ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
ধরনসরকারি মালিকানা
শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৪৯
সদরদপ্তরপ্রধান অফিস, করাচী পাকিস্তান
প্রধান ব্যক্তি
মুনির কামাল, চেয়ারম্যান
সাইদ ইকবাল অাসরাফ, প্রেসিডেন্ট
পণ্যসমূহলোন, ক্রেডিট কার্ড, জমা, কনজ্যুমার ব্যাংকিং
আয়বৃদ্ধিরুপি৫৩.৭২ বিলিয়ন (US$৩৪০ million) - 2015[১]
বৃদ্ধিরুপি১৯.২২ বিলিয়ন (US$১২০ million) - 2015[১]
মালিকপাকিস্তান সরকার
ওয়েবসাইটwww.nbp.com.pk

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (NBP) হচ্ছে পাকিস্তানের একটি প্রধান বাণিজ্যিক ব্যাংক এবং এর সদরদপ্তর করাচীতে অবস্থিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়া সত্বেও এটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে।

ব্যাংকটি বাণিজ্যিক এবং পাবলিক উভয় ব্যাংকিং সেবাই প্রদান করে। মূলধন বাজারে ব্যাংকটির অবস্থান প্রধান। এটি বিনিয়োগ ব্যাংকিং,রিটেইল এবং কনজ্যুমার ব্যাংকিং,কর্পোরেট বিনিয়োগ ব্যাংকিং,কৃষি অর্থায়ন, সঞ্চিতি সেবা ইত্যাদি ব্যাংকিং সেবা প্রদান করে। ২০১২-এর হিসেবে ব্যাংকটির পাকিস্তানে ১,২৮০ টি শাখা রয়েছে এবং সম্পদের পরিমাণ মার্কিন ডলারের হিসাবে ১২.২৯৩ বিলিয়ন ডলার।[২] দেশের বাইরেও এর কিছু অফিস বেইজিং,তাশখন্দ,শিকাগো,লন্ডন এবং টরেন্টোতে অবস্থিত।

কনজ্যুমার পন্যে উৎপাদনে এটি সমাজে ব্যাপক সহযোগীতা করে থাকে এবং সামজিক কর্তব্য পালন করে থাকে। জনসংখ্যার নিম্ন এবং মধ্য আয়ের মানুষদের সুবিধার জন্য বিশেষভাবে কিছু সঞ্চয় হিসাব পদ্বতি তৈরি করা হয়েছে। এটি বিশেষভাবে কিছু ক্ষুদ্র অর্থায়ন করে থাকে অনেক ক্ষেত্রে। যেমন : কৃষি,ব্যবসায় এবং শিল্প ক্ষেত্রে, কার্য-ই-হাসনা হিসাব শিক্ষার্থীদের জন্য,বেকার লোকদের আত্ন-কর্মসংস্থান লোনেরর হিসাব পদ্বতি,গন পরিবহন হিসাব পদ্বতি ইত্যাদি। ইসলামী শরীয়াত পদ্বতিতেও অনেক ক্ষেত্রে ব্যাংকিং সেবা প্রদান করে। প্রবাসী পাকিস্তানিদের পাঠানো টাকা উত্তোলনের জন্য আলাদা রেমিটেন্স সেবাও প্রদান করে থাকে।

ব্যাংকটি প্রতিবছর উর্দু এবং অন্যান্য স্বীকৃত ভাষায় লিখিত সেরা বই রচয়িতাদের পুরস্কার প্রদান করে। পাকিস্তানের ক্রীড়া ক্ষেত্রে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক।

ইতিহাস[সম্পাদনা]

১৯৪৯ সালে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান অধ্যাদেশ বলে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রায়ত্ব মালিকানায়। যখন পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের কোনো শাখা ছিলনা তখন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করতো। এটি সরকারের ট্রেজারি কার্যক্রমও পরিচালনা করতো। এর প্রথম শাখা ছিল পূর্ব পাকিস্তানের পাট উৎপন্ন এলাকায় কিন্তু অফিস ছিল করাচী এবং লাহোরে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NBP Annual Report 2015" (পিডিএফ)NBP.com.pk। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৬ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৭ এপ্রিল ২০০৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]