পানামীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পানামীয় ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৩৭; ৮৭ বছর আগে (1937)[১]
সদর দপ্তরপানামা সিটি, পানামা
ফিফা অধিভুক্তি১৯৩৮[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[২]
সভাপতিপানামা মানুয়েল আরিয়াস
সহ-সভাপতিপানামা ফের্নান্দো আরসে মেন্দিজাবাল
ওয়েবসাইটwww.fepafut.com

পানামীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Panameña de Fútbol, ইংরেজি: Panamanian Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেদাফুত নামে পরিচিত) হচ্ছে পানামার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর পানামার রাজধানী পানামা সিটিতে অবস্থিত।

এই সংস্থাটি পানামার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা পানামেনিয়া দে ফুতবল, কোপা রোমেল ফের্নান্দেস এবং কোপা পানামার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে পানামীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মানুয়েল আরিয়াস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মিগেল জুনিগা।

কর্মকর্তা[সম্পাদনা]

৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি মানুয়েল আরিয়াস
সহ-সভাপতি ফের্নান্দো আরসে মেন্দিজাবাল
সাধারণ সম্পাদক মিগেল জুনিগা
কোষাধ্যক্ষ দারিনেল এস্পিনো
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আদান দে গার্সিয়া
প্রযুক্তিগত পরিচালক পাসিফিকো গিরোন
ফুটসাল সমন্বয়কারী আগুস্তিন কাম্পুজানো
জাতীয় দলের কোচ (পুরুষ) আমেরিকো গায়েগো
জাতীয় দলের কোচ (নারী) কেনেথ সেরেমেতা
রেফারি সমন্বয়কারী এলিক্স পেরালতা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১। 

বহিঃসংযোগ[সম্পাদনা]