ন্যাশনাল ব্যাংক লিমিটেড
ধরন | পাবলিক লিমিটেড কোম্পানি |
---|---|
শিল্প | ব্যাংকিং, আর্থিক পরিষেবা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৩ |
সদরদপ্তর | ১১৬/১, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর , ঢাকা, বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মো. তৌহিদুল আলম খান।(ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা) আবদুল আউয়াল মিন্টু (চেয়ারম্যান) |
পণ্যসমূহ | ফিন্যান্স ও বীমা কনজিউমার ব্যাংকিং যৌথ ব্যাংকিং ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপন |
৳ ২৬৪.৬ কোটি (US$ ৩৮.৩৫ মিলিয়ন) ২০০৮ | |
ওয়েবসাইট | [১] |
ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন একটি ব্যাংক। এটি বাংলাদেশের সবচেয়ে বড় মূলধনি প্রতিষ্ঠান।[১] ব্যাংকটির প্রধান কার্যালয় ঢাকার বাংলামটরে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক যার সম্পূর্ণ মালিকানা বাংলাদেশী নাগরিকদের। ব্যাংকটি ১৯৮৩ সালের ২৮ মার্চ কার্যক্রম শুরু করলেও প্রথম শাখা চালু করে একই বছরের ২৩ মার্চ ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকায়। দ্বিতীয় শাখাটি ওই বছরের ১১ মে চট্টগ্রামের খাতুনগঞ্জে খোলা হয়। বর্তমানে ব্যাংকটির ২২১টি শাখা এবং ৩৪টি উপ-শাখা রয়েছে।[২]
পরিচালনা
[সম্পাদনা]ব্যাংকটির পরিচালনায় ৯ সদস্যের একটি পরিচালনা পর্ষদ কাজ করে। ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পাদন ও তত্বাবধানের দায়িত্ব থাকে একটি ব্যবস্থাপনা কমিটি হাতে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম খান।।[৩]
পণ্য ও সেবা
[সম্পাদনা]এই ব্যাংকটি সাধারণত যেসকল পরিসেবা দিয়ে থাকে (২০১৩) সেগুলো হলো:[৪]
|
|
|
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বড় মূলধনি ১০ কোম্পানি, এবং বাণিজ্য, প্রথম আলো, ৯ সেপ্টেম্বর ২০১৯, পৃষ্ঠা ৬
- ↑ "National Bank Limited"। www.nblbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৭।
- ↑ BOD। "National Bank Limited"। www.nblbd.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০৭।
- ↑ http://www.erajshahi.gov.bd/app/cc_service/cc_service.php?cmd=details&id=2517&tempid=14[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]