [১০]
মেহেরবানু [১০]
কন্যাবদল [১০]
কাপুরুষ [১০]
শ্রীমতি ৪২০ [১০]
বদলা [১০]
সাম্পানওয়ালা [১০]
১৯৮০ কসাই আমজাদ হোসেন [৫]
গাঁয়ের ছেলে [৬]
প্রতিজ্ঞা [৬]
লুটেরা [৬]
চম্পাচামেলী [৬]
ওস্তাদ সাগরেদ [৬]
দেনা পাওনা [৬]
মধুমালতী [৬]
আল হেলাল [৬]
সবুজ সাথী [৬]
ভালোবাসা [৬]
বাসরঘর [৬]
মান সম্মান [৬]
ধনদৌলত [৬]
হাসান তারেক [৬]
সালতানাত [৬]
দ্বীপকন্যা [৬]
সকাল সন্ধ্যা [৬]
মহল [৬]
অগ্নিপরীক্ষা [৬]
১৯৮২ আশার আলো নুরুল হক বাচ্চু [৬]
রজনীগন্ধা আসাদ কামাল আহমেদ [৫]
বড় বাড়ীর মেয়ে আব্দুস সামাদ খোকন [৬]
১৯৮৩ লাইলী মজনু [৬]
ঘরের বউ মালেক আফসারী [১৫]
১৯৮৪ ভাত দে গহর আমজাদ হোসেন [৫]
সখিনার যুদ্ধ আমজাদ হোসেন [৫]
নতুন পৃথিবী [১০]
হিসাব নিকাশ [১০]
দুই নয়ন [১০]
অন্যায় [১০]
ঘরের লক্ষ্মী [১০]
১৯৮৫ মা ও ছেলে দীপক চৌধুরী কামাল আহমেদ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
গীত মালেক আফসারী [১৬]
১৯৮৭ স্বামী স্ত্রী বাদল চৌধুরী কামাল আহমেদ [৫]
অপেক্ষা দিলীপ বিশ্বাস বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
১৯৮৮ পথে হল দেখা হাফিজ উদ্দীন
১৯৮৯ সত্য মিথ্যা রাজু রহমান এ জে মিন্টু [৫]
রাঙা ভাবী আলম মতিন রহমান [১০]
ক্ষতিপূরণ আলম মালেক আফসারি বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
১৯৯০ দোলনা সাগর শিবলি সাদিক
মরণের পরে সাগর আজহারুল ইসলাম খান বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
১৯৯১ পিতা মাতা সন্তান এ জে মিন্টু বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
অচেনা রহমান চৌধুরী শিবলি সাদিক [৫]
সান্ত্বনা মামুন কাজী মোরশেদ
১৯৯২ অন্ধ বিশ্বাস আলম মতিন রহমান বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
১৯৯৩ শাসন
অবুঝ সন্তান কামাল আহমেদ
১৯৯৪ দেশপ্রেমিক কাজী হায়াৎ বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৩]
স্নেহ সমীর গাজী মাজহারুল আনোয়ার
১৯৯৫ কন্যাদান দেলোয়ার জাহান ঝন্টু
১৯৯৬ পোকা মাকড়ের ঘর বসতি আখতারুজ্জামান
অজান্তে মির্জা শাহরিয়ার দিলীপ বিশ্বাস
সত্যের মৃত্যু নাই ছটকু আহমেদ
মায়ের অধিকার সাহেদ সিদ্দিক শিবলি সাদিক
দুর্জয় মালেক আফসারি
১৯৯৭ ঘাতক শহীদুল ইসলাম খোকন
২০০৫ টাকা শায়খ মির্জা শহীদুল ইসলাম খোকন
২০০৬ রানী কুঠির বাকি ইতিহাস সামিয়া জামান
২০০৯ তুমি আমার স্বামী পিটার মনতাজুর রহমান আকবর
২০১০ জীবন মরণের সাথী শাহাদৎ হোসেন লিটন বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০১১ কে আপন কে পর শাহীন-সুমন বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার [১৭]
হৃদয় ভাঙ্গা ঢেউ গাজী মাজহারুল আনোয়ার
মাটির ঠিকানা শাহ আলম কিরণ
২০১২ সে আমার মন কেড়েছে সোহানুর রহমান সোহান
দ্য স্পিড সোহানুর রহমান সোহান
২০১৩ জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার এফ আই মানিক [১৮]
২০১৪ হেড মাষ্টার দেলোয়ার জাহান ঝন্টু
এক কাপ চা নঈম ইমতিয়াজ নেয়ামুল
২০১৫ দুই পৃথিবী এফ আই মানিক
২০১৬ বিজলী ইফতেখার চৌধুরী [১৯]
২০১৭ ঢাকা অ্যাটাক দীপঙ্কর দীপন
২০১৮ একটি সিনেমার গল্প আলমগীর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নায়ক আলমগীর"দৈনিক মানবজমিন 
  2. "দর্শক-নন্দিত আলমগীর"দৈনিক আমাদের সময়। ২০ আগস্ট ২০১৪। ৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  3. আলতাফ শাহনেওয়াজ (২১ মার্চ ২০১৩)। "একজন খাঁটি অভিনেতা"দৈনিক প্রথম আলো। ২০১৬-১০-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬ 
  4. "দীর্ঘদিন পর অভিনয় ফিরছেন আলমগীর"রূপালি আলো। ৫ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. মারিয়া, শান্তা (৩ এপ্রিল ২০১৬)। "চিরসবুজ আলমগীর"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  6. অভি মঈনুদ্দীন (৬ আগস্ট ২০১৫)। "অনবদ্য আলমগীর"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬ 
  7. "অতিথি"বাংলা মুভি ডেটাবেজ। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  8. "হাসি কান্না"বাংলা মুভি ডেটাবেজ। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  9. "মাস্তান"বাংলা মুভি ডেটাবেজ। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  10. "একজন অনন্য আলমগীর"দৈনিক ইত্তেফাক। ৪ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬ 
  11. "শাপমুক্তি"বাংলা মুভি ডেটাবেজ। ১৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  12. "জাল থেকে জ্বালা"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "মনিহার"বাংলা মুভি ডেটাবেজ। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  14. আলাউদ্দীন মজিদ (৯ মে ২০১৩)। "একসঙ্গে রাজ্জাক-সোহেল রানা-আলমগীর"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  15. "ঘরের বউ"বাংলা মুভি ডেটাবেজ। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  16. "গীত"বাংলা মুভি ডেটাবেজ। ২৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  17. মাহফুজুর রহমান (১৫ জানুয়ারি ২০১৩)। "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১ ঘোষণা : সমালোচনার ঝড়"দৈনিক আমার দেশ। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৬ 
  18. "৩৫ বছর পর একসাথে রাজ্জাক, সোহেল রানা, ও আলমগীর"প্রিয় নিউজ। ঢাকা, বাংলাদেশ। ৬ মে ২০১৩। ২৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  19. "নতুন চলচ্চিত্রে আলমগীর"জাগো নিউজ। ঢাকা, বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৬