অ্যাঙ্গুইলা ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাঙ্গুইলা ফুটবল অ্যাসোসিয়েশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৯৯০; ৩৪ বছর আগে (1990)[১]
সদর দপ্তরদ্য ভ্যালি, অ্যাঙ্গুইলা
ফিফা অধিভুক্তি১৯৯৬[১]
কনকাকাফ অধিভুক্তি২৩ এপ্রিল ১৯৯৪; ২৯ বছর আগে (1994-04-23) (সহযোগী সদস্য)[২]
১৩ এপ্রিল ১৯৯৬; ২৭ বছর আগে (1996-04-13)[৩]
সভাপতিঅ্যাঙ্গুইলা গিরডন কনর
সহ-সভাপতিঅ্যাঙ্গুইলা কেভিন হাওলি

অ্যাঙ্গুইলা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Anguilla Football Association; এছাড়াও সংক্ষেপে এএফএ নামে পরিচিত) হচ্ছে অ্যাঙ্গুইলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯০ প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর অ্যাঙ্গুইলার রাজধানী দ্য ভ্যালিতে অবস্থিত।

এই সংস্থাটি অ্যাঙ্গুইলার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এএফএ জ্যেষ্ঠ পুরুষ লীগ, এএফএ জ্যেষ্ঠ নারী লীগ এবং এএফএ নকআউট কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অ্যাঙ্গুইলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গিরডন কনর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্সলিন রিচার্ডসন।

কর্মকর্তা[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি গিরডন কনর
সহ-সভাপতি কেভিন হাওলি
সাধারণ সম্পাদক
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালক কলিন জনসন
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) নাইজেল কনর
জাতীয় দলের কোচ (নারী) কেটুরাহ কাইনেস
রেফারি সমন্বয়কারী স্যানফোর্ড রিচার্ডসন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০ 
  2. "This Week in CONCACAF History: April 17–23"। CONCACAF.com (2011)। এপ্রিল ২৬, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০১৬ 
  3. "This Week in CONCACAF History: April 10–16"। CONCACAF.com (2011)। এপ্রিল ১৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]