বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
| বিসিবি | |
|---|---|
![]() বিশ্বাসের সাথে সেবা | |
| প্রধান কার্যালয় | মতিঝিল, ঢাকা, বাংলাদেশ |
| প্রতিষ্ঠিত | ১ জুন ১৯৯৮ |
| মালিকানা | বেসরকারি |
| ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা | মোঃ মোশাররফ হোসেন |
| মুদ্রা | বাংলাদেশী টাকা |
| ওয়েবসাইট | www.bcblbd.com |
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯৮ সালের ১ জুন ব্যাংক কোম্পানি আইন ১৯৯১- এর অধীনে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ব্যাংকটির প্রধান কার্যালয় ৫২-৫৩, দিলকুশা বাণিজ্যিক এলাকা, মতিঝিল, ঢাকা, বাংলাদেশে অবস্থিত।[১]
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড অবসায়নের মাধ্যমে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ২৭ জানুয়ারি ১৯৮৬ সালে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ব্যবসায় পরিচালনা করছিল। কিন্তু, ১৯৯২ সালে প্রতিষ্ঠানটি গভীর তারল্য সংকটে পরে, ফলে বাংলাদেশ ব্যাংক এটির কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। পরবর্তীতে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশক্রমে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত ঘোষণা করে ১৯৯৮ সালের ১ জুন বাংলাদেশ কমার্স ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটি পরিচালনায় সরকার ৯ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়। ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড তফশিলি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে।[২]
পরিচালনা
[সম্পাদনা]বর্তমানে ব্যাংকটি পরিচালনায় ১০ সদস্যের একটি পরিচালনা পর্ষদ নিয়োজিত রয়েছেন। অন্যদিকে, এটির সার্বিক কার্যক্রম সম্পন্ন ও তত্বাবধানে একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান মো: আতাউর রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোশাররফ হোসেন[৩][৪][৫]
মালিকানা
[সম্পাদনা]ব্যাংকটির মালিকানার প্রায় ৫১ শতাংশ রয়েছে সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসিসহ স্বায়ত্তশাসিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের হাতে এবং বাকি ৪৯ শতাংশ মালিকানা বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে।[৬]
অনিয়ম
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Bangladesh Commerce Bank Ltd"। www.bcblbd.com। সংগ্রহের তারিখ ২১ মে ২০২১।
- ↑ "বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড"।
- ↑ "Bangladesh Commerce Bank Ltd"। www.bcblbd.com। সংগ্রহের তারিখ ২১ মে ২০২১।
- ↑ "Bangladesh Commerce Bank Ltd"। www.bcblbd.com। সংগ্রহের তারিখ ২১ মে ২০২১।
- ↑ "বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ--পরিচালনা পর্ষদ"। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২১ মে ২০২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "মালিকানা পরিবর্তনের পর লোকসানে কমার্স ব্যাংক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ মে ২০২১।
