সীমান্ত ব্যাংক পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সীমান্ত ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
সীমান্ত ব্যাংক
ধরনবিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানী
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহব্যাংকিং সেবা
গ্রাহক ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
অর্থায়ন ব্যাংকিং
ওয়েবসাইটhttps://www.shimantobank.com/

সীমান্ত ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধাসামরিক বাহনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারনের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

সীমাহীন আস্থা স্লোগানে দেশের ৫৭তম তফসিলি ব্যাংক হিসেবে সীমান্ত ব্যাংক যাত্রা শুরু করে।[২] এর আগে ১৭ জুন, ২০১৫ সালে সীমান্ত ব্যাংককে সম্মতিপত্র দেয় বাংলাদেশ ব্যাংক[৩] মূলত ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর অনুসারে এই ব্যাংকটি পরিচালিত হয়।[৪] বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের আদলে এই ব্যাংকটি গঠন করা হয়েছে।[৫] গঠন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের মত বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের অধীনে বাণিজ্যিকভাবে ব্যাংকটি পরিচালিত হয়।[৬] ২১ জুলাই, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক সীমান্ত ব্যাংককে তফসিলি ব্যাংকের পে-তালিকাভুক্ত করে।[৭] পরবর্তীতে ১ সেপ্টেম্বর, ২০১৬ সালে শেখ হাসিনা বাণিজ্যিক ব্যাংক হিসেবে ব্যাংকটির কার্যক্রম উদ্বোধন করেন।[৮] জেনারেল আজিজ আহমেদকে প্রতিষ্ঠাতা, বিগ্রেডিয়ার জেনারেল তৌফিকুর হাসান সিদ্দিকীকে প্রকল্প পরিচালক এবং মুখলেসুর রহমানকে প্রথম ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ঘোষণা করে এ ব্যাংক যাত্রা শুরু করে।[৯] মূলত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মূলধন সহায়তা এবং জোগানের জন্যই এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।[১০] ৪০০ কোটি টাকা অনুমোদিত মূলধন এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে এ ব্যাংক ধানমন্ডির পিলখানায় যাত্রা শুরু করে।[১১] ২০২০ সাল নাগাদ সীমান্ত ব্যাংকের আমানতের পরিমাণ ছিলো ১২৯০ কোটি টাকা।[১২] ৮ আগস্ট, ২০২২ সালে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান রফিকুল ইসলাম।[১৩][১৪] ৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে কোম্পানী আইন, ১৯৯৪ মোতাবেক এ ব্যাংকের নাম পরিবর্তন করে সীমান্ত ব্যাংক পিএলসি করা হয়।[১৫]

কার্যক্রম[সম্পাদনা]

এসএমবিএল নারী শক্তি[সম্পাদনা]

বিশেষায়িত এই ঋণ সুবিধার মাধ্যমে সীমান্ত ব্যাংক গ্রামীণ নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেয়।[১৬] ২২ থেকে ৫০ বছর বয়সী নারী যারা কমপক্ষে ছয়মাস হ্যাচারি, গবাদি পশু লালনপালন, মাছ চাষ, কৃষি কাজ, হস্তশিল্প, বুটিকস্ কিংবা সেলাইয়ের কাজে জড়িত আছেন এবং যাদের মাসিক আয় কমপক্ষে ৫০০০ টাকা তাদেরকে এই ঋণ প্রদান করা হয়। এক্ষেত্রে তাদেরকে সহজ শর্তে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।[১৭][১৮]

এসএমবিএল প্রযুক্তি ঋণ[সম্পাদনা]

মূলত কোভিড-১৯ শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনলাইনে চালিয়ে নেওয়ার জন্য এই সেবার প্রবর্তন করা হয়েছিলো। এর মাধ্যমে ২২ থেকে ৬০ বছর বয়সী চাকরিজীবি, ব্যবসায়ী, ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চাটার্ড অ্যাকাউন্টেন্ট ও বিজিবি সদস্যগণকে ৩০,০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়েছিলো।[১৯][২০]

এসএমবিএল সৈনিক ভবিষ্যৎ[সম্পাদনা]

বর্ডার গার্ড বাংলাদেশের সৈনিকদের সঞ্চয়ের জন্য এ সেবার আওতাভুক্ত করা হয়। এ সেবার মাধ্যমে সর্বনিম্ন ৫০,০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।[২১][২২]

