বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
ধরনবেসরকারি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল২০২০
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মো. জসিম উদ্দিন (চেয়ারম্যান)
তারিক মোর্শেদ (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা)
পণ্যসমূহব্যাংকিং সেবা
কনজ্যুমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
অর্থায়ন ব্যাংকিং
ইসলামী ব্যাংকিং
ওয়েবসাইটhttps://bgcb.com.bd/

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের থেকে চূড়ান্ত অনুমোদন পায়।[১] এটির প্রধান কার্যালয় ৯৪ গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ৪০২তম পর্ষদ সভায় ব্যাংকটি প্রাথমিক সম্মতিপত্র পায়।[৩] ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের থেকে চূড়ান্ত অনুমোদন পায়। পরবর্তীতে, ২০২১ সালের ১১ই মার্চ ব্যাংকটি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।[৪]

পরিচালনা[সম্পাদনা]

দুই জন স্বতন্ত্র পরিচালকসহ ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য ১৭জন। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. জসিম উদ্দিন। তিনি আগামী তিন বছর ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন[৫]। ব্যাংকার জনাব তারিক মোর্শেদ ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।[২][৬]

মূলধন[সম্পাদনা]

প্রচলিত আইন অনুসারে কোন নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেতে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন লাগে[৭]। তবে বেঙ্গল ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫০০ কোটি টাকা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "About Us || Bengal Commercial Bank"bgcb.com.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০ 
  2. "About BGCB || Bengal Commercial Bank"bgcb.com.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০ 
  3. "দৈনিক জনকন্ঠ || কার্যক্রমে আসছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০ 
  4. "বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু"dbcnews.tv (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০ 
  5. "Jasim Uddin elected chairman of Bengal Commercial Bank"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  6. "Jashim Uddin elected chairman of Bengal Commercial Bank"unb.com.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ 
  7. "বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অনুমোদন আজ | শিল্প বাণিজ্য"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]