বিষয়বস্তুতে চলুন

উত্তরা ব্যাংক পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তরা ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (জুন ২৭, ১৯৬৫)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
আজহারুল ইসলাম (চেয়ারম্যান)
মোহাম্মদ রবিউল হোসেন (ব্যবস্থাপনা পরিচালকপ্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহব্যাংকিং সেবা,
এটিএম সেবা,
কনজিউমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
ওয়েবসাইটউত্তরা ব্যাংক লিমিটেড

উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্তিত। ব্যাংকটি বর্তমানে ২৪৫টি শাখা এবং ২৬টি উপ-শাখা নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

ব্যাংকটি ১৯৬৫ সালের ২৮ জানুয়ারি "ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন" নামে প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন শাখা ছিল ৪টি এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব পর্যন্ত ব্যাংকটির শাখার সংখ্যা দাঁড়ায় ৬০টি। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় ব্যাংকটি পূর্ব বাংলার কোষাগারের দায়িত্ব পালন করে। স্বাধীনতা যুদ্ধের পরে সরকার ব্যাংকটি অধিগ্রহণ করে এবং ''উত্তরা ব্যাংক'' নামকরণ করে। ১৯৭২ সালের ২৬ মার্চ থেকে সরকারি ব্যাংক হিসেবে পুনরায় কার্যক্রম শুরু করে। ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার ব্যাংক বেসরকারিকরণ শুরু করে। ফলে এই ব্যাংকটিও বেসরকারি ব্যাংক হিসাবে কার্যক্রম শুরু করে।[]

উত্তরা ব্যাংক ২৪৫টি অনলাইন শাখা ও ২৬ টি উপ-শাখা নিয়ে পরিচালিত হচ্ছে। দেশে বিদেশে কার্যক্রম পরিচালনার জন্য ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২ আঞ্চলিক অফিস করা হয়েছে। এছাড়াও ব্যাংকটি বৈদেশিক বাণিজ্যে সম্পাদনের জন্য প্রায় ৬০০টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।[]

পরিচালনা

[সম্পাদনা]

ব্যাংকটির পরিচালনার দায়িত্ব থাকে ১৪ সদস্যের একটি পরিচালনা পর্ষদের হাতে। ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পন্ন ও তত্বাবধানে একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসেন।

আর্থিক সক্ষমতা

[সম্পাদনা]

বাংলাদেশের ব্যাংকিং খাতের সাম্প্রতিক মন্দা স্বত্ত্বেও উত্তরা ব্যাংক ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে। বাংলাদেশী পত্রিকা বণিক বার্তা ৭টি সূচকের ভিত্তিতে উত্তরা ব্যাংককে অন্যতম শক্তিশালী ব্যাংক হিসাবে ঘোষণা করেছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Uttara Bank Ltd."www.uttarabank-bd.com। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯ 
  2. "Uttara Bank Ltd."www.uttarabank-bd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৮ 
  3. "Uttara Bank Ltd."www.uttarabank-bd.com। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৯ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]