সীমান্ত নিবাস[সম্পাদনা]

এ সেবার অধীনে গৃহঋণ প্রদান করে থাকে সীমান্ত ব্যাংক। চাকুরীজীবি, ব্যবসায়ী যাদের বয়স ২৫ থেকে ৭৫ বছর এবং মাসিক আয় কমপক্ষে ৩০,০০০ টাকা, তারা এ ঋণের জন্য মনোনীত হবেন। সুদের পরিমাণ বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের জন্য ৮.২৫% এবং অন্যান্যদের জন্য ৯.০০%।[২৩]

সীমান্ত ডিপিএস[সম্পাদনা]

অন্যান্য সব ব্যাংকের মত সীমান্ত ব্যাংকেরও ডিপিএস স্কিম চালু আছে। মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ অর্থ ডিপিএস হিসেবে রাখা যায়।[২৪]

এসএমবিএল আস্থা[সম্পাদনা]

মূলত এই সেবাটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চালু করা হয়েছিলো, যা সম্পূর্ণ জামানতবিহীন। এর মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ ২৫,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ পান।[২৫]

বিস্তৃতি[সম্পাদনা]

সারা দেশে বর্তমানে সীমান্ত ব্যাংকের ২১টি শাখা, ৪টি উপ শাখা এবং ২২টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) রয়েছে।[২৬][২৭][২৮]

পরিচালনা পর্ষদ[সম্পাদনা]

সীমান্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক।[২৯]

নাম পদবি
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান চেয়ারম্যান
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নুরুল আমিন পরিচালক
ব্রিগ্রেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবির পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ পরিচালক
কর্ণেল মোঃ মাহমুদূর রহমান পরিচালক
কর্ণেল মুরাদ জামান পরিচালক
কর্ণেল শফিউল আজম পারভেজ পরিচালক
রফিকুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ লভ্যাংশ দেবে সীমান্ত ব্যাংক"jagonews24.com। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২১ 
  2. "৫৭নং তফসিলি ব্যাংক হিসেবে লাইসেন্স পেল সীমান্ত ব্যাংক"corporatesangbad.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "লাইসেন্স পেল বিজিবির সীমান্ত ব্যাংক"sharebusiness24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "কেন্দ্র থেকে প্রান্তে আলো ছড়াচ্ছে সীমান্ত ব্যাংক"samakal.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  6. "তালিকাভুক্ত হল সীমান্ত ব্যাংক"dailyjanakantha.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  7. "সীমান্ত ব্যাংক নামে নতুন ব্যাংক পাচ্ছে বিজিবি"prothomalo.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  8. "তিন বছরে সীমান্ত ব্যাংক"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  9. "PM Opens Shimanto Bank for BGB Members"dhakatribune.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  10. "সীমান্ত ব্যাংক উদ্বোধন বৃহস্পতিবার"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  11. "বিজিবির সীমান্ত ব্যাংকের মূলধন ৪০০ কোটি-টাকা"risingbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  12. "Banks' Deposits Swell"thedailystar.net। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  13. "জনাব রফিকুল ইসলাম সীমান্ত ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  14. "পরিক্রমা, সীমান্ত ব্যাংক"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  15. "Name change of Shimanto Bank Ltd to Shimanto Bank PLC" (পিডিএফ)bb.org.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  16. "সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে সীমান্ত ব্যাংক"kalerkantho.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  17. "Shimanto Bank rolls out Three Products"thefinancialexpress.com.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  18. "SMBL Nari Shakti"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  19. "নতুন বছরে ৩ সেবা আনলো সীমান্ত ব্যাংক"bonikbarta.net। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  20. "SMBL Projukti Rhin"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  21. "নতুন বছরে ৩টি সেবা আনলো সীমান্ত ব্যাংক"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  22. "SMBL Shoinik Bhabishwat"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  23. "Shimanto Nibash"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  24. "Shimanto DPS"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  25. "SMBL Astha"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  26. "Branches of SMBL"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  27. "Sub Branches of SMBL"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  28. "ATMs of SMBL"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  29. "পরিচালনা পর্ষদ, সীমান্ত ব্যাংক"shimantobank.com। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২