জ্যামাইকা ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জ্যামাইকা ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯১০; ১১৪ বছর আগে (1910)[১]
সদর দপ্তরকিংস্টন, জ্যামাইকা
ফিফা অধিভুক্তি১৯৬২[১]
কনকাকাফ অধিভুক্তি১৯৬৩[২]
সভাপতিজ্যামাইকা মাইকেল রিকেটস
সহ-সভাপতি
  • জ্যামাইকা রেমন্ড অ্যান্ডারসন
  • জ্যামাইকা ব্রুস গেনর
  • জ্যামাইকা পিটার রিড
ওয়েবসাইটwww.jff.live

জ্যামাইকা ফুটবল ফেডারেশন (ইংরেজি: Jamaica Football Federation; এছাড়াও সংক্ষেপে জেএফএফ নামে পরিচিত) হচ্ছে জ্যামাইকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জ্যামাইকার রাজধানী কিংস্টনে অবস্থিত।

এই সংস্থাটি জ্যামাইকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জাতীয় প্রিমিয়ার লীগ, কেএসএএফএ সুপার লীগ এবং জেএফএফ চ্যাম্পিয়নস কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জ্যামাইকা ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাইকেল রিকেটস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ডাল্টন উইন্ট।

কর্মকর্তা[সম্পাদনা]

৯ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি মাইকেল রিকেটস
সহ-সভাপতি রেমন্ড অ্যান্ডারসন
ব্রুস গেনর
পিটার রিড
সাধারণ সম্পাদক ডাল্টন উইন্ট
কোষাধ্যক্ষ গারফিল্ড সিনক্লেয়ার
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক জেনিস রোজ ব্রাউন
প্রযুক্তিগত পরিচালক ওয়েন্ডেল ডাউনসওয়েল
ফুটসাল সমন্বয়কারী ওয়েন শ
জাতীয় দলের কোচ (পুরুষ) থেওডোর উইটমোর
জাতীয় দলের কোচ (নারী) হিউ মেঞ্জিস
রেফারি সমন্বয়কারী ভিক্টর স্টুয়ার্ট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Abrahams, Hill off to soccer meet today"Kingston Gleaner in newspaperarchive.com। ১৫ মার্চ ১৯৬৩। 
    "Jamaica under the sponsorship of Haiti and the Antilles gained membership last month."

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:জ্যামাইকা-এ ফুটবল টেমপ্লেট:জ্যামাইকা ফুটবল ফেডারেশন