ডাচ-বাংলা ব্যাংক
![]() | |
পাবলিক লিমিটেড কোম্পানি | |
শিল্প | ব্যাংকিং |
প্রতিষ্ঠাকাল | ঢাকা, বাংলাদেশ (১৯৯৫) |
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | এম, সাহাবুদ্দিন আহমদ -প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; Financierings-Maatschappij voor Ontwikkelingslanden (FMO) |
পণ্যসমূহ | ব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং |
কর্মীসংখ্যা | ৩০০০ |
স্লোগান | আপনার বিশ্বস্ত সঙ্গী |
ওয়েবসাইট | অফিশিয়াল ওয়েবসাইট |
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক। যার প্রতিষ্ঠাতা এম, সাহাবুদ্দিন আহমদ -প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বাংলাদেশ); Financierings-Maatschappij voor Ontwikkelingslanden (FMO) (নেদারল্যান্ড) ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশ্য নিয়ে ডিবিবিএল ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা প্রতিষ্ঠিত এবং কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয়। ডিবিবিএল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৩ জুন, ১৯৯৬ সালে। ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত।
ব্যাংকিং কার্যক্রম[সম্পাদনা]
এটিএম[সম্পাদনা]
ডাচ বাংলা ব্যাংকের বর্তমানে দেশব্যাপি রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকএর 4809টি এটিএম বুথ (দেশের সর্ব
বৃহত এটিএম নেটওর্য়াক) যা দ্রুত গতিতে বেড়ে চলেছে, রয়েছে প্রায় 3100টি এজেন্ট বাংকিং অফিস যা সারা দেশেই দ্রুত বেড়ে চলছে। রয়েছে 986টি ফার্স্ট-ট্রাক হাতের কাছেই পাওয়া যায়। আরো আছে 191টি ব্রাঞ্চ, তাই আপনার পাশেই খুব সহজেই টাকা জমা করতে পারবেন। [১][২]
মোবাইল ব্যাংকিং[সম্পাদনা]
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং "ডাচ বাংলা মোবাইল ব্যাংক" চালু করে ৩১ মার্চ ২০১১ সালে।[৩] এবং তা বর্তমানে রকেট নামে পরিবর্তন করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবা দেয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ’বিকাশ’ এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংক 'রকেট'।[৪][৫]
তথ্যসুত্র[সম্পাদনা]
- ↑ "অটোমেশন"। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪।
- ↑ "এটিএম"। ডাচ বাংলা ব্যাংক।
|আর্কাইভের-ইউআরএল=
এর|আর্কাইভের-তারিখ=
প্রয়োজন (সাহায্য) তারিখে ["https://app.dutchbanglabank.com/DBBLWeb/ATMLocation" মূল]|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য) থেকে আর্কাইভ করা। - ↑ দেশে মোবাইল ব্যাংকিংয়ের যাত্রা শুরু[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সাত মাসে মোবাইল ব্যাংকিং গ্রাহক দ্বিগুণ
- ↑ অফিশিয়াল সাইট
বহিঃ সংযোগ[সম্পাদনা]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
![]() ![]() |
ব্যাংক ও বীমা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